Jannatul mou

Jannatul mou Welcome to my page.please like follow and share.
(2)

05/06/2025
05/06/2025

আরাফাদিবসের আমল

১ঃ পাঁচওয়াক্ত ফরজ নামাজের প্রতি যত্নবান থাকা।
২ঃ সুনানে রাওয়াতেব মানে নামাজের আগে-পরের সুন্নতগুলোর প্রতি যত্নবান থাকা।
৩ঃ এশরাক ও চাশতের নামাজের প্রতি যত্নবান থাকা।
৪ঃ দুই রাকাত তাহিয়্যাতুল ওজুর প্রতি যত্নবান থাকা।
৫ঃ রোজা রাখা।
৬ঃ বেশি বেশি দোয়া করা।
৭ঃ বেশি বেশি তিলাওয়াত করা। ব্যস্ত থাকলে বারবার সূরা ইখলাস পড়তে থাকা। সূরা ইখলাস কুরআনের এক তৃতীয়াংশের সমান।
৮ঃ বেশি বেশি তাওবা-ইস্তেগফার করা। আস্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি।
৯ঃ বেশি বেশি জিকির করা। বাকিয়া সালিহা (الباقيات الصالحات) পড়া। বাকিয়া সালিহা মানেঃ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ওয়ালা হাওলা ওয়ালা কুউয়াতা ইল্লা বিল্লাহ।

سبحانَ اللهِ، والحمدُ للهِ، ولا إلهَ إلَّا اللهُ، واللهُ أكْبرُ، ولا حولَ ولا قُوَّةَ إلا بِاللهِ

১০ঃ বেশি বেশি নফল নামাজ পড়া।
১১ঃ বেশি বেশি পড়া,
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদীর।

لا إلَهَ إلَّا اللَّهُ وحدَهُ لا شريكَ لَهُ، لَهُ الملكُ ولَهُ الحمدُ وَهوَ على كلِّ شَيءٍ قديرٌ

ইয়া আল্লাহ, তাওফিক দান করুন। আমীন।

~ শায়েখ আতীক উল্লাহ হাফিযাহুল্লাহ

04/06/2025

৫ এবং ৬ জুন আসর থেকে মাগরিব পর্যন্ত আপনি নিজেকে ঘরে বন্দি করে ফেলেন৷ আরাফার দিন৷ দোয়া কবুলের দিন৷ ইচ্ছা মতো দোয়া করতে থাকেন৷ হালাল যা কিছু আছে সব চান আল্লাহর কাছে৷ জুতার ফিতাটা হইলেও চান৷ একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড়া এই দুনিয়াতে আপনার কেউ নাই৷ আপনার কেউ আছে ভাবতেছেন৷ কালকে হয়তো সে নাও থাকতে পারে৷

কাজেই দিল খুলে দোয়া করেন৷
আরাফার দিনের দোয়া হচ্ছে সব থেকে বড় দোয়া৷ দোয়া কবুলের দিন৷ যার যা ইচ্ছা এই দিনে চেয়ে নেন৷ এমনো হতে পারে সামনের আরাফায় আপনি নাও থাকতে পারেন৷

আর বেশি করে পড়বেন, 'লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহদাহু লা-শারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, ওয়াহুয়া আলা কুল্লি শাইইং ক্বদীর৷’

এমন কোনো নবী রাসুল নাই যে এই দোয়াটা পড়ে নাই৷ এটা হচ্ছে শ্রেষ্ঠ দোয়া৷ নিজের প্রয়োজনীয় কিছু চাওয়ার আগে মাস্ট এই দোয়া ২০-৩০ বার পড়ে নিয়েন৷ এর বেশি পড়লে আরো ভালো৷ যত পড়া যায় এই দোয়া৷

বাসে থাকেন, রিক্সায় থাকেন যেখানে খুশি থাকেন ওয়াশরুম ব্যতীত, মনে মনে অই দোয়াটা পড়তে থাকবেন৷

আরাফার দিনের এই কয়েক ঘন্টা কাজে লাগালে আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে৷ আজ থেকে, এখন থেকেই দোয়া শুরু করে দেন...

26/05/2025

"আল্লাহর রহমত পেতে 'পারফেক্ট' হতে হয় না!"

আল্লাহ তার বান্দার কাজে বিচার করেন না, তিনি তাঁর রহমতের দরজা খুলে দেন—
সেই বান্দার জন্যও, যে নিজের যোগ্যতা নিয়ে সন্দেহে পড়ে।

তুমি যোগ্য কিনা, সেটা গুরুত্বপূর্ণ নয়—
তুমি ডাকছো কিনা, সেটাই গুরুত্বপূর্ণ।




24/08/2024
কথা কী ঠিক?🤭
09/08/2024

কথা কী ঠিক?🤭

08/08/2024
04/07/2024

"আত্মবিশ্বাস"

15/06/2024

টাকা কে ভদ্র ভাষায়
ক্যারিয়ার বলে।

09/06/2024

বউকে হাত খরচ দিচ্ছেন কি?

08/06/2024

নিজের পরিবারকে সময় দিন।।

Address

Patuakhali

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jannatul mou posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share