01/02/2024
তুমি না হারিয়ে গেছো?
চলে গেছো আমার থেকে দূর দূর বহুদূরে!
তাহলে তুমি কেন এখনো আমার হৃদয় জুড়ে আছো?
কেনো তুমি আমার চোখের সামনে মগজে মস্তিষ্কের ভিতর রয়ে গেছো?
তুমি একটু দূরত্ব বাড়িয়ে দিয়েছো ঠিক'ই। তবে,তোমাকে আমার মন থেকে দূরে রাখতে পারো নি আজও! আচ্ছা বলো তো,এ কেমন ছেড়ে যাওয়া?
কেন তোমার অস্তিত্ব থেকে যাবে আমার কাছে?
তুমি হারিয়ে যাও নাই,তুমি কেবল তোমার অবস্থায় আছো বেশ ভালো'ই! শুধু ফোনে কল আসা বন্ধ হয়ে গেলো,বন্ধ হয়ে গেলো আমাদের দেখা।
বন্ধ হয়ে গেলো আমার স্বপ্ন দেখা তোমাকে নিয়ে।
আচ্ছা, এই যে তুমি চলে গেলে; তোমার স্মৃতি গুলো নিয়ে গেলে না কেন?
আমি তো তোমাকে চাইছি আমার করে,স্মৃতি চাইনি। তবে কেন স্মৃতি রেখে গেলে,তুমি আমার হওনি?
তুমি চলে গেছো ঠিক'ই; তবে আমার ভিতর ভাগে থেকো গেছো।
যেমন করে থেকে যায়,কবরের লাশ পঁচে যাওয়ার পর হাড় গুলো!
লেখা; আসিফ হুসাইন/ ক্ষু্দ্র লেখক