Jafor Akon

Jafor Akon পেইজটি ফলো দিয়ে পাশে থাকবেন
🇧🇩🇮🇳🇸🇦👍👌😎
(11)

28/05/2025

পল্টি লওয় তো একটা লিমিট থাকে

27/05/2025

শাহবাগ ২০১৩ সালে শুধু যে জামায়াত বা বিএনপি নেতাদের রাজাকার বানিয়ে ফাঁসি দেওয়া বৈধতা এনে দিয়েছিলো এমন না, পরের বছরগুলোতে দল-মত নির্বিশেষে নিরীহ মানুষকে জামায়াত-শিবির ট্যাগ দিয়ে মারাও জায়েজ করেছিলো।

এটিএম আজহারের মুক্তিতে শাহবাগের কন্ঠে আজ পরাজয়ের আর্তনাদ শোনা যাচ্ছে। একাত্তরের প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচারের পথ চিরদিনের জন্য ধ্বংস করেছে এই শাহবাগই।
আশা করি, বিএনপি-জামায়াত তাদের নেতাকর্মীদের রক্তের সাথে বেইমানী না করে শাহবাগ তৈরির সাথে জড়িতদের বিচার করবে একদিন।

বিম্পি নির্বাচনে রাজি
27/05/2025

বিম্পি নির্বাচনে রাজি

কঠিন সমস্যা!সহজ সমাধান!! 😉
26/05/2025

কঠিন সমস্যা!
সহজ সমাধান!! 😉

26/05/2025

পটুয়াখালী হাসপাতালের যে লিংক বের হয় তা কিন্তু সবগুলোর দরজা খোলা থাকে।

আমার কথা হচ্ছে দরজা কেন খোলা থাকবে?

দুই কোটি টাকার পোশাক (ইউনিফর্ম) সেলাই করার জন্য দিয়েছেন বান্দরবানের দুর্গম রোয়াংছড়ি, রুমা ও থানচির কেএনএফ। অথচ দাবি করা ...
26/05/2025

দুই কোটি টাকার পোশাক (ইউনিফর্ম) সেলাই করার জন্য দিয়েছেন বান্দরবানের দুর্গম রোয়াংছড়ি, রুমা ও থানচির কেএনএফ। অথচ দাবি করা হয়, তারা বঞ্চিত! ১৪ হাজার বম জাতি থেকে গঠিত হয়েছে কেএনএফ নামক সশস্ত্র সংগঠন।
গত ১৭ মে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার নয়ারহাট এলাকার রিংভো অ্যাপারেলস থেকে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর ২০ হাজার ৩০০ পিস পোশাক (ইউনিফর্ম) উদ্ধার করেছে পুলিশ। ২ কোটি টাকা চুক্তিতে ইউনিফর্ম তৈরির কাজ নেন রিংভো অ্যাপারেলস।
যে পোশাক শুধু সেলাই করতে লাগে ২ কোটি টাকা, তার কাপড়ের দাম এবং অন্যান্য আনুষঙ্গিকের তাহলে দাম কত? কেএনএফ কথিত অধিকারে নামে সশস্ত্র সন্ত্রাসী কার্যক্রম না করে যদি বিপুল এই অর্থ ১৪ হাজার বম জনগোষ্ঠীকে বণ্টন করে দিত আমার মনে হয় দুর্গম এলাকায় এই জাতির কেউ আর পিছিয়ে থাকত না।
আর যারা কেএনএফ কে নিরীহ অসহায় বলে তাদের আন্দোলনের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন তারা সুশীলতা বাদ দিন৷ ২০ হাজার ৩০০ পিস পোশাক (ইউনিফর্ম) যদি তারা সেলাই করতে দেয় তাহলে তাদের সদস্য সংখ্যা কত হতে পারে? অনেক দিন ধরে সংশ্লিষ্ট সংস্থাগুলো বলে আসছে, কেএনএফ এর আনুমানিক ১০০০ সদস্য রয়েছে। তাহলে এখন কী দাঁড়ায়? রাস্ট্রের পাহাড়ে নিরাপত্তা কতটুকু?

উপরোক্ত পরিসংখ্যান শুধু একটি সংগঠনের৷ আরো রয়েছে, জেএসএস, ইউপিডিএফ, মগ লিবারেশন আর্মি, সংস্কার এম.এন ও গণতান্ত্রিক বর্মা৷ এই সংগঠনগুলোর অস্ত্র, জনবল, চাঁদার উৎস বা প্রকৃতি ও অর্থনৈতিক শক্তির বিষয়ে রাস্ট্রের ন্যূনতম প্রস্তুতিও রয়েছে বলে মনে হয় না।

🚨অফিসিয়ালি:- সামির জাউদ সিবিএফের নতুন সভাপতি।
25/05/2025

🚨অফিসিয়ালি:- সামির জাউদ সিবিএফের নতুন সভাপতি।

25/05/2025

সব প্রবাসীরা প্রস্তুতি নিন। আপনাদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

প্রবাসীরা যথেষ্ট উপেক্ষিত হয়েছে। এবার সংকট হলে প্রবাসীরা নিজেদের সামর্থ জানান দেবে।

25/05/2025

"হাসপাতালে জুলাই আন্দোলনে চোখ হারানো ৪ যুবকের বিষপান"
একটি দল সারাদিন নির্বাচন নির্বাচন তজবি জপে
আরেকটি দল সারাদিন সংস্কার তজবি জপে
জনগণ উপদেষ্টাদের দিশেহারা করে ফেলছে আন্দোলন দাবি দাবি করেকরে,
অথচ যাদের ত্যাগে তারা আজকে এই জিকির, এই দাবি পেশ করছে
তাদের কোন খোঁজ নাই, আপসোস লাগে, কোন দেশে আমরা বাস করছি, ১৮ কোটির দেশের ৪-৫ হাজার শহীদ ও আহতের দ্বারে দ্বারে ঘুরতে হয় সাহায্যের জন্য! সেইম অন আস!

06/05/2025

কি অদ্ভুত, পুরুষের ঘর বানাতে ঘর ছাড়তে হয় 😅

ক্যাপ্টেন কোটায় খেলা মাশরাফির সময় বাংলাদেশ ছিল ওয়ানডে র‍্যাংকিং এ ৬ষ্ঠ দল। আর এখন সব লিজেন্ডদের নিয়ে আছে ১০ নাম্বারে।
05/05/2025

ক্যাপ্টেন কোটায় খেলা মাশরাফির সময় বাংলাদেশ ছিল ওয়ানডে র‍্যাংকিং এ ৬ষ্ঠ দল।
আর এখন সব লিজেন্ডদের নিয়ে আছে ১০ নাম্বারে।

Address

Patuakhali

Alerts

Be the first to know and let us send you an email when Jafor Akon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jafor Akon:

Share