প্রকাশিত খবর

প্রকাশিত খবর Medical Technologist

সীমান্তে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আরও কঠোর হবেন বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার পাঞ্জাবের ...
14/05/2025

সীমান্তে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আরও কঠোর হবেন বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার পাঞ্জাবের আদমপুরের বিমান বাহিনীর ঘাঁটিতে গিয়ে সদস্যদের ‘স্যালুট’ জানিয়ে তিনি এ কথা বলেন। এ সময় মোদি বলেন, ‘আমরা তাদের ঘরে ঢুকে মারব। পালানোর কোনো সুযোগই তারা পাবে না।’

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, শুধু সন্ত্রাসী নয়, পাকিস্তান সেনাবাহিনীকেও মোক্ষম জবাব দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘আপনারা পাকিস্তান সেনাকে বুঝিয়ে দিয়েছেন, সন্ত্রাসীরা যেখানে বসে শান্তির নিশ্বাস নেবে, সেখানে ঢুকে আপনারা মারবেন। আমাদের ড্রোন, ক্ষেপণাস্ত্রের চিন্তায় ওদের ঘুম ছিল না। অপারেশন সিঁদুর দেশের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে অনেক। এক সুতোয় বেঁধেছে সকল দেশবাসীকে। আপনারা যা করেছেন, তা অকল্পনীয়, অদ্ভুত, অভাবনীয়।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার বলেন, ‘ভারত কেবল সন্ত্রাসীদেরই নয়, তাদের মদদদাতা পাকিস্তানি সেনাবাহিনীকেও কড়া জবাব দিয়ে তার শক্তি প্রদর্শন করেছে। সন্ত্রাসীরা পাকিস্তানি সেনাবাহিনীর ওপর নির্ভর করে...। ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বিমানবাহিনী এবং ভারতীয়রা সেই পাকিস্তানি সেনাবাহিনীকে ধুলোয় মিশিয়ে দিয়েছে।’

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘অপারেশন সিঁদুরের আওয়াজ শত্রুদের কানে বাজছে। যারা আমাদের মা-বোনদের সিঁদুর মুছেছে, ঘরে ঢুকে তাদের শেষ করা হয়েছে। সন্ত্রাসীরা কাপুরুষের মতো লুকিয়ে ছিল। কিন্তু আমাদের সেনাবাহিনী, সেখানে গিয়ে তাদের শেষ করেছে। আপনারা (ভারতীয় সেনাবাহিনী) ওদের সামনে থেকে হামলা করেছেন। নয়টি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছেন। ১০০ জনের বেশি সন্ত্রাসীকে শেষ করেছেন।’

14/05/2025
আওয়ামী লীগ, এর কোনো কর্মকাণ্ড, দলটি সম্পর্কে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের যৌক্তিক, গঠনমূলক বা আইনানুগ বিশ্লেষণ বা মতা...
13/05/2025

আওয়ামী লীগ, এর কোনো কর্মকাণ্ড, দলটি সম্পর্কে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের যৌক্তিক, গঠনমূলক বা আইনানুগ বিশ্লেষণ বা মতামত প্রদান এই প্রজ্ঞাপন দ্বারা খর্বিত করা হয়নি,বলা হয় বিবৃতিতে....

এটা ঠিক হবে!
13/05/2025

এটা ঠিক হবে!

আলহামদুলিল্লাহ। জীবনে প্রথম।
17/04/2025

আলহামদুলিল্লাহ।
জীবনে প্রথম।

পটুয়াখালী -৩ এর নায়ক কে হতে পারে?
04/04/2025

পটুয়াখালী -৩ এর নায়ক কে হতে পারে?

পটুয়াখালীতে মৃত্যুর ঘটনারঃমিলার স্বামী পরিচয় দেওয়া ছেলেটি পুলিশ হেফাজতে আছে। আত্মহত্যার আগের দিন রাতে নাকি তারা বিবাহ ...
20/01/2025

পটুয়াখালীতে মৃত্যুর ঘটনারঃ
মিলার স্বামী পরিচয় দেওয়া ছেলেটি পুলিশ হেফাজতে আছে। আত্মহত্যার আগের দিন রাতে নাকি তারা বিবাহ করছে এমনকি ঘটনা হইলো যে বিয়ের পরের দিন তাকে দুনিয়ার মায়া ত্যাগ করতে হল।

বাংলাদেশের ১৭ বছরের এক বোলার এর চেহারা নিয়ে বাজে ব্যঙ্গ করে হ্যালস ২ জানুয়ারি। একই কান্ড হ্যালস ঘটায় গতকালও। হ্যালস তামি...
16/01/2025

বাংলাদেশের ১৭ বছরের এক বোলার এর চেহারা নিয়ে বাজে ব্যঙ্গ করে হ্যালস ২ জানুয়ারি। একই কান্ড হ্যালস ঘটায় গতকালও।
হ্যালস তামিম কে নিয়েও বাজে মন্তব্য করতে থাকে। বাট ওটা পাত্তা দিচ্ছিলেন না তামিম। বাট যখন প্রশ্ন টা হলো হাটুর বয়সী কোনো ছেলের চেহারা+ গায়ের নিয়ে ব্যঙ্গ, এবং এই ছেলে আবার বরিশাল এর প্লেয়ার। ছেলেটা অধিনায়ক তামিম কে জানায় এসব তখনই তামিম হ্যালস এর সাথে তর্কে জড়ান। হ্যালস ও তামিম কে একপ্রকার মারতে আসে। তামিমও তেড়ে যান। তামিম কে ৩ জন আটকায় আর হ্যালস কে মাহেদি। বাট মজার বিষয়, দিনশেষে বাংলাদেশ মিডিয়াতে তামিম হয়ে গেলও ভিলেন।

তবে এইবারই প্রথম নয়। এর আগে জুনিয়রদের বাচাতে স্টোক্স, বাটলার, ওয়াটসন দের সাথে তর্কে জড়িয়েছিলেন তামিম
love u Tamim Iqbal Boss❤️🥰

🥰
17/11/2024

🥰

একটি শোক সংবাদ..😥 অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে দশমিনা উপজেলার সিনিয়র সাংবাদিক দৈনিক সংবাদের প্রতিনিধি ও বড়গোপাল...
29/10/2024

একটি শোক সংবাদ..😥 অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে দশমিনা উপজেলার সিনিয়র সাংবাদিক দৈনিক সংবাদের প্রতিনিধি ও বড়গোপালদী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ ইব্রাহিম আহমেদ অরবিল স্যার এর মা ঢাকায় তার ছেলের বাসায় রাত ১২.৩০ মিনিটের দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

Address

Barishal
Patuakhali
DASHMINA,PATUAKHALI

Alerts

Be the first to know and let us send you an email when প্রকাশিত খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রকাশিত খবর:

Share