Dr. Md. Wahid Uz Zaman

Dr. Md. Wahid Uz Zaman Dr. Md. Wahiduzzaman
BHMS (DU), CMU
Ex-H. Physician, Govt. Homeopathic Medical College
Ex-Officer Training, DPL.

Providing trusted homeopathic treatment & expert health consultations. Stay healthy with natural healing! 🌿 Hello Dear,
This is a social platfor for unique content. You can enjoy our content and react with like, comment and share.

বর্ষার রোগবালাই? প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকুন!"ঝিরিঝিরি বর্ষা আর সতেজ আবহাওয়া মনকে শান্ত করলেও, এই সময়ে কিছু রোগবালাই ব...
15/07/2025

বর্ষার রোগবালাই? প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকুন!

"ঝিরিঝিরি বর্ষা আর সতেজ আবহাওয়া মনকে শান্ত করলেও, এই সময়ে কিছু রোগবালাই বাড়িয়ে তোলে আমাদের স্বাস্থ্যঝুঁকি। 🌧️🌿

সারা দেশেই এখন বর্ষার আবহাওয়া। ভেতরের আর্দ্রতা আর বাইরের নোংরা পানি মিলেমিশে তৈরি করে নানা রোগের বাসা। সর্দি-কাশি, জ্বর, পেটের সমস্যা থেকে শুরু করে ত্বকের সংক্রমণ – বর্ষায় এসব খুবই সাধারণ।

☔ বর্ষায় সচরাচর যে সমস্যাগুলো হয়:
* সর্দি-কাশি ও ফ্লু: ঠান্ডা লেগে জ্বর, কাশি, গলা ব্যথা।
* পেটের সমস্যা: পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড।
* ত্বকের সংক্রমণ: ছত্রাক (ফাঙ্গাস) জনিত চুলকানি, দাদ, বা ঘামাচি।
* ম্যালেরিয়া ও ডেঙ্গু: যদিও ডেঙ্গু নিয়ে আগের পোস্টে কথা হয়েছে, বর্ষাকালে মশার উপদ্রব বাড়ে বলে এই রোগগুলোর ঝুঁকিও বাড়ে।

🏡 সুস্থ থাকতে যা করবেন:
১. পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন: বিশেষ করে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন।
২. বিশুদ্ধ পানি পান করুন: ফুটিয়ে বা ফিল্টার করে পানি পান করুন। বাইরে ফাস্টফুড বা খোলা খাবার এড়িয়ে চলুন।
৩. মশা থেকে বাঁচুন: মশার উপদ্রব থেকে বাঁচতে মশারী ব্যবহার করুন এবং কোথাও পানি জমতে দেবেন না।
৪. আর্দ্রতা নিয়ন্ত্রণ: ঘরে যেন স্যাঁতসেঁতে পরিবেশ না থাকে, সেদিকে খেয়াল রাখুন। ভেজা কাপড় বেশি সময় ধরে না রেখে শুকিয়ে ফেলুন।

হোমিওপ্যাথি বর্ষার এই সাধারণ রোগগুলির প্রতিরোধ এবং চিকিৎসায় খুবই কার্যকরী ভূমিকা রাখে। এটি শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে প্রাকৃতিক উপায়ে আরোগ্য লাভে সাহায্য করে। সর্দি-কাশি থেকে শুরু করে পেটের সমস্যা বা ত্বকের সংক্রমণে উপযুক্ত হোমিওপ্যাথিক ঔষধ লক্ষণ অনুযায়ী প্রয়োগ করলে দ্রুত সুস্থ হয়ে ওঠা যায়।
বর্ষার এই সময়ে আপনার বা আপনার পরিবারের কারো স্বাস্থ্যগত কোনো সমস্যা দেখা দিলে অথবা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সঠিক চিকিৎসায় সুস্থ থাকুন এবং বর্ষার সৌন্দর্য উপভোগ করুন!

#বর্ষারোগ #হোমিওপ্যাথি #স্বাস্থ্যসচেতনতা #গলাচিপা #বর্ষাকালীনস্বাস্থ্য”

19/04/2025

🧑‍⚕️ চুল পড়া বন্ধ করতে চান?
অনেকেই চুল পড়ে যাওয়া নিয়ে চিন্তিত। কিন্তু কীভাবে এই সমস্যার সমাধান সম্ভব? কোন কারণগুলো আমাদের চুল ঝরে যাওয়ার জন্য দায়ী?
এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করেছি – চুল পড়ার কারণ, প্রতিরোধের উপায়।

🎥 ভিডিওটি এখানেই দেখে নিন!👇

📺 আমার ইউটিউব চ্যানেলে আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন:
👉 https://www.youtube.com/watch?v=Xe7GLJIE8KM

💬 আপনার মতামত জানাতে ভুলবেন না। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন – যাতে তারাও উপকৃত হয়।

#চুলপড়া #চুলঝরা #হেলথটিপস #হেয়ারকেয়ার #হোমিওপ্যাথি

🌸 শুভ নববর্ষ ১৪৩২ 🌸নতুন বছর হোক সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ। নতুন বছরে আপনার ও আপনার পরিবারের জন্য রইলো আন্তরিক শুভকামনা।
13/04/2025

🌸 শুভ নববর্ষ ১৪৩২ 🌸
নতুন বছর হোক সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ। নতুন বছরে আপনার ও আপনার পরিবারের জন্য রইলো আন্তরিক শুভকামনা।

🩺 আপনি কি দীর্ঘদিন যাবত বাত ব্যথা, টিউমার, পলিপাস বা পাইলসের সমস্যায় ভুগছেন?🎯  আপনাদের জন্য রয়েছে পার্শ্বপ্রতিক্রিয়া মুক...
07/04/2025

🩺 আপনি কি দীর্ঘদিন যাবত বাত ব্যথা, টিউমার, পলিপাস বা পাইলসের সমস্যায় ভুগছেন?
🎯 আপনাদের জন্য রয়েছে পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত আধুনিক হোমিওপ্যাথি চিকিৎসা।
👨‍⚕️ আজই যোগাযোগ করুন - 01719-390720

#হোমিওপ্যাথি #হাসিনা_হোমিও_হেলথকেয়ার

🔥 পাইলস বা অর্শ থেকে মুক্তি চান? হোমিওপ্যাথিতে আছে কার্যকর সমাধান! 🔥আপনার কি পাইলস (অর্শ) এর কারণে রক্তপাত, ব্যথা বা অস্...
07/04/2025

🔥 পাইলস বা অর্শ থেকে মুক্তি চান? হোমিওপ্যাথিতে আছে কার্যকর সমাধান! 🔥
আপনার কি পাইলস (অর্শ) এর কারণে রক্তপাত, ব্যথা বা অস্বস্তি হচ্ছে? সার্জারি ছাড়াই হোমিওপ্যাথি চিকিৎসায় পাইলস থেকে মুক্তি পাওয়া সম্ভব! 💊🌿
✅ ব্যথাহীন ও নিরাপদ চিকিৎসা
✅ কোষ্ঠকাঠিন্য দূর করে
✅ রক্তপাত কমায়
✅ ফিস্টুলা ও ফিশার প্রতিরোধ করে
👉 প্রাকৃতিক ও পার্শ্বপ্রতিক্রিয়াবিহীন হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবন পেতে আজই পরামর্শ নিন!

📍 চেম্বার সময়: হাসিনা হোমিও হেলথকেয়ার, চৌরাস্তা, গলাচিপা
⏰ সকাল ১০:০০ - দুপুর ১:৩০ ⏰ বিকাল ৪:০০ - রাত ৯:০০
📞 যোগাযোগ করুন: 01719-390720

#পাইলস #হোমিওপ্যাথি #অর্শ_চিকিৎসা

🩺 আপনি কি দীর্ঘদিন যাবত বাত ব্যথা, টিউমার, পলিপাস বা পাইলসের সমস্যায় ভুগছেন?💊 ওষুধ খেয়েও মিলছে না কাঙ্ক্ষিত উপশম?✅ যারা ...
06/04/2025

🩺 আপনি কি দীর্ঘদিন যাবত বাত ব্যথা, টিউমার, পলিপাস বা পাইলসের সমস্যায় ভুগছেন?
💊 ওষুধ খেয়েও মিলছে না কাঙ্ক্ষিত উপশম?

✅ যারা দীর্ঘদিন যাবত টিউমার, পাইলস কিংবা নাকের পলিপাসে কষ্ট পাচ্ছেন
✅ ঠান্ডা, সর্দি, কাশি লেগেই রয়েছে, কোনভাবেই মুক্তি পাচ্ছেন না
🎯 আপনাদের জন্য রয়েছে ব্যথামুক্ত আধুনিক হোমিওপ্যাথি চিকিৎসা।

👨‍⚕️ আজই গাযোগ করুন:
ডাঃ মোঃ ওয়াহীদুজ্জামান; BHMS (ঢাকা বিশ্ববিদ্যালয়), CMU
এক্স হাউজ ফিজিসিয়ান, সরকারী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, ঢাকা।
এছাড়াও এখানে মহিলাদের জন্য মহিলা ডাক্তারের সুব্যবস্থা রয়েছে।

🏥 হাসিনা হোমিও হেলথ কেয়ার
📍 চেম্বার ১: চৌরাস্তা, গলাচিপা পৌরসভা, গলাচিপা (প্রতিদিন)
সকাল ৯টা থেকে দুপুর ১টা এবং বিকাল ৪টা থেকে রাত ৯টা
📍 চেম্বার ২: আমখোলা বাসস্ট্যান্ড, আমখোলা বাজার, আমখোলা
বিকাল ৪টা থেকে রাত ৮ টা (শুধুমাত্র রবিার)
📞 সিরিয়ালের জন্য কল করুন: 01719390720

পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত অরজিনাল জার্মানি হোমিওপ্যাথিক মেডিসিনে চিকিৎসা নিন, সুস্থ্য থাকুন।

#হোমিওপ্যাথি #হাসিনা_হোমিও_হেলথকেয়ার #ডা._ওয়াহীদুজ্জামান

🔴 দাদ (Ringworm): হোমিওপ্যাথিক চিকিৎসায় প্রাকৃতিক সমাধান!👉 দাদ বা Ringworm এক ধরনের ছত্রাকজনিত চর্মরোগ যা ত্বকে গোলাকার,...
28/03/2025

🔴 দাদ (Ringworm): হোমিওপ্যাথিক চিকিৎসায় প্রাকৃতিক সমাধান!
👉 দাদ বা Ringworm এক ধরনের ছত্রাকজনিত চর্মরোগ যা ত্বকে গোলাকার, লালচে দাগ তৈরি করে এবং প্রবল চুলকানি সৃষ্টি করে। এটি সাধারণত শরীরের যে কোনো অংশে হতে পারে, বিশেষ করে হাতে, পায়ে, মাথার তালুতে এবং কোমরের আশেপাশে।

⚠️ লক্ষণসমূহ:
✅ গোলাকার, উঁচু ও লালচে দাগ
✅ চুলকানি ও জ্বালাপোড়া
✅ সংক্রমিত স্থানে শুষ্ক চামড়া ওঠা
✅ মাঝে মাঝে তরল পদার্থযুক্ত ফুসকুড়ি

🌿 হোমিওপ্যাথিক সমাধান:
✔️ Tellurium 30/200 – ত্বকের গোলাকার দাগ ও চুলকানির জন্য
✔️ Sulphur 30/200 – চুলকানি বেশি হলে
✔️ Graphites 30 – ফাটা, শুকনো ও মোটা চামড়ার জন্য
✔️ Thuja 30/200 – দীর্ঘস্থায়ী ও বারবার ফিরে আসা দাদের জন্য
✔️ Mezereum 30 – ফুসকুড়ির মধ্যে তরল পদার্থ জমলে

📌 পরামর্শ:
🔹 সংক্রমিত স্থান পরিষ্কার ও শুকনো রাখুন।
🔹 আক্রান্ত স্থানে সরাসরি সাবান বা কেমিক্যাল ব্যবহার এড়িয়ে চলুন।
🔹 হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণের জন্য অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

📢 ⚠️ ডিসক্লেইমার:
এই তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। রোগীর প্রকৃত অবস্থা অনুযায়ী ওষুধ নির্বাচন করা প্রয়োজন। সঠিক চিকিৎসার জন্য অভিজ্ঞ হোমিওপ্যাথের পরামর্শ নেওয়া উচিত।

✅ প্রাকৃতিক ও নিরাপদ চিকিৎসার জন্য হোমিওপ্যাথি নিতে পারেন!
💬 আপনার যদি দাদ বা চর্মরোগ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, কমেন্ট করুন বা ইনবক্সে যোগাযোগ করুন!

#দাদ

🌿 আলহামদুলিল্লাহ! পবিত্র রমজানে আমাদের অনলাইন চিকিৎসা সেবা চলমান 🌿রমজানের এই পবিত্র মাসেও আমরা আপনাদের পাশে আছি! ✅ আমাদে...
20/03/2025

🌿 আলহামদুলিল্লাহ! পবিত্র রমজানে আমাদের অনলাইন চিকিৎসা সেবা চলমান 🌿
রমজানের এই পবিত্র মাসেও আমরা আপনাদের পাশে আছি! ✅ আমাদের সেবা পৌঁছে যাচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে। এবার আমাদের চিকিৎসা ও হোমিওপ্যাথিক মেডিসিন পাঠানো হচ্ছে সাতক্ষীরার শ্যামনগরে!

💊 আপনি কি দূরবর্তী এলাকায় আছেন এবং সঠিক চিকিৎসা পাচ্ছেন না?
🏠 ঘরে বসেই হোমিওপ্যাথিক পরামর্শ ও চিকিৎসা পেতে চান?

👉 আমাদের অনলাইন চিকিৎসা সেবার মাধ্যমে ঘরে বসেই পেয়ে যান সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ!

📞 পরামর্শ ও সেবা নিতে যোগাযোগ করুন:
📱 WhatsApp: +8801719390720
✉️ Email: [email protected]

📦 হোম ডেলিভারির সুবিধা রয়েছে! ✨সুস্থ থাকুন, সুস্থ জীবন গড়ুন! 🌿
📌 #হোমিওপ্যাথি #অনলাইন_চিকিৎসা #রমজান #স্মার্ট_হোমিওপ্যাথি_বিডি

বর্তমান সময়ে সুস্থ ও সক্রিয় থাকার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা (Immune System) শক্তিশালী করা খুবই জরুরি। প্রাকৃতিক উপায়ে ইমি...
23/02/2025

বর্তমান সময়ে সুস্থ ও সক্রিয় থাকার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা (Immune System) শক্তিশালী করা খুবই জরুরি। প্রাকৃতিক উপায়ে ইমিউনিটি বাড়িয়ে সহজেই রোগ থেকে মুক্ত থাকা সম্ভব। চলুন জেনে নিই কিছু কার্যকরী উপায়!

🛡️ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর প্রাকৃতিক উপায় 🛡️

বর্তমান সময়ে সুস্থ ও সক্রিয় থাকার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা (Immune System) শক্তিশালী করা খুবই জরুরি। প্রাকৃতিক উপায়ে ইমিউনিটি বাড়িয়ে সহজেই রোগ থেকে মুক্ত থাকা সম্ভব। চলুন জেনে নিই কিছু কার্যকরী উপায়!

✅ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ৭টি কার্যকর উপায়:
1️⃣ পর্যাপ্ত ঘুম নিন 💤

প্রতিদিন ৭-৮ ঘণ্টা ঘুম রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে।
2️⃣ সঠিক পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন 🍎🥦
শাকসবজি, ফলমূল, বাদাম, ডাল, প্রোটিনসমৃদ্ধ খাবার খান।
3️⃣ ভিটামিন সি ও ডি সমৃদ্ধ খাবার খান 🍊☀️
কমলা, লেবু, আমলকি, সানলাইট ভিটামিন ডি এর ভালো উৎস।
4️⃣ পর্যাপ্ত পানি পান করুন 💧
প্রতিদিন ৮-১০ গ্লাস পানি পান করলে টক্সিন বের হয়ে যায়।
5️⃣ নিয়মিত ব্যায়াম করুন 🏃‍♂️
শরীরচর্চা রক্তসঞ্চালন বাড়িয়ে ইমিউনিটি শক্তিশালী করে।
6️⃣ স্ট্রেস কমান 🧘‍♂️
মানসিক চাপ কমাতে মেডিটেশন ও রিলাক্সেশন জরুরি।
7️⃣ প্রাকৃতিক উপাদান গ্রহণ করুন 🌿
মধু, আদা, তুলসী পাতা, কালোজিরা রোগ প্রতিরোধ বাড়ায়।
🩺 কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?
❌ দীর্ঘদিন ঠান্ডা-কাশি বা অসুস্থতা থাকলে
❌ শরীর দুর্বল বা সবসময় ক্লান্ত লাগলে
❌ তীব্র জ্বর বা শ্বাসকষ্ট হলে

🌿 প্রাকৃতিক ও হোমিওপ্যাথিক চিকিৎসায় সুস্থ থাকুন!

📩 স্বাস্থ্য পরামর্শের জন্য যোগাযোগ করুন:
📧 Email: [email protected]
📲 WhatsApp: +8801719390720

✅ আপনার স্বাস্থ্য সচেতনতায় শেয়ার করুন!

🔥 পাইলস বা অর্শ থেকে মুক্তি চান? হোমিওপ্যাথিতে আছে কার্যকর সমাধান! 🔥আপনার কি পাইলস (অর্শ) এর কারণে রক্তপাত, ব্যথা বা অস্...
20/02/2025

🔥 পাইলস বা অর্শ থেকে মুক্তি চান? হোমিওপ্যাথিতে আছে কার্যকর সমাধান! 🔥

আপনার কি পাইলস (অর্শ) এর কারণে রক্তপাত, ব্যথা বা অস্বস্তি হচ্ছে? সার্জারি ছাড়াই হোমিওপ্যাথি চিকিৎসায় পাইলস থেকে মুক্তি পাওয়া সম্ভব! 💊🌿

✅ ব্যথাহীন ও নিরাপদ চিকিৎসা
✅ কোষ্ঠকাঠিন্য দূর করে
✅ রক্তপাত কমায়
✅ ফিস্টুলা ও ফিশার প্রতিরোধ করে

👉 প্রাকৃতিক ও পার্শ্বপ্রতিক্রিয়াবিহীন হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবন পেতে আজই পরামর্শ নিন!

📍 চেম্বার সময়: হাসিনা হোমিও হেলথকেয়ার, চৌরাস্তা, গলাচিপা
⏰ সকাল ১০:০০ - দুপুর ১:৩০ ⏰ বিকাল ৪:০০ - রাত ৯:০০

📞 যোগাযোগ করুন: 01719390720

#পাইলস #হোমিওপ্যাথি #অর্শ_চিকিৎসা
বিস্তারিত-

পাইলস বা অর্শ রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা ।। Homeopathic Treatment for Piles or Hemorrhoid ।। Dr. Md. Wahiduzzamanপাইলস বা অর্শ একটি সাধারণ স্বাস্থ্য সমস্....

Address

Galachipa
Dhaka
8640

Telephone

+8801302623942

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Wahid Uz Zaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr. Md. Wahid Uz Zaman:

Share