08/12/2025
জনগণের সিদ্ধান্তেই নির্বাচনে যাবো, দশমিনায় বিএনপির জনসভায় হাসান মামুনের ঘোষণা
দীর্ঘ ৩৭ বছরের রাজনৈতিক জীবনের ক্রান্তিলগ্নে প্রিয় মাতৃভূমি দশমিনা- গলাচিপা বাসীর কাছে ফিরে এসেছি এখন যে কোন সিদ্ধান্ত আপনাদের সাথে আলোচনা করে আপনাদের অনুমতি নিয়েই করব। আপনারা যদি বলেন নির্বাচন না করতে তাহলে করব না আর যদি বলেন নির্বাচন করতে তাহলে নির্বাচন করব। দল মনোনয়ন না দিলেও জনগণ চাইলে পটুয়াখালী-৩ আসনে আগামী জাতীয় নির্বাচন করব।
আজ সোমবার ৮ ডিসেম্বর বিকেলে পটুয়াখালী জেলার দশমিনার উপজেলার রনগোপালদী ইউনিয়ন বিএনপির আয়োজনে আউলিয়া পুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য অনুষ্ঠিত জনসভায় তিনি এসব কথা বলেন ।
জনসভায় ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতা–কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে হাসান মামুন আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর সুস্থতা এ দেশের মানুষের আকাঙ্ক্ষা। দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে প্রতিষ্ঠা পাবে প্রকৃত গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। শেষ সিদ্ধান্ত জনগণের। যদি আমাকে চান, তাহলে জনগণের প্রার্থী হয়ে নির্বাচন করব ।
রনগোপালদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হেমায়েত হোসেন হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌকিদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ্যাড. খোরশেদ আলম। সহ-সভাপতি মো. হোসেন হাওলাদার ও সহ-সভাপতি এ্যাড ওহাব চৌধুরি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মাহাবুব আলম ফরাজি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম শানু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল প্রমুখ।
স্থানীয় নেতৃবৃন্দ বলেন, গলাচিপা–দশমিনার মানুষ আন্দোলনের কঠিন সময়গুলোতে রাজপথে ছিল; তাদের ত্যাগের মূল্যায়ন করেই দলীয় সিদ্ধান্ত নেওয়া উচিত। সমাবেশ শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশবাসীর কল্যাণ এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এদিকে, বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড পটুয়াখালী–৩ আসনের প্রার্থীর নাম ‘হোল্ড’ করে রাখায় এলাকায় চলছে নানা আলোচনা। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে, আসনটি গণঅধিকার পরিষদের (জিওপি) সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের জন্য সংরক্ষণ করা হতে পারে।