17/07/2024
অস্তিত্ব সংকট বা গোটা বাঙালি জাতির জন্য গঠন মূলক সিদ্ধান্তহীনতার ক্রান্তিলগ্নে বার বার এই ঢাকা বিশ্ব বিদ্যালয়ের মেধাবী, সাহসী,ও আত্নত্যাগী দেশ প্রেমিক ছাএ সমাজ নিজেদের প্রান উৎসর্গ করে আপামর জনগনের ন্যায্য দাবী প্রতিষ্ঠিত করে গেছে।
তাদের বুকে তাজা বুলেট ছুঁড়ে, রক্তাক্ত করে মৃত্যুর কোলে তুলে দেয়া বাঙালি জাতিসত্তাকে ধ্বংস করার সামিল...
বাঙালি হিসেবে আসুন আমরা আর জেগে জেগে না ঘুমাই...
বাঁচাই ঢাকা বিশ্ববিদ্যালয়.. বাঁচাই ছাএ সমাজ... ওরা আমাদের ই সন্তান, ভাই ও বোন..