উপকূল বাতিঘর - গলাচিপা

উপকূল বাতিঘর - গলাচিপা আলোকিত মানুষ গড়তে স্মার্ট গণগ্রন্থাগার 'উপকূল বাতিঘর'। সদস্য হতে: https://forms.gle/YCfvcfETLsFccSDz6

প্রিয় গলাচিপাবাসী আসসালামু আলাইকুমইতিহাসের এই ক্রান্তিলগ্নে ছাত্র জনতার বিপ্লবের ফসল  নতুন বাংলাদেশে আপনাকে রক্তিম শুভেচ...
06/08/2024

প্রিয় গলাচিপাবাসী
আসসালামু আলাইকুম

ইতিহাসের এই ক্রান্তিলগ্নে ছাত্র জনতার বিপ্লবের ফসল নতুন বাংলাদেশে আপনাকে রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। এই গলাচিপা উপজেলা আপনাদের প্রাণের জায়গা, এখানেই আপনারা জন্মেছেন, এখানেই বেড়ে উঠেছেন, গলাচিপার মাটির গন্ধ আপনাদের গায়ে। এখানেই মাটির নিচে শায়িত আছেন আপনাদের আপনজন। এ উপজেলার প্রতি ইঞ্চি মাটি আপনাদের নিকট পবিত্র আমানত।

আমি বিনীতভাবে অনুরোধ করছি সকল প্রকার বিশৃঙ্খলা, নৈরাজ্য ও ধ্বংসযজ্ঞ থেকে গলাচিপাকে নিরাপদ রাখতে হবে । আপাতত ধর্ম, দল ও বর্ণের ভিত্তিতে কোন বিভেদ নয়। উপজেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করুন। সংখ্যালঘু জনগোষ্ঠী, মেহনতি মানুষ, অসহায় ও দুর্বলদের জন্য আস্থাবান হোন। অন্যায়কে ন্যায় দিয়ে প্রতিস্থাপন করুন।

আমাদের সকলের সম্মিলিত প্রয়াস গলাচিপা হয়ে উঠুক সকল জাতি-ধর্ম-বর্ণের মানুষের নিরাপদ শান্তিময় আশ্রয়স্থল। সর্বশক্তিমান আল্লাহতায়ালা আমাদের সহায় হোন।

বিনীত
মহিউদ্দিন আল হেলাল
উপজেলা নির্বাহী অফিসার
গলাচিপা
জরুরি তথ্য : ০১৭৭৭১২৪১৫৩
জরুরি মেসেজ : ০১৭৩৩৩৩৪১৫৩
Mohiuddin Al Helal (UNO Galachipa)

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার এর বরাবর উপকূল বাতিঘর এর জন্য বই প্রদান করেছেন জনাব আরিফুল রহমান টিটু।
17/05/2024

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার এর বরাবর উপকূল বাতিঘর এর জন্য বই প্রদান করেছেন জনাব আরিফুল রহমান টিটু।

গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ও গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয় এর এসএসসি/সমমান পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশ।  ...
12/05/2024

গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ও গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয় এর এসএসসি/সমমান পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশ।

#এসএসসি
Mohiuddin Al Helal (UNO Galachipa)

২০২২ ও ২০২৩ সালের এসএসসি/দাখিল প্রস্তুতিমূলক পরীক্ষায় শিক্ষার্থী ও অভিবাবকদের ব্যপক সাড়া পাওয়া গিয়েছিল। এরই ধারাবাহিকতায়...
11/05/2024

২০২২ ও ২০২৩ সালের এসএসসি/দাখিল প্রস্তুতিমূলক পরীক্ষায় শিক্ষার্থী ও অভিবাবকদের ব্যপক সাড়া পাওয়া গিয়েছিল। এরই ধারাবাহিকতায় প্রথম বারের মত গলাচিপা উপজেলায় এইচ এস সি/ আলিম প্রস্তুতিমূলক পরীক্ষা-২০২৪ আগামী ২৫ মে,২০২৪ উপজেলার ০৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
আগ্রহী শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বরাবর যোগাযোগ করে রেজিস্ট্রেশন সম্পূর্ন করার লক্ষে আহবান করা যাচ্ছে।

#গলাচিপা_উপজেলা_প্রশাসন_জনসেবায়_সর্বক্ষন
Mohiuddin Al Helal (UNO Galachipa)

২০২৩-২৪ অর্থ বছরে পটুয়াখালী জেলায় ১০০ জন শিক্ষার্থীকে আঃ হাই শিক্ষা কল্যাণ ট্রাস্ট মাধ্যমে শিক্ষা বৃত্তি প্রদান করা হবে।...
05/05/2024

২০২৩-২৪ অর্থ বছরে পটুয়াখালী জেলায় ১০০ জন শিক্ষার্থীকে আঃ হাই শিক্ষা কল্যাণ ট্রাস্ট মাধ্যমে শিক্ষা বৃত্তি প্রদান করা হবে। আগামী ২০.০৫.২০২৪ খ্রি. তারিখের মধ্যে গলাচিপা সকল মেধাবী শিক্ষার্থীগনকে আবেদন করার জন্য আহবান করা হচ্ছে।


#গলাচিপা_উপজেলা_প্রশাসন_জনসেবায়_সর্বক্ষন

Mohiuddin Al Helal (UNO Galachipa)

নারী উচ্চশিক্ষা বৃত্তি আবেদন পাঠান
24/04/2024

নারী উচ্চশিক্ষা বৃত্তি
আবেদন পাঠান

# অধ্যাপক কবীর চৌধুরী স্মারক নারী উচ্চশিক্ষা বৃত্তি

আজকে হঠাৎ করে শরীর বিদ্রোহ করেছে। বিকেল থেকে শয্যাশায়ী।

কিন্তু মানসিক ভাবে অতটা খারাপ নেই । কারণ পুরোনো একটা ইচ্ছে পূরণ হবার পথে।

ইউএনও হিসেবে দায়িত্বভার নেয়ার পর লক্ষ্য করলাম উপজেলা পর্যায়ে সকল প্রতিয়োগিতায় মেয়েদের (ছেলেদের তুলনায়) একচ্ছত্র দাপট ও জয়জয়কার।

কিন্তু বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষায় সেই (দশমিনা গলাচিপার) মেয়েদের উপস্থিতিটা দেখা যায়না। কোথাও গিয়ে থেমে যায় সেই অগ্রযাত্রা। এর কারণ বহুবিধ। আত্মবিশ্বাসের ঘাটতি, তথ্যের ঘাটতি, আর্থিক দৈন্যদশা, অভিভাবকের অসচেতনতা প্রধানতম অনুষঙ্গ।

Galachipa Skill Lab এ দৃশ্যপট পাল্টে দিতে কাজ করছে। এর একটি হচ্ছে অস্বচ্ছল মেধাবীদের সহায়তা করতে উপজেলা প্রশাসন শিক্ষাবৃত্তি।

গত মাসে প্রথমবারের মতো ৫০ জন বাছাইকৃত শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে। তবে মেয়েদের জন্যে বিশেষ বৃত্তি চালুর একটা পরিকল্পনা ছিল শুরু থেকে। কাকতলীয় ভাবে একটা পরিবার আমাদের স্বপ্নপূরণ এ এগিয়ে এসেছে ।

আমরা চালু করতে যাচ্ছি জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী স্মারক নারী শিক্ষা বৃত্তি ।

আমাদের শুরুটা খুবই ক্ষুদ্র। বছরে ০৫ জনকে সহায়তা করা যাবে । আপনারা এগিয়ে আসলে এই সংখ্যাটা আরও বাড়বে।

বৃহত্তর গলাচিপার অসচ্ছল ও মেধাবী মেয়েরা যারা স্নাতক ও স্নাতোত্তর পর্যায়ে পড়শোনা করতে চায় বা করছে তারা আবেদন করতে পারবে ।

বাংলাদেশের উপজেলা পর্যায়ে এ ধরণের উদ্যোগ খুব একটা নাই। অনেকটা আনাড়ি ও শিশুসুলভ ভাবনা এইটা। পাগলামিও বলতে পারেন। তাই চালু রাখা একটা চ্যালেঞ্জ।

কিন্তু গলাচিপার একটি মেয়েও যদি ভবিষ্যতে একজন অধ্যাপক হাসিনা খান বা সেঁজুতি সাহার (এদেরকে না চিনতে পারলে গুগল করেন) মতো হতে পারে সেটাই হবে বড়ো পাওয়া।

একটা লিঙ্ক দিচ্ছি। আপনার পরিচিত সার্কেলে এমন অস্বচ্ছল মেধাবী থাকলে আবেদন করতে বলেন।

https://forms.gle/jPiQjC11EfLZxRPg7

শুভ রাত্রি
UNO Galachipa

Robotics, Fab Lab , IOT
23/04/2024

Robotics, Fab Lab , IOT

ছোট্ট একটি সুসংবাদ দিতে চাই আপনাদের
গলাচিপা স্কিল ল্যাবের উদ্যোগে স্থাপিত হতে যাচ্ছে ফ্যাব ল্যাব (Digital Fabrication Lab)।
এটা পটুয়াখালীতে প্রথম (সম্ভবত বরিশালেও)

আমরা সময়ের বিপরীতে কাজ করছি।

আমার চাওয়া হলো মে এর মাঝামাঝি এটি উদ্বোধন করে একটি ওরিয়েন্টেশন ওয়ার্কশপ করা । বিষয় হবে রোবোটিক্স ও IOT (Internet of Things).

আমি জানি এই প্রত্যন্ত অঞ্চলের জন্যে এটা একটা দুঃসাহসী (ambitious) পরিকল্পনা। কিন্তু গণিত উৎসব ও প্রোগ্রামিং ওয়ার্কশপ এ শিক্ষার্থীদের আগ্রহ আমাকে কিছু উচ্চবিলাসী করেছে বৈকি।

আমি চাই আমার গলাচিপার খুদে নাগরিকরা চতুর্থ শিল্পবিপ্লব ও কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে পরিচিত হবে কাঁচা বয়সেই, পাল্লা দিবে শহুরে সতীর্থদের সাথে।

যে সময়টা আমি ল্যাব গুছাচ্ছি সেই সময়ে আমি প্রশিক্ষণার্থী ও বাছাই করতে চাই।

আবেদন এর জন্য একটা লিঙ্ক দিচ্ছি। আপনার পরিচিতদের বলুন আবেদন করতে

https://forms.gle/XztpHEQc9er3n9yq8

যেকোন জিজ্ঞাসা কমেন্টে লিখে যেতে পারেন।
আমি ও আমার টিম সুবিধাজনক সময়ে রেসপন্স করবো।

শুভরাত্রি
UNO Galachipa

প্রথম দিন উল্লেখযোগ্য সাড়া পেয়েছি আমরা। চলবে ২০ এপ্রিল পর্যন্ত (বিকেল ৪- রাত ১১ টা)
14/04/2024

প্রথম দিন উল্লেখযোগ্য সাড়া পেয়েছি আমরা। চলবে ২০ এপ্রিল পর্যন্ত (বিকেল ৪- রাত ১১ টা)

মুঠোফোন, ইন্টারনেট এবং ডিজিটাল টেকনোলজি আমদের সব সময় কিনে নিয়েছে। নতুন বইয়ের গন্ধ আমাদের আর টানেনা। অপেক্ষায় থাকা হয়না আর ঈদ ম্যাগাজিনের জন্যে। নতুন বইয়ের গল্পঃ বা উপন্যাস নিয়ে বন্ধুদের আড্ডায় আর ঝড় উঠেনা।

একখন্ড স্ক্রিন আজ আমাদের সকল মনযোগের মালিক। মস্তিষ্কের মালিকানাও যেন তার।

এমন বাস্তবতাকে একটু পরিবর্তন করতে গলাচিপা উপজেলায় স্থাপিত হয় কেন্দ্রীয় পাঠাগার "উপকূল বাতিঘর"।

নতুন বাংলা বছরের নানা আয়োজনের মাঝে প্রথম বারের মতো উপকূল বাতিঘর - গলাচিপা এর আয়োজনে হতে যাচ্ছে ০৭ দিনব্যাপী বই বিনিময় উৎসব।
আপনার বাসায় হয়তো কোন এক কোণে কিছু বই অভিমান করে পরে আছে। পড়া হয়েছে কিংবা হয়নি।
আসুন না সেগুলোকে বদল করি। নতুন পাঠকের হাতে গিয়ে নতুন করে প্রাণ পাক। কেমন হয় যদি পুরোনো বইয়ের বদলে আপনি পান নতুন বই।

প্রথমবারের মত আয়োজন। অভিজ্ঞতা নেই । আনকোরা হতে পারে। বৈচিত্র্য কম থাকবে হয়তো। কিন্তু আপনাদের সক্রিয় অংশগ্রহণ আমাদের খামতিকে পূরণ করে দিতে পারবে।

আমাদের লাইব্রেরিকে সমৃদ্ধ করতে চাই আমরা । তাই ০৫ টি পুরোনো বইয়ের বদলে একটু নতুন বই দিবো। তবে আপনি নির্ধারিত মূল্যে নতুন বই কিনতে পারবেন। নিতে পারবেন লাইব্রেরির সদস্যপদ।

জ্ঞানের বিকিকিনির আমাদের এই অনাড়ম্বর আয়োজনে আপনার স্বর্তস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি।
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা
UNO Galachipa

যারা অংশগ্রহণ করবেঃ১। গণিত উৎসব ২০২৩ এর উপজেলা পর্যায়ে নির্বাচিত সকল শিক্ষার্থী (ফ্রি রেজিস্ট্রেশন)২। নির্বাচিত শিক্ষার...
14/03/2024

যারা অংশগ্রহণ করবেঃ

১। গণিত উৎসব ২০২৩ এর উপজেলা পর্যায়ে নির্বাচিত সকল শিক্ষার্থী (ফ্রি রেজিস্ট্রেশন)

২। নির্বাচিত শিক্ষার্থীদের বাইরে সংশ্লিষ্ট বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমন্ডলীর সুপারিশে যেকোনো শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে (রেজিস্ট্রেশন ফি:৫০০/-)

বিঃদ্রঃ আগ্রহী সকল শিক্ষার্থীকে +880 1777-124153 নাম্বারে ফোন /মেসেজ করে রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে।

# Programing Workshop

সবাইকে গণিত ও পাই দিবসের শুভেচ্ছা

প্রোগ্রামিং কর্মশালা

সম্ভাবনার নতুন দুয়ার।

চতুর্থ শিল্প বিপ্লবের সুফল আহরণের লক্ষ্যে যুগোপযোগী শিক্ষার বাস্তবায়ন অতীব জরুরী। শিক্ষা ক্ষেত্রে তুলনামূলক পিছিয়ে থাকা গলাচিপা উপজেলার মেধাবী শিক্ষার্থীদের প্রোগ্রামিং ও ফ্রীল্যান্সিং এর মত আধুনিক বিষয়ে পরিচিত করার লক্ষ্যে গলাচিপা স্কিল ল্যাব কাজ করে যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় ১৮ নভেম্বর ইউনিয়ন পর্যায়ে ও ২৩ ডিসেম্বর উপজেলা পর্যায়ে গণিত উৎসব অনুষ্ঠিত হয়।

আগামী ২০ ও ২১ মার্চ গণিত উৎসবে নির্বাচিতদের নিয়ে গলাচিপা অফিসার্স ক্লাব অডিটোরিয়ামে ও ব্যানবেইস ডিজিটাল ল্যাব এ প্রোগ্রামিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে।

দুই দিনব্যাপী কর্মশালায় যা যা থাকছেঃ

২০ মার্চ

সকাল ৯ঃ০০ আইস ব্রেকিং সেসন

সকাল ১০.০০- প্রোগ্রামিং এ হাতেখড়ি

দুপুর ১২.০০- সি ব্যাসিক

বিকাল ২:০০- সেমিনারঃ সাইবার সিকিউরিটি

২১ মার্চ

সকাল ৯:০০: হাতে কলমে প্রোগ্রামিং

সকাল ১১ঃ০০-সেমিনারঃ ফ্রীল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং

সকাল ১২: ৩০-টেকটকঃ চতুর্থ শিল্প বিপ্লব

বিকাল ১:৩০: মূল্যায়ন কুইজ

বিকাল ২ঃ০০-সার্টিফিকেট ও পুরস্কার বিতরনী

যারা অংশগ্রহণ করবেঃ

১। গণিত উৎসব ২০২৩ এর উপজেলা পর্যায়ে নির্বাচিত সকল শিক্ষার্থী (ফ্রি রেজিস্ট্রেশন)

২। নির্বাচিত শিক্ষার্থীদের বাইরে সংশ্লিষ্ট বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমন্ডলীর সুপারিশে যেকোনো শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে (রেজিস্ট্রেশন ফি:৫০০/-)

বিঃদ্রঃ আগ্রহী সকল শিক্ষার্থীকে +880 1777-124153 নাম্বারে ফোন /মেসেজ করে রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে।

বি. দ্র. ২০ মার্চ সকাল ৯.০০ টায় সকল শিক্ষার্থীদের উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে। আইস ব্রেকিং সেসনে পুরো দিনের এজান্ডা সম্পর্কে ধারণা দেয়া হবে।

*** নির্বাচিতদের তালিকা কমেন্ট সেকশনে।
বিনীত

UNO Galachipa

13/02/2024

ঘোষণা : গলাচিপা উপজেলার স্মার্ট গণগ্রন্থাগার 'উপকূল বাতিঘর'। এই এলাকায় জ্ঞানের আলো ছড়িয়ে দিতে প্রতিষ্ঠিত। এখানে রয়েছে বিভিন্ন ধরনের বই। তবে দুঃখের সাথে জানাতে হচ্ছে কে বা কাহারা কিছু বই নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। যা অত্যন্ত নিচু মনমানসিকতার পরিচয়। সিসি ক্যামেরা থাকা স্বত্তেও এমন কাজ। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে। ভবিষ্যতে মনিটরিং বৃদ্ধি করা হবে। এ অবস্থায় লাইব্রেরী থেকে যে বা যাহারা বই নিয়েছে তাদের আগামী ২৪ ঘন্টার মধ্যে লাইব্রেরীতে বই ফেরত দেয়ার জন্য বলা হলো। প্রকাশ্যে কিংবা গোপনে বই গুলো দিয়ে যাওয়ার অনুরোধ।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন আল হেলাল এর উদ্যোগে উপকূল বাতিঘর - গলাচিপা  গণগ্রন্থাগারে সকাল ৯:০০টা-১১.৩০...
29/12/2023

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন আল হেলাল এর উদ্যোগে উপকূল বাতিঘর - গলাচিপা গণগ্রন্থাগারে সকাল ৯:০০টা-১১.৩০টা পর্যন্ত "ইংরেজি" বিষয়ে শিক্ষার্থীদেরকে নিয়ে "টিচিং এন্ড লার্নিং" প্রোগ্রাম।

Address

Officer’s Club, Galachipa
Patuakhali
8640

Opening Hours

Monday 15:00 - 21:00
Tuesday 15:00 - 21:00
Wednesday 15:00 - 21:00
Thursday 15:00 - 21:00
Friday 03:00 - 21:00
Saturday 03:00 - 21:00
Sunday 15:00 - 21:00

Telephone

+8801777124153

Website

Alerts

Be the first to know and let us send you an email when উপকূল বাতিঘর - গলাচিপা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category