Patuakhali Advertising Media

Patuakhali Advertising Media Online advertising media

বিজ্ঞাপন হচ্ছে ব্যাবসার প্রান। আপনি যতো প্রচার করবেন, মানুষ ততো আপনার পন্য সম্পর্কে জানতে পারবে এরং আপনার পন্য ক্রয় করবে...
15/05/2024

বিজ্ঞাপন হচ্ছে ব্যাবসার প্রান। আপনি যতো প্রচার করবেন, মানুষ ততো আপনার পন্য সম্পর্কে জানতে পারবে এরং আপনার পন্য ক্রয় করবে। এভাবে আপনার বিক্রি বৃ্দ্ধি পাবে, ব্যবসাও বড় হতে থাকবে। অতএব, আপনার পন্যের বা সেবা সম্পর্কে মানুষকে জানাতে হলে বিজ্ঞাপন দেয়ার কোনো বিকল্প নেই।
তাই আমরা পটুয়াখালীতে নিয়ে এসেছি অনলাইন বিজ্ঞাপন সুবিধা। শুধু তাই না, কোন পন্যের বিজ্ঞাপন কোন ধরনের অডিয়েন্সের কাছে পৌছালে সেল হবে সেটাও আমরা নিশ্চিত করবো। যেকোনো পন্য বা সেবার বিজ্ঞাপন দিতে চাইলে আমরা আছি আপনার পাশে।
***আমরা হা-রবাল, পলি-টিক্যাল, কসমেটিকস, মেডি-সিনসহ যেকোনো প্রকার বিজনেসের এ্যাড চালাই কোনোপ্রকার ঝুঁকিবিহীনভাবে এবং রিয়েল ডলারে।

সুতরাং,, আপনার ব্যাবসার প্রসারের স্বার্থে বিজ্ঞাপন দিতে চাইলে দেরী না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।

13/12/2023
রিয়েল এস্টেট ব্যবসা কি? কিভাবে করবেন রিয়েল এস্টেট ব্যবসা?মানুষের বাসস্থানের চাহিদাকে পূরণের লক্ষ্যে আপনিও একটি রিয়েল ...
12/12/2023

রিয়েল এস্টেট ব্যবসা কি? কিভাবে করবেন রিয়েল এস্টেট ব্যবসা?

মানুষের বাসস্থানের চাহিদাকে পূরণের লক্ষ্যে আপনিও একটি রিয়েল এস্টেট ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন। এছাড়া, বাসা ভাড়া, রিয়েল এস্টেট উদ্যোক্তাদের প্রয়োজনীয় মালামাল সরবরাহ ও পরামর্শ দিয়েও আপনি একটি ব্যবসা প্রতিষ্ঠা গড়ে তুলে, অর্থনৈতিকভাবে লাভবান হয়ে উঠতে পারেন।

রিয়েল এস্টেট ব্যবসা কীভাবে শুরু করবেন? ব্যবসাটি শুরু করতে কি কি প্রয়োজন হবে? কীভাবে সাফল্যমণ্ডিত হবেন? তা নিয়ে ছোটোখাটো আইডিয়া দিবো আজকের লেখায়। পুরো আর্টিকেলটি পড়বেন, না হলে বুঝতে পারবেন না।

রিয়েল এস্টেট ব্যবসা কি?
এক নজরে সম্পূর্ণ লেখা দেখুন
জমি, বাড়ি, ফ্লাট (flats), অফিস ইত্যাদি বেচা-কেনা করাকেই রিয়েল এস্টেট ব্যবসা (Real Estate) বলে। মানুষের জীবনের প্রধান চাহিদাগুলো হলো খাদ্য, বস্ত্র ও বাসস্থান। প্রত্যেক মানুষেরই বাসস্থানের প্রয়োজন হয়, সুষ্ঠু জীবনযাপনের জন্য।

রিয়েল এস্টেট ব্যবসায় মানুষের এই চাহিদা পূরণে সাহায্য করে। শুধুমাত্র বসবাসের স্থানের ঘাটতি মেটানোই এই ব্যবসার লক্ষ্য না। অফিস, দোকান, মার্কেট, মাল্টিপ্লেক্স, ফ্ল‌্যাট, ইত্যাদির ব্যবস্থা করা হলো, এই ব্যবসার অন্যতম একটি লক্ষ্য।

বাংলাদেশের ১০টি Real Estate কোম্পানির নাম ও আয়ের তালিকা:

Bashundhara Group (আয়: ৯০৩ মিলিয়ন প্রায়)
Navana Real Estate (আয়: ৫০১ মিলিয়ন প্রায়)
Rangs Properties Ltd (আয়: ৩০২ মিলিয়ন প্রায়)
Sanmar Properties Ltd (আয়: ৩০২ মিলিয়ন প্রায়)
Concord Real Estate (আয়: ২০১ মিলিয়ন প্রায়)
Assure Group (আয়: ১০১ মিলিয়ন প্রায়)
Building Technology & Ideas Ltd (আয়: ১৯৪.৫ মিলিয়ন প্রায়)
Amin Mohammad Group (আয়: ১৬৪.৭ মিলিয়ন প্রায়)
Anwar Landmark (আয়: ১৩১ মিলিয়ন প্রায়)
Sheltech (Pvt.) Limited (আয়: ১৫০ মিলিয়ন প্রায়।

যাইহোক, এখন কথা হলো, রিয়েল এস্টেট ব্যবসা শুরু করার ধাপগুলো কি কি? নিচে রিয়েল এস্টেট ব্যবসার প্রত্যেকটা ধাপ দেয়া হলো।

১. পরিকল্পনা করুন

প্রত্যেক ব্যবসাতেই পরিকল্পনার গুরুত্ব অনেক। পূর্ব পরিকল্পনা না করে কোনো ব্যবসা শুরু করলে তা কখনোই সাফল্যমণ্ডিত হয় না। এজন্য, আগে ব্যবসায় সম্পর্কে রিসার্চ করুন, তারপর ব্যবসায় করার সিদ্ধান্ত নিন।

ব্যবসায় করে যেমন সহজেই মানুষ অনেক ইনকাম করতে পারে ঠিক তেমন ক্ষতির সম্মুখও হয় যদি, পূর্ব সুষ্ঠু পরিকল্পনা ছাড়াই ব্যবসায় করতে ঝাঁপিয়ে পড়ে। তাই আগেই ভেবে নিন কীভাবে কি করবেন?

প্রথমে, নতুন ব্যবসা পরিকল্পনা করার জরুরি ৯টি ধাপ লেখাটি পড়ে নিন। তারপর নিচের ছবির মত করে, আপনার প্লানগুলো তৈরি করুন।

২. মূলধন / পুঁজি বিনিয়োগ

রিয়েল এস্টেট এর ব্যবসায়ে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের প্রয়োজন হয়। তাই আপনার ব্যবসায় এর জন্য একটি স্থায়ী অর্থ যোগান সংস্থা ভেবে রাখা উচিত। যাতে আপনাকে হঠাৎ কোন আর্থিক সমস্যাতে চিন্তিত হয়ে, মাথায় হাত দিয়ে বসতে না হয়। ব্যবসার উপর আর্থিক সমস্যার প্রভাব পড়া উচিত না।

তাই হঠাৎ করেই রাতারাতি কোন পূর্ব পরিকল্পনা না, করেই অর্থ বিনিয়োগ না করে, আপনি যদি অন্য কোন চালু ব্যবসায় বা স্থায়ী চাকরি মধ্যে সংযুক্ত থাকেন তাহলে সেটিকে বজায় রেখে ধীরে ধীরে স্বল্প অর্থের মাধ্যমে আপনার ব্যবসাটিকে একটু একটু করে সম্প্রসারণ করতে পারেন।

এ ছাড়া আপনি আপনার কোনো বিশ্বস্ত বন্ধু বা আত্মীয় এর সাথে অংশীদারি-ভাবে একসাথে রিয়েল এস্টেট ব্যবসাটি চালাতে পারেন। তাহলে আপনাকে আর্থিক ভাবে সমস্যায় পড়ার হাত থেকে রক্ষা করবে। বিজনেস লোন পাওয়ার উপায় লেখাটি পড়েও জানতে পারবেন, লোন পাওয়ার উপায় সম্পর্কে।

প্রথমদিকে আপনি মানুষের বাসা মেরামত কাজ বা ছোট ফ্ল্যাট ও দোকান নির্মাণের কাজ করে দিয়ে, রিয়েল এস্টেট ব্যবসায়ে পা রাখতে পারেন। আপনার ব্যবসায় শুরু করার জন্য মূলধন কম থাকে, তবে কোনো বড় রিয়েল এস্টেট কোম্পানির সাথে যুক্ত হয়ে যেতে পারেন।

৩) রিয়েল এস্টেট ব্যবসায়ের জন্য অফিস স্থাপন।

যোগাযোগের কেন্দ্র হিসেবে আপনার একটি নিজস্ব অফিসের প্রয়োজন হবে। এমন একটি জায়গা নির্বাচন করুন অফিস স্থাপন করার জন্য যা সকলের কাছেই গ্রহণ যোগ্য ও খুব সহজেই মানুষ জায়গাতে গিয়েই বুঝতে পারে রিয়েল এস্টেট অফিস কোনটি। এতে আপনার ব্যবসাকে সবার কাছে বিশ্বস্ত করে তুলবে।আপনি আপনার অফিসটিকে যতো সুন্দর করে ছিমছাম করে গড়ে তুলতে পারবেন তা আপনার ভোক্তাদের মনে আপনার রিয়েল এস্টেট শিল্পের সম্পর্কে দক্ষতা নিয়ে আশার আলো দেখাবে।

আপনার অফিসের আকর্ষণীয় ডিজাইন নিজেই আপনার ভোক্তার কাছে প্রমাণ দেবে আপনি একজন ক্রেতাকে কতটা উপযুক্ত আবাসন দিতে পারবেন। তাই চেষ্টা করবেন যেন আপনার অফিসটি আকর্ষণীয়ভাবে ডিজাইনিং হয়।

৪) অর্থনীতির জ্ঞান অর্জন করুন

আপনার যদি অর্থনীতি বিষয়ে জ্ঞান না থাকে তবে, রিয়েল এস্টেট ব্যবসায়ে সফলতা অর্জন প্রায় অসম্ভব। লাভ, ক্ষতি হিসাব বিষয়ে আপনি যত বেশি দক্ষতা দেখাতে পারবেন, ততই বেশি সফলতা আপনার কাছে ধরা পড়বে।

মনে করুন, আপনি ফ্ল্যাট তৈরির একটি প্রজেক্ট হাতে নেবেন। এখন আপনাকে অর্থনীতির দক্ষতার জ্ঞানকে কাজে লাগিয়ে লাভ ক্ষতির হিসাব বের করতে হবে, এ প্রজেক্টে কত পরিমাণ খরচ হতে পারে আপনার, প্রজেক্টে কাজ শুরু করার আগেই আপনাকে কাজটির খরচ সম্পর্কে ধারণা করতে হবে। সঠিক হিসাব করতে না পারলে লাভ করতে পারবেনই না সাথে হয়তো মূলধনও হারিয়ে ফেলতে হতে পারে।

আবার কোনও কোনও প্রজেক্টর কাজ নাও পেতে পারেন, কারণ আপনি যদি হিসাব এর ঠিক মতো ধারণা করতে না পারেন এবং প্রচুর অর্থ দাবি করে বসেন তাহলে কেউই আপনাকে দিয়ে তার কোনও প্রজেক্টই নির্মাণ করাতে চাইবেন না। তাই রিয়েল এস্টেট ব্যবসায় উদ্যোক্তা হতে চাইলে অর্থনীতির সকল বিষয়ে বিষয়ে বাস্তব জ্ঞান অর্জন করার চেষ্টা করুন।

৫) রিয়াল এস্টেট ব্যবসায়ের বিভিন্ন বিভাগ।

এই ব্যবসায় এ কিছু বিভাগ রয়েছে। আপনি কোন বিভাগ নিয়ে ব্যবসাটি করবেন তা সম্পূর্ণ আপনার ইচ্ছা এবং দক্ষতার উপর নির্ভর করে। বিভাগগুলো হলো,

রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট
অনুন্নত জমি
ইন্ডাস্ট্রিয়াল রিয়েল এস্টেট
কমার্শিয়াল রিয়েল এস্টেট
বিশেষ উদ্দেশ্যে জনসাধারণের দ্বারা ব্যবহৃত সম্পত্তি।

৬) রিয়েল এস্টেট ব্যবসায় নিবন্ধন

রিয়েল এস্টেট ব্যবসায়ের জন্য অনেক নিয়ম কানুন রয়েছে। রিয়েল এস্টেট ডেভেলপার হিসাবে নিবন্ধন হওয়ার জন্য নিচের কাগজপত্রগুলো লাগবে যথা:

ট্রেড লাইসেন্স।
ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর(টিআইএন) সার্টিফিকেট।
মূল্য সংযোজন কর(VAT)রেজিস্ট্রেশন নম্বর।
প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের অভিজ্ঞতা (যদি থাকে); কারিগরী ব্যক্তিদের যোগ্যতার প্রমাণপত্র (স্থপতি, প্রকৌশলী ও পরিকল্পনাবিদের শিক্ষাগত যোগ্যতার সনদ এবং সংশ্লিষ্ট পেশাজীবী প্রতিষ্ঠানের সদস্য পত্রের সনদ)।
কোম্পানী হলে, মেমোরেন্ডাম অব এসোসিয়েশন(Memorandum of Association) এবং আর্টিকেলস্‌ অব এসোসিয়েশন (Articles of Association)সহ সার্টিফিকেট অব ইনকর্পোরেশন(Certificate of Incorporation)।
রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) অথবা ল্যান্ড ডেভেলপার্স এসোসিয়েশন এর সদস্য পদের নিবন্ধনের কপি, যদি থাকে।
ব্যবসা সফল ভাবে পরিচালনা করার জন্য পরিকল্পনার পর তার ২য় ধাপ আইনত বৈধতা প্রাপ্তি খুবই প্রয়োজন। আইনগত বৈধতা একদিকে যেমন ক্রেতাদের আপনার ব্যবসায় এর প্রতি বিশ্বাসযোগ্যতা বাড়িয়ে দেয় তেমনি এটি কোনো রকম আইনি সমস্যা হতে আপনাকে দুরে রাখবে।

রিয়েল এস্টেট ব্যবসায় আপনি হয়তো নানান আইনি সমস্যার সম্মুখীন হতে পারে। যেমন জমির রেজিস্ট্রেশন নিয়ে, মিউটেশন নিয়ে নানা রকমের কাগজ পত্রের ঝামেলা এমন আরও অনেক কিছু। তবে এতে অযথাই বিচলিত না হয়ে পরে সততা সাহসের সাথে আইনি বৈধ পথে সমস্ত সমস্যাগুলি সহজেই মিটিয়ে ফেলতে পারেন তাহলে ক্রেতাদের কাছে আপনার প্রতি বেশি বিশ্বাসযোগ্য করে তুলতে পারেন।

৭) Real Estate ব্যবসায়ের নিয়ম কানুন

জমির মালিকের সাথে ভূমি আদান প্রদানের নিয়ম

জমির মালিক ও ডেভোলপারের মধ্যে লিখিত দ্বি-পাক্ষিক চুক্তি(Joint Venture Agreement) করতে হবে।
ডেভেলপারের প্রাপ্ত অংশের পরিমাণ উল্লেখ থাকবে এবং প্রাপ্ত অংশ সহ ভূমি উন্নয়ন বা নির্মাণ কাজ শুরু ও শেষ করার সময় উল্লেখ থাকবে।
ডেভেলপারের দায়-দায়িত্ব

প্রসপেক্টাসে রিয়েল এস্টেট এর নিবন্ধন নম্বরসহ উহার নাম, ঠিকানা ও যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত নক্‌শার অনুমোদন নম্বরসহ স্মারক নম্বর ও তারিখ উল্লেখ করিতে হইবে।

কোন প্রকল্প অনুমোদনের আগেই সেটা ক্রেতার নিকট বিক্রি করা বা বিক্রির জন্য চুক্তিবদ্ধ হতে পারবে না।
ক্রেতাকে কর্তৃপক্ষের অনুমোদন ও সংশ্লিষ্ট জমির মালিকানা সংক্রান্ত দলিলপত্র দেখাতে হবে।
প্রত্যেক ডেভেলপারকে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে বেসরকারী আবাসিক প্রকল্পেরভূমি উন্নয়ন বিধিমালা, ২০০৪, প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে, এবং প্রযোজ্য ইমারত নির্মাণ সংক্রান্ত বিধিমালা অনুযায়ী রিয়েল এস্টেট এর নক্‌শার অনুমোদন, রিয়েল এস্টেট উন্নয়ন প্রকল্প উন্নয়ন, সংশোধন, পুনঃঅনুমোদন বা নবায়ন করতে হবে।
বেসরকারী বা সরকারী-বেসরকারী যৌথ উদ্যোগে নির্মিত রিয়েল এস্টেট উন্নয়ন প্রকল্পের লে-আউট প্ল্যান নির্ধারিত পদ্ধতিতে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হতে হবে।
রিয়েল এস্টেট উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে বেসরকারী আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়নবিধিমালা, ২০০৪ অনুযায়ী নাগরিক সুবিধাদি, যতদূর সম্ভব, নিশ্চিত করতে হবে।
প্রত্যেক ডেভেলপারকে সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান অনুযায়ী রিয়েল এস্টেট উন্নয়নপ্রকল্প এমনভাবে বাস্তবায়ন করতে হবে যাতে প্রকল্প সংশ্লিষ্ট যে কোন প্রকারের অবকাঠামো বা প্লট বা ফ্ল্যাট বা রাস্তাঘাট, বৈদ্যুতিক সংযোগ, পানি সরবরাহ, পয়ঃ ও পানি নিষ্কাশন, গ্যাস সরবরাহ এবং টেলিফোন সংযোগ ও সংশ্লিষ্ট অন্যান্য সুবিধার কোনর কম ক্ষতি সাধন না হয়।

৮) নিজস্ব ব্র্যান্ড তৈরি

একটি ব্যবসাকে সফল করে তোলার মূল অংশ ব্র্যান্ডিং। আপনার রিয়েল এস্টেট ব্যবসাটিকে মানুষের কাছে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য করে গড়ে তোলার জন্য ব্র্যান্ডিং খুবই গুরুত্বপূর্ণ অংশ। আপনাকে খেয়াল রাখতে হবে যে, আপনি যতো বেশী ভোক্তার চাহিদাকে গুরুত্ব দেবেন ততই আপনার ব্যবসায় এর ব্র্যান্ডিং গুণগত মান বেড়ে যাবে।

বাংলাদেশে রিয়েল এস্টেট ব্যবসা

পরিশেষে

রিয়েল এস্টেট ব্যবসায়তে সফলতা পেতে হলে আপনার প্রচুর অভিজ্ঞতা থাকতে হবে, অভিজ্ঞতা ছাড়া আপনি রিয়েল এস্টেট ব্যবসায় টিকে থাকতে পারবেন না। আপনি যদি কোনোরকম প্রেকটিক্যাল অভিজ্ঞতা ছাড়াই বড় ধরনের কোনও প্রজেক্ট হাতে নেন, তবে অনেক বড় কোনও ক্ষতির সম্মুখীন হতে পারেন, এমনকি মূলধন/ পুঁজি হারিয়ে আপনি নিঃস্ব হয়ে যেতে পারেন।

দিনে দিনে বেশ জনপ্রিয় হয়ে উঠছে এফ কমার্স।সহজভাবে বলতে গেলে ফেসবুক প্ল্যাটফর্মকে ব্যবহার করে অনলাইনভিত্তিক যেসব ব্যবসা গড়...
07/12/2023

দিনে দিনে বেশ জনপ্রিয় হয়ে উঠছে এফ কমার্স।সহজভাবে বলতে গেলে ফেসবুক প্ল্যাটফর্মকে ব্যবহার করে অনলাইনভিত্তিক যেসব ব্যবসা গড়ে উঠেছে সেগুলোই এফ-কমার্স। ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে বাংলাদেশ শীর্ষস্থানীয় একটি দেশ। নেটিজেনদের মধ্যে বেশিরভাগই বয়সে তরুণ যারা ধীরে ধীরে অনলাইনে কেনাকাটায় অভ্যস্ত হচ্ছেন। এছাড়াও দেশে বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস চালু হওয়ায় আর্থিক লেনদেনও আগের চেয়ে অনেক সহজ।
এসব দিকগুলো বিবেচনা করলে এটা স্পষ্ট যে বাংলাদেশের এফ-কমার্স খাত অত্যন্ত সম্ভাবনাময়। বাংলাদেশে এফ-কমার্সের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।

ধরুন আপনার একটি রেস্টুরেন্ট রয়েছে নাম ABC Restaurent । আপনি ফেইসবুকে ABC Restaurent নামে একটা পেইজ খুললেন । এরপর পেইজে ...
06/12/2023

ধরুন আপনার একটি রেস্টুরেন্ট রয়েছে নাম ABC Restaurent । আপনি ফেইসবুকে ABC Restaurent নামে একটা পেইজ খুললেন । এরপর পেইজে লোগো, কাভার সবকিছু দিয়ে একটা প্রফেশনাল লুক নিয়ে আসলেন । এখন পেইজে লাইক বা ফলোয়ার বাড়াতে চাচ্ছেন এবং পেইজে আপনি কিছু ফুডের ছবি ও ভিডিও আপলোড করেছে যেখানে আপনি কিছু লাইক কমেন্ট বাড়াতে চাচ্ছেন এবং আরো বেশি বেশি মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছেন । যা আপনি ফেসবুকে এড দিয়ে বা বুষ্ট করে করতে পারবেন । আপনার পেইজে লাইক বাড়ানোর জন্যে আপনি পেইজ লাইক ক্যাম্পেইন করতে পারেন, অনেকে যেটাকে পেইজ প্রোমট বলে চিনে থাকে । আর আপনার ফুডের ছবি অনেক বেশি মানুষের কাছে পৌঁছে অনেক অনেক লাইক কমেন্ট নিয়ে আসতে চাইলে আপনি পোস্ট এংগেস্মেন্ট এড দিতে পারেন। যেমন ধরুন ১০ ডলারের এড ২ দিনের জন্যে গুলশান এলাকার ২০-৩০ বছর বয়সের মানুষকে দেখাতে চাচ্ছেন, এছাড়াও ফেসবুক আরো অনেক ডিটেইল টার্গেটিং এর মাধ্যমে শুধুমাত্র আপনার প্রডাক্ট বা সার্ভিসে আগ্রহী কাস্টমারকে টার্গেট করা সম্ভব । সোজা কথায় ফেসবুককে আপনি করলে ফেসবুক আপনার বিজনেসকে প্রচার করে দিবে এবং এত কম খরচে এত ইফেক্টিভ মার্কেটিং আপনি আর কোন প্লাটফরমে করতে পারবেন না (আউট বাউন্ড মার্কেটিং এ)।

সোশ্যাল মিডিয়ার একটি অংশ হলো ফেসবুক । এ ছাড়াও ইনস্টাগ্রাম,ইউটিউব ইত্যাদি আর কিছু সোশ্যাল মিডিয়া রয়েছে তবে আমাদের দেশের ম...
05/12/2023

সোশ্যাল মিডিয়ার একটি অংশ হলো ফেসবুক । এ ছাড়াও ইনস্টাগ্রাম,ইউটিউব ইত্যাদি আর কিছু সোশ্যাল মিডিয়া রয়েছে তবে আমাদের দেশের মানুষ বেশির ভাগ সময়েই বিনোদনের জন্য ফেসবুক,ইনস্টাগ্রাম,ইউটিউব ব্যবহার করে থাকে। ফলে আপনি যদি আপনার প্রোডাক্টের মার্কেটিং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করে থাকেন তবে অনেক বেশি পরিমান ট্রাফিক পেয়ে যাবেন। সেই কারনেই বর্তমানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অনেক বেশি জনপ্রিয়।

Statistia এর তথ্যমতে বাংলাদেশে বর্তমানে ২০২৩ সাল পর্যন্ত ফেসবুক ব্যবহারকারী ৪৯.৩১ মিলিয়ন । অর্থাৎ প্রায় ৫ কোটি । এটি একট...
04/12/2023

Statistia এর তথ্যমতে বাংলাদেশে বর্তমানে ২০২৩ সাল পর্যন্ত ফেসবুক ব্যবহারকারী ৪৯.৩১ মিলিয়ন । অর্থাৎ প্রায় ৫ কোটি । এটি একটা বড় ইতিবাচক দিক যারা ফেসবুকে নিজেদের ব্যবসার প্রচার করতে চাচ্ছেন । কারণ অনেক বড় সংখ্যক অডিয়েন্স আছে ফেসবুকে । আবার ফেসবুক যেহেতু ব্যবহার করা তুলনামূলক সহজ সেকারনে মানুষের কাছে সহজেই নিজের ব্যবসাকে উপস্থাপন করা সম্ভব এবং আপনার ব্যবসার ভাল ইমপ্রেশন বা ব্র্যান্ডিং করা যেতে পারে ।

ফেইসবুকের মাধ্যমে মার্কেটিংয়ের সুবিধাঃব্যবসার প্রচার ও প্রসারে অভূতপূর্ব সুবিধা দিয়ে দিন দিন নির্ভরযোগ্য একটি মাধ্যমে ...
03/12/2023

ফেইসবুকের মাধ্যমে মার্কেটিংয়ের সুবিধাঃ

ব্যবসার প্রচার ও প্রসারে অভূতপূর্ব সুবিধা দিয়ে দিন দিন নির্ভরযোগ্য একটি মাধ্যমে পরিণত হয়েছে ফেসবুক মার্কেটিং। তাহলে সংক্ষেপে দেখে নেওয়া যাক এর সুবিধাগুলো:

★মাসিক হিসেবে ১৫০-২৫০ কোটি মানুষের বিশাল কমিউনিটিতে বিশাল পরিসরে প্রচারণা ও টার্গেট মার্কেট গড়া যায়।
★টার্গেটেড অডিয়েন্সের মাধ্যমে বিজ্ঞাপনকে শতভাগ কার্যকর করা যায়। এই সুযোগ অন্য কোনো মাধ্যমে নেই।
★যেকোনো সময় বিজ্ঞাপনের স্টেটাস চেক, বিজ্ঞাপন বন্ধ, নতুন বিজ্ঞাপন দেওয়া যায়।
★ক্রেতাদের সাথে নিজ প্রতিষ্ঠানের সুসম্পর্ক গড়ে উঠে।
★অন্যান্য মার্কেটিং মিডিয়ার সাথে সুসম্পর্কের সুযোগ।
★নতুন ব্যবসা এবং ছোট ব্যবসার ক্ষেত্রে একক প্রচেষ্টায়, ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেও প্রচার করা যায়।
★বিনামূল্যে বা খুব কম খরচে প্রচারণা।
ব্র্যান্ড এওয়ারনেস বা বিজনেস প্রসারিত করার সুবিধা।

আপনি কি আপনার পণ্য/প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন চালাতে চান? কি ভাবছেন? একটা গাড়ি নিয়ে সারাশহরে মাইকিং করে বেড়াবেন?তাতে কত ...
01/12/2023

আপনি কি আপনার পণ্য/প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন চালাতে চান?
কি ভাবছেন? একটা গাড়ি নিয়ে সারাশহরে মাইকিং করে বেড়াবেন?
তাতে কত খরচ হবে হিসাব করে দেখেছেন?
কিন্তু এই একই বিজ্ঞাপন যদি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যাবহার করে প্রায় ৫ গুন কম খরচ করে আপনার কাঙ্খিত গ্রাহকদের কাছে পৌছে দেওয়া সম্ভব হয় সেটা কেমন হয়?
আপনাদের জন্য সেই সুবর্ণ সুযোগটাই নিয়ে এসেছি আমরা।
৫ গুন কম খরচে আপনার পণ্যের/ প্রতিষ্ঠানের বিজ্ঞাপন পৌছে দিন আপনার কাঙ্খিত গ্রাহকের কাছে।
সুতরাং,, অল্প খরচে বিজ্ঞাপন দিতে চাইলে আর দেরী না করে যোগাযোগ করুন আমাদের সাথে।

Address

Patuakhali
8600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Patuakhali Advertising Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share