16/10/2025
🌸 নিচে কিছু গুরুত্বপূর্ণ ও মাসনূন তাসবি (তাসবীহ) দেওয়া হলো — এগুলো নবী করিম ﷺ এর সুন্নত ও হাদীসে বর্ণিত:
🌿 দৈনন্দিন গুরুত্বপূর্ণ তাসবি সমূহ
১. সুবহানাল্লাহ
(سُبْحَانَ اللَّهِ)
অর্থ: আল্লাহ পবিত্র, তিনি সকল অপূর্ণতা থেকে মুক্ত।
➡️ বলা হয়: ৩৩ বার নামাজের পর।
২. আলহামদুলিল্লাহ
(الْحَمْدُ لِلَّهِ)
অর্থ: সকল প্রশংসা আল্লাহর জন্য।
➡️ বলা হয়: ৩৩ বার নামাজের পর।
৩. আল্লাহু আকবার
(اللَّهُ أَكْبَرُ)
অর্থ: আল্লাহ মহান।
➡️ বলা হয়: ৩৪ বার নামাজের পর।
৪. লা ইলাহা ইল্লাল্লাহ
(لَا إِلٰهَ إِلَّا اللَّهُ)
অর্থ: আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই।
➡️ প্রতিদিন বহুবার বললে ঈমান শক্ত হয় ও গুনাহ মাফ হয়।
🌙 সকালে ও বিকেলে পাঠযোগ্য তাসবি
৫. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম
(سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ)
অর্থ: আল্লাহ পবিত্র ও প্রশংসার যোগ্য, মহান আল্লাহ অতিশয় মহিমান্বিত।
➡️ দিনে ১০০ বার পাঠ করলে জান্নাতে গাছ রোপণ হয়।
৬. আস্তাগফিরুল্লাহ
(أَسْتَغْفِرُ اللَّهَ)
অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা চাই।
➡️ নবী ﷺ দিনে ৭০–১০০ বার বলতেন।
৭. লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
(لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ)
অর্থ: আল্লাহ ছাড়া কোনো শক্তি ও ক্ষমতা নেই।
➡️ দুঃসময়ে, ভয় বা অসহায় অবস্থায় বলা উত্তম।
🕊️ বিশেষ তাসবি
৮. হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু, আলাইহি তাওাক্কালতু, ওয়া হুয়া রব্বুল আরশিল আযিম
(حَسْبِيَ اللَّهُ لَا إِلٰهَ إِلَّا هُوَ، عَلَيْهِ تَوَكَّلْتُ، وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ)
অর্থ: আল্লাহই আমার জন্য যথেষ্ট; তিনিই সর্বশক্তিমান, আমি তাঁরই ওপর ভরসা করি।
➡️ সকাল ও সন্ধ্যায় ৭ বার পাঠ করলে আল্লাহ যথেষ্ট হয়ে যান।
৯. সালাতুল্লাহ আলা মুহাম্মাদ ﷺ
(اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ)
অর্থ: হে আল্লাহ! মুহাম্মদ ﷺ-এর প্রতি রহমত বর্ষণ করুন।
➡️ দুরুদ শরিফ বেশি বেশি পড়লে দোয়া কবুল হয়।