26/07/2023
বরিশালের মানুষ মোরা
চাচারে কই কাক্কু,
ছোটবেলায় খেলার সময়
ভুল হইলে কই থুক্কু।
যেসব ধানে চাউল থাকে না
হেইডারে কই চিডা,
অচেনা কোন পুরুষ দেখলে
তারে কই ব্যাডা।
সবাই যাকে টাকি মাছ কয়
আমরা কই চ্যাং,
গরু ছাগল হাঁস মুরগির
পায়েরে কই ঠ্যাং।
সবাই যাকে ঝাড়ু বলে
হেইডারে কই পিছা,
সকলে বলেন পাঠাতন আর
মোরা কই মাছা।
বাতাস করার হাতপাখারে
আমরা কই পাহা,
সবাই যাকে মাচাং বলে
আমরা কই ঝাহা।
খাবার দেখে লোভ করে যে
তারে কই লোবা,
কথা বলতে না পারলে
হ্যাঁরে কই বোবা।
বৃষ্টিরে দেওই কই, আর
ডাটারে কই ডাউঙ্গা,
তাল গাছের নৌকা তৈরী
তারে কই ডোঙ্গা।
মারামারি করতে গিয়া
চড় মারারে কই থাবর,
গরু মহিষের বিষ্ঠা
তারে কই গোবর।
ছোট বড় সব ধরনের
ছিদ্রকে কই ফুডা,
ধান মাড়াইের পরে যে খর
তারে কই কুডা।
এই ধরনের আরো কত কি যে
আপনাদের আছে অজানা,
চেষ্টা করব পরবর্তীতে করিতে বর্ণনা।
কথা শুনে করতে পারো
তোমরা হাসাহাসি,
তবুও আমরা এমন করেই
কইতে ভালবাসি।