Humaira Islam safa

Humaira Islam safa Assalamualikum

16/02/2025

বয়সটা অল্প হলেও প্রচুর সঞ্চয় করেছি
তবে টাকা পয়সা নয় বাস্তবতা আর অভিজ্ঞতা.!💔

29/10/2024

বেশি কিছু চাই না যতটুকু হলে জীবনটা সুন্দর হয় ততটুকুই দান করুন আল্লাহ!

 #একদিকে কত আশা, আকাঙ্খা, পরিকল্পনা আর অন্যদিকে 'কুল্লু নাফসিন জাইকাতুল মাউত'!
09/10/2024

#একদিকে কত আশা, আকাঙ্খা, পরিকল্পনা আর অন্যদিকে 'কুল্লু নাফসিন জাইকাতুল মাউত'!

 #ভেতর থেকে একা হইয়্যা গেলে মানুষউৎসবের ভীড়েও একলা থ্যাইকা যায়!               🙁🥀😕
03/10/2024

#ভেতর থেকে একা হইয়্যা গেলে মানুষ
উৎসবের ভীড়েও একলা থ্যাইকা যায়!
🙁🥀😕

প্রতিটি মেয়ের ইচ্ছে তাদের নিজেদের একটা ঘর হোক। হোক না তা টিনের ঘর বা মাটির ঘর,যা সে নিজ হাতে মনের মত করে সাজাবে 💛🌼
14/09/2024

প্রতিটি মেয়ের ইচ্ছে তাদের নিজেদের একটা ঘর হোক। হোক না তা টিনের ঘর বা মাটির ঘর,যা সে নিজ হাতে মনের মত করে সাজাবে 💛🌼

01/09/2024

সবচেয়ে সুন্দর রিভেঞ্জ হচ্ছে কারো প্রতি কোনোরকমের অভিযোগ, অপবাদ, ক্ষোভ, ঘৃণা না রেখে মানুষটাকে ভুলে যাওয়া!

জাস্ট মানুষটা আমার কেউ না ব্যস! তারপর দেখবেন আপনার ভেতর আর কোনো অস্থিরতা নাই। আক্ষেপ নাই। হতাশা নেই।দুঃখ কষ্ট কিছুই নেই।

এমন প্রফুল্ল ভাবে বাঁচতে পারে ক’জন? নিজেকে ম্যান্টালি স্যাটিসফাই করতে পারলে জীবন আসলেই সুন্দর।'🖤

সব বাবা মায়ের উচিত তার মেয়ের বিয়েতে দামি জিনিসপত্র  কিছু না দিয়ে এমন একটা ছোট বাড়ি করে দেয়া।যাতে স্বামী ও তার বাড়ির লোকে...
31/08/2024

সব বাবা মায়ের উচিত তার মেয়ের বিয়েতে দামি জিনিসপত্র কিছু না দিয়ে এমন একটা ছোট বাড়ি করে দেয়া।
যাতে স্বামী ও তার বাড়ির লোকে বলতে না পারে আমার বাড়ি থেকে বেরিয়ে যা।😔

আমার মেয়ের বিয়েতে ভরি ভরি গয়না আর ফার্নিচার না দিয়ে অল্প পরিমান কিছু দেবো।কিন্তু আমার কাছে মেয়ে ওয়ারিস হিসেবে যেই সম্পত্তি পাবে,সেটা দিয়ে মেয়েকে ছোট করে হলেও একটা ঘর বানিয়ে দেবো।অথবা ঘর করার একটা ছোট জায়গা কিনে দেবো, যেইটাতে একমাত্র হস্তক্ষেপ থাকবে শুধুমাত্র আমার মেয়ের, তার স্বামী,সন্তান,বাবা,ভাই,কেউ সেখানে কোনো অংশ পাবে না তার মৃত্যুর আগ পর্যন্ত।এর ফলে অন্তত কোথাও অবহেলিত হতে হবে না ওকে।
আমার মেয়ে যেনো অন্তত বাসাটা ভাড়া দিয়ে হলেও মান্থলি একটা ইনকাম করতে পারে।
((জানো তো,আজকাল টাকা আর জায়গা ওয়ালা মানুষের খুব দাম!!🙂))

আর বাবার বাড়িতে ভাইয়ের সংসারে বা স্বামীর বাড়িতে অথবা নিজের ছেলের সংসারে অশান্তিতে থাকলে অন্তত আমার মেয়ে দিনশেষে এইটা ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে যে,
আমার একটা ঘর আছে।🙂
সেই ঘর টাতে গিয়ে মাঝে মাঝে আমার মেয়ে আনন্দে চোখের জল ফেলবে।মন চাইলে বেলা গড়িয়ে ঘুম থেকে উঠবে,দেরিতে খাবে।কোনো কথা শুনানোর অধিকার কারো থাকবে না।

জীবনে মেয়েরা একটা সময় একটা ঘরের খুব অভাব বোধ করে।একটা ব্যক্তিগত ঘরের অভাব।💔

আমি যে বাড়িতে থাকি সেটা আয়না*ঘর থেকে কোন অংশে কম না!!                            💔🥀🖤
24/08/2024

আমি যে বাড়িতে থাকি সেটা আয়না*ঘর থেকে কোন অংশে কম না!!
💔🥀🖤

আমরা তো শুকনায় আছি শুকনায় ঘুমাবো, কিন্তু যারা পানি বন্দী আছে রাতের বেলা অন্ধকারে বাচ্চাকাচ্চা নিয়ে তারা কতটা বিপাকে আছে ...
23/08/2024

আমরা তো শুকনায় আছি শুকনায় ঘুমাবো, কিন্তু যারা পানি বন্দী আছে রাতের বেলা অন্ধকারে বাচ্চাকাচ্চা নিয়ে তারা কতটা বিপাকে আছে তাদের অবস্থা টা অনুভব করলেই ট্রমায় চলে যাইতাছি।

কি বলবো বলার ভাষা হারিয়ে ফেলেছি 😭😭আল্লাহ আপনি সবাইকে হেফাজত করুন। আমিন 🤲🤲🤲🤲
22/08/2024

কি বলবো বলার ভাষা হারিয়ে ফেলেছি 😭😭
আল্লাহ আপনি সবাইকে হেফাজত করুন।
আমিন 🤲🤲🤲🤲

وَ قِیۡلَ یٰۤاَرۡضُ ابۡلَعِیۡ مَآءَکِ وَ یٰسَمَآءُ اَقۡلِعِیۡ وَ غِیۡضَ الۡمَآءُ وَ قُضِیَ الۡاَمۡرُ وَ اسۡتَوَتۡ"আর ...
22/08/2024

وَ قِیۡلَ یٰۤاَرۡضُ ابۡلَعِیۡ مَآءَکِ وَ یٰسَمَآءُ اَقۡلِعِیۡ وَ غِیۡضَ الۡمَآءُ وَ قُضِیَ الۡاَمۡرُ وَ اسۡتَوَتۡ

"আর আদেশ হলঃ হে যমীন! তোমার পানি গিলে ফেল, হে আসমান! থেমে যাও। অতঃপর পানি কমে গেল এবং (আল্লাহর) সিদ্ধান্ত বাস্তবায়িত হল।" (সূরা হূদ: ৪৪)

হে আল্লাহ! আপ‌নি হযরত নূহ আ.-এর প‌ক্ষে আকাশ ও জমীন‌কে যেভা‌বে আদেশ ক‌রে‌ছেন, আমা‌দের প‌ক্ষেও সেরূপ রহম করুন!

আমিন।

Address

Patuakhali

Website

Alerts

Be the first to know and let us send you an email when Humaira Islam safa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share