ডায়েরির শেষ পাতা

ডায়েরির শেষ পাতা love and motivation post kori amra,valo lagle like comment korben

10/01/2025
03/12/2023

ছেলেদের কান্না দেখার সৌভাগ্য সব মেয়েদের হয় না।

22/11/2023

শেষ কবে কেঁদেছি মনে নেই অনেকবার কান্নার চেষ্টা করেও কাঁদতে পারিনি হয়তো চক্ষু লজ্জায় শুনেছি পুরুষ মানুষের নাকি কাঁদতে নেই😓
আচ্ছা পুরুষদের কি মন নেই তাদের মনে কি কষ্ট থাকতে নেই

যদি থাকে তাহলে তাদের কষ্ট গুলো নিবারণ করার কি অন্য কোন পন্থা আছে থাকলেও আমার জানা নেই
আজকে ইচ্ছে করছে কাঁদতে অনেক চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে ইচ্ছে করছে
চিৎকার করে বলি সব কষ্ট কি একান্ত আমার জন্য সৃষ্টি হয়েছে হতাশা আর ব্যর্থতা কি একান্ত আমার জন্য,!!

সব ত্যাগ কি আমাকেই স্বীকার করতে হবে আমার চাওয়া পাওয়ার কি কোন মূল্য নেই হারানোর কষ্ট কি একান্ত আমাকেই সইতে হবে
একটি সুখের গল্প লিখবো বলে তোমায় ভালোবেসে ছিলাম ভুলে গিয়েছিলাম সবার কপালে সুখ সয় না😓
আর আমিও যে তেমন একজন অভাগা তা ভুলে গিয়েছিলাম রঙিন স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে নিজেকে সম্পূর্ণ তোমার নামে লিখে দিয়েছি ভাবনা জুড়ে তোমাকে রেখেছি সারাটিক্ষন🙏

এই যে আমি আছিতেমার মায়ায়,তোমার আশায়, ভাবনায় মিশে।এটা তে অদ্ভুত একটা সুখ আছে।
12/10/2023

এই যে আমি আছি
তেমার মায়ায়,তোমার আশায়, ভাবনায় মিশে।
এটা তে অদ্ভুত একটা সুখ আছে।

11/09/2023

তুমি চাইলে আমাদেরও একটা প্রেম হতো

একটা বিকালের গল্প হতো

বাদামের আড্ডায় ভালোবাসা জমা হতো

কয়েকটা বৃষ্টির গল্প হতো

বৃষ্টির জলে স্মৃতি জমা হতো, ভালোবাসাবাসি হতো

তুমি চাইলে অন্য প্রেমিকদের মতো

আমাদেরও মাঝেমধ্যে সামান্য ঝগড়া হতো

একটা নির্ঘুম রাতের গল্প হতো

জোনাকির আলোয় দুজনে অভিমান জমাতাম

তুমি চাইলে আমাদের একটা সংসার হতো

একটা চিলেকোঠার মত ছোট্ট ঘর হতো

একটা রুম, একটা সোফাসেট, একটা টিভি,

একটা আলমারি, ডাইনিং টেবিল, ইত্যাদি

আসবাবপত্র দিয়ে ঘরটা মনের মত সাজানো যেত

তুমি চাইলেই আমাদের একটা রাজকন্যা হতো

তার নাম রাখা নিয়ে খুনসুটি হতো

তাকে নিয়েই আমাদের একটা জগৎ হতো

তিনজনের ছোট্ট সংসার হতেই পারতো

তুমি চাইলেইই সব হতো

আমাদের একটা প্রেম হতো, সংসার হতো, ঘর হতো

কিন্তু, তুমিই চাইলে না

তাই আজ সব হয়েও আমাদের কিছু হলো না!!

06/07/2023

মানুষের অর্ধেক জীবন কাটে মানুষ চিনতে চিনতে, বাকী অর্ধেক কাটে অভিমানে।

বয়স এবং কাজে মানুষ যত বড় হতে থাকে ততো একা হতে থাকে।

আপনি,আমি
এবং সবাই।

02/04/2023

আমি কারণে অকারণে তোমায় ভীষণ অনুভব করি....

14/03/2023

অধিকারহীন ভালবাসা আর ভালবাসাহীন অধিকার দুটোই কষ্টের,
ভালবাসার মানুষকে শিকলে বেধেঁ ভালবাসা পাওয়া যায়না,যদি সে মন থেকে ভালো না বাসে

13/03/2023

তার সাথে আমার প্রথম দেখা হয়েছিল কলেজের প্রথম দিনের প্রথম ক্লাসে।
স্যার লেকচার দিচ্চিলেন
হুট করেই কেউ একজন ক্লাস রুমে প্রবেশ করল.........

রাতের কাওরানবাজার। আমার সামনেই প্যান্টশার্ট পরা কেতাদুরস্ত এক ভদ্রলোক এসে মুরগির গিলা-কলিজা-গলা মিলিয়ে কেজিখানেক কিনলো, ...
05/03/2023

রাতের কাওরানবাজার। আমার সামনেই প্যান্টশার্ট পরা কেতাদুরস্ত এক ভদ্রলোক এসে মুরগির গিলা-কলিজা-গলা মিলিয়ে কেজিখানেক কিনলো, আর সাথে চেয়ে নিলো ওই ট্রের এক কোনায় রাখা দুইপিস ভালো মাংস। অভিযোগের সুরে বলতে লাগলো যেই টাকা বেতন পাই, তাতে করে এইদামে আস্ত মুরগি কেনা আর সম্ভব না। আগে সোনালি কিনতাম। ব্রয়লার ছুঁয়েও দেখতাম না, সেই ব্রয়লার এখন ২৫০ টাকা কেজি! ভাবতে পারেন?

এই গিলা-কলিজা দিয়েই কাজ চালাতে হচ্ছে। কিন্তু ঘরে তো ছোট ছেলে আছে, সে তো এসব বুঝেনা। তার তো গলা-গিলা ভালো লাগেনা, খাইতে চায়না এসব। তাই তার জন্য জাস্ট দুইপিস ভালো মাংস নিলাম।

নিশ্চয়ই ঘরে ফিরে ওইগুলো রান্না করার পর ছেলের পাতে
ওই দুইপিছ ভালো মাংস তুলে দিতে দিতে এই অসহায় বাবা বলতে থাকবে ওই মাংস তার ভালো লাগেনা, ছেলেকে হয়ত বুঝাতে থাকবে যে মুরগির গলার মাংসই তার সবচেয়ে প্রিয়!

আপনারা কাউয়ার মত কা কা করে উন্নয়নের পর উন্নয়নের ছবক শুনিয়ে দেশটারে কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর বলে হাতেতালি দিতেই পারেন, কিন্তু আপনাদের ওইসব উন্নয়নের
গান শুনতে শুনতে আমার চোখে ভাসতে থাকবে ওই প্যান্টশার্ট পরা লোকটার কথা, যে একজন চাকরিজীবী হয়েও একটা সামান্য ব্রয়লার মুরগি কিনতে না পেরে রাতের বেলায় মুরগির জাস্ট গলা-গিলা কিনে একটা পোটলায় করে দীর্ঘশ্বাস ছাড়তে ছাড়তে বাড়ি যাচ্ছে!

এই দীর্ঘশ্বাসটাই কি আমাদের সাধের স্মার্ট বাংলাদেশ?

- Saiyed Abdullah

18/02/2023

তুমি যতোবার পৃথিবীতে আসবে
আমি ততোবার তেমার প্রেমে পরবো।

Address

Galachipa
Patuakhali
8600

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডায়েরির শেষ পাতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category