দশমিনা-প্রতিদিন

দশমিনা-প্রতিদিন “দশমিনার খবর, দশমিনার মানুষের কথা, প্রতিদিন সত্য ও নিরপেক্ষ সংবাদে আমরা।Mo..01724014078
(1)

This is part of a news site, look up the site to check the site, or click any post..

03/10/2025

কাল থেকে মা ইলিশ রক্ষায় ২২ দিনের অবরোধ, আজ বাজারে মাছে সয়লাব

03/10/2025

দশমিনায় মাছ বাজারে ২২ কেজি ওজনের বিশাল সাইজের কোরাল!
#দশমিনা_প্রতিদিন #জনগণের_কণ্ঠস্বর #স্থানীয়_সংবাদ

বিয়ের আগের রাতে শুভর মৃত্যুঃ আনন্দমুখর গ্রামজুড়ে এখন শোকের মাতম!পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নের মীরমর্দন গ্রাম...
03/10/2025

বিয়ের আগের রাতে শুভর মৃত্যুঃ আনন্দমুখর গ্রামজুড়ে এখন শোকের মাতম!

পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নের মীরমর্দন গ্রামে এখন আর আলো-ঝলমলে বিয়ের সাজ নেই, নেই বাদ্যযন্ত্রের সুর বা অতিথিদের কোলাহল। বৃহস্পতিবার রাতের পর থেকে গোটা গ্রাম শোকে নিস্তব্ধ হয়ে আছে। কারণ, যে বাড়িতে শুক্রবার বাদ আসর মো. শুভর (২৬) হাসিমুখে বিয়ের মঞ্চে বসার কথা ছিল, সেই বাড়িতেই আজ শোকের ছায়া নেমে এসেছে। শুভ, প্রবাসী নুরুল ইসলামের ছেলে, সবার প্রিয়, প্রাণবন্ত এক তরুণ পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সবাই মিলে বিয়ের আনন্দে মেতে ছিল। সন্ধ্যায় শুভ নিজেও নাচ-গানে অংশ নিয়েছিলেন, হাসছিলেন প্রাণভরে। কিন্তু সেই হাসি যে হঠাৎ থেমে যাবে, কেউ কল্পনাও করেনি।
রাত ৯টার দিকে তিনি নিজের দোকানে যান। অনেকক্ষণ পরও ফিরে না আসায় মা খোঁজ নিতে গিয়ে দেখেন,শুভর নিথর দেহ দোকানের আড়ার সঙ্গে দড়িতে ঝুলছে। আনন্দের বাড়ি মুহূর্তেই কান্নায় ভরে ওঠে। মা-চাচা-চাচি আর আত্মীয়রা ভেঙে পড়েন। চিৎকারে গ্রাম ছুটে আসে মানুষ। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নিশ্চিত করেন,হাসিখুশি সেই শুভ আর নেই। শুভর দাদা আবদুর রব হাওলাদার ভেঙে পড়া কণ্ঠে বললেন, ওর বাবা প্রবাসে থাকে, আমরা নিজেরাই মেয়েটি দেখে ঠিক করেছি। ওও রাজি ছিল। বিকেল পর্যন্ত তো আনন্দ-উৎসবে মেতে ছিল। হঠাৎ সে কেন এমন করল, আমরা কেউ বুঝতে পারছি না। বন্ধু রাবিনও জানালেন একই কথা,একটু আগেও যে ছেলেটা আমাদের সঙ্গে হেসে নাচছিল, সে এভাবে চলে যাবে, তা মেনে নেওয়া যায় না। গ্রামের মানুষের চোখেও প্রশ্ন,একজন সুস্থ, স্বাভাবিক, আনন্দময় যুবক কেন এমন করল? কী এমন চাপ বা কষ্টে ছিল, যা পরিবার-বন্ধু কারও কাছে প্রকাশ করেনি? গ্রামজুড়ে এখন শুধু কান্নার সুর। আলো-ঝলমলে সাজানো বিয়ের বাড়ি পরিণত হয়েছে শোকসভায়। যে বিয়ের নিমন্ত্রণপত্র সবাই হাতে নিয়েছিল, সেটিই আজ শোকবার্তার মতো হয়ে গেছে। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ আবদুল আলীম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরিবারের হাতে মরদেহ হস্তান্তর করা হবে। মীরমর্দন গ্রামে বিয়ের সাজসজ্জা আজও বাতাসে উড়ছে। রঙিন ফানুস, লাইট আর তোরণগুলোর নিচে কান্নার শব্দই এখন একমাত্র বাস্তবতা। শুভর মৃত্যু শুধু তাঁর পরিবারকেই ভেঙে দেয়নি, ভেঙে দিয়েছে গোটা গ্রামকে।

দৈনিক মানবজমিন পত্রিকায় প্রকাশিত
03/10/2025

দৈনিক মানবজমিন পত্রিকায় প্রকাশিত

02/10/2025

আগামীকাল বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল, আজ মিললো বরের ঝু*ল*ন্ত লা*শ!
#জনগণের_কণ্ঠস্বর #দশমিনা_প্রতিদিন

02/10/2025

দশমিনায় জীবন ঝুকি নিয়ে ব্রীজ পারাপার!
#দশমিনা_প্রতিদিন #স্থানীয়_সংবাদ #জনগণের_কণ্ঠস্বর

02/10/2025

দশমিনায় নৌকা বাইচে পক্ষপাতিত্বের অভিযোগ!
#দশমিনা_প্রতিদিন #স্থানীয়_সংবাদ #জনগণের_কণ্ঠস্বর

"আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা "দশমিনার প্রাণের উৎসব নৌকা বাইচকে এত সুন্দরভাবে আয়োজন করার জন্য আয়োজকদের প্রতি জানাই আন...
02/10/2025

"আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা "
দশমিনার প্রাণের উৎসব নৌকা বাইচকে এত সুন্দরভাবে আয়োজন করার জন্য আয়োজকদের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ। বৃষ্টির ভেতরেও হাজারো মানুষের হাসি, উচ্ছ্বাস আর মিলনমেলায় ভরে উঠেছিল পুরো দীঘীর পাড়।
আপনাদের এই উদ্যোগ শুধু আনন্দই দেয়নি,জাগিয়ে তুলেছে আমাদের গ্রামীণ ঐতিহ্য, সম্প্রীতি আর সংস্কৃতির গর্ব।
ধন্যবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়..

দশমিনায় ঐতিহ্যবাহী শারদীয় নৌকা বাইচ,উৎসবে মেতে উঠলো গ্রাম বাংলার প্রাণ!পটুয়াখালীর দশমিনায় অনুষ্ঠিত হলো অর্ধশতাব্দীর ঐতিহ...
02/10/2025

দশমিনায় ঐতিহ্যবাহী শারদীয় নৌকা বাইচ,উৎসবে মেতে উঠলো গ্রাম বাংলার প্রাণ!

পটুয়াখালীর দশমিনায় অনুষ্ঠিত হলো অর্ধশতাব্দীর ঐতিহ্যবাহী শারদীয় নৌকা বাইচ। বৃহস্পতিবার দুপুরে সদর ইউনিয়নের নিবারণ কবিরাজ বাড়ির দীঘীতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্গাপূজার বিজয়া দশমীর দিনে প্রতিবছর নৌকা বাইচ আয়োজন করা হয়। এবারও দূর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টিকে উপেক্ষা করে হাজারো মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় নৌকা বাইচ। প্রতিযোগিতায় অংশ নেয় ছয়টি দল। দিঘীর পানিতে বৈঠার ছন্দে প্রতিযোগিতা জমে উঠলে দর্শকদের করতালি আর উল্লাসে মুখর হয়ে ওঠে চারপাশ। শেষ পর্যন্ত হাসেম মাঝির দল প্রথম, শাহ আলম মাঝির দল দ্বিতীয় এবং লাল মিয়া মাঝির দল তৃতীয় স্থান অর্জন করে। বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় ডিপ ফ্রিজ ও এলইডি টেলিভিশন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন নিবারণ কবিরাজ বাড়ি পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী শুভময় কৃষ্ণ দাস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল রানা, দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসান, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আলীম তালুকদারসহ রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক ব্যক্তিত্বরা। এসময় নৌকা বাইচ উপভোগ করতে শুধু দশমিনা নয়, পাশের বাউফল ও গলাচিপা উপজেলা থেকেও হাজারো মানুষ ভিড় করেন। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা ছাত্রদল নেতা আবুল বশার। বৃষ্টিভেজা আবহাওয়ার মধ্যেও বৈঠার টানে টানে দীঘীতে জমে ওঠে প্রতিযোগিতা। আকাশে উড়ন্ত ড্রোন ক্যামেরায় ধরা পড়ে পুরো নৌকা বাইচের রঙিন মুহূর্ত—যা মুগ্ধ করে দর্শকদেরও। স্থানীয়রা বলছেন, দীর্ঘ ৫০ বছর ধরে এই ঐতিহ্য বজায় থাকায় নৌকা বাইচ শুধু দুর্গাপূজার আনন্দ নয়, বরং হয়ে উঠেছে গ্রামীণ সংস্কৃতির অনন্য সম্প্রীতির প্রতীক।

02/10/2025

দশমিনার নিবারণ কবিরাজ বাড়ির দীঘীতে নৌকা বাইচপ্রতিযোগিতা, ঐতিহ্যের উল্লাসে মানুষের মিলনমেলা
#দশমিনা_প্রতিদিন #স্থানীয়_সংবাদ

02/10/2025

দশমিনায় নৌকা বাইচ চ্যাম্পিয়ন গোলখালী!

02/10/2025

“দশমিনার নিবারণ কবিরাজ বাড়ির দীঘীতে নৌকা বাইচ প্রতিযোগিতা,ঐতিহ্যের উল্লাসে মানুষের মিলনমেলা”
#দশমিনা_প্রতিদিন #স্থানীয়_সংবাদ

Address

Dashmina
Patuakhali
8630

Telephone

+8801724014078

Website

Alerts

Be the first to know and let us send you an email when দশমিনা-প্রতিদিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দশমিনা-প্রতিদিন:

Share