Oxygen

Oxygen digital creator

এটা ছাড়া কোন উপায় নাই...…..৯৯ জন মানুষ লাগবে!যারা তিন তারিখ কফিন মার্চে কাফনের কাপড় পরে জুলাই সনদের জন্য রাজপথে নামবে, জ...
29/07/2025

এটা ছাড়া কোন উপায় নাই...…..

৯৯ জন মানুষ লাগবে!
যারা তিন তারিখ কফিন মার্চে কাফনের কাপড় পরে জুলাই সনদের জন্য রাজপথে নামবে, জান থাকতে যারা জুলাই সনদ ছাড়া ঘরে ফিরবে না।

এক নাম্বারে আমার নাম লেখালাম, আর ৯৯ জন যোদ্ধা লাগবে, বাংলাদেশ বাঁচানোর এই লড়াইয়ে যারা শামিল হতে চান তারা কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করেন, জান দিবো কিন্তু জুলাই দিবো না!

ওসমান হাদি, আহ্বায়ক ইনকিলাব মঞ্চ

29/07/2025

আপনারা কি আবার জুলাইয়ের পূর্বের রূপে ফেরার চেষ্টা করছেন? অভ্যুত্থানের আগে ডিবিসির ভূমিকা কিন্তু আমরা ভুলি নাই।

যে কোন প্রোগ্রামের জন্য অফিসিয়াল ওয়েতে প্রপোজাল লেটার দিয়ে স্পন্সর চাওয়া আর টাকা দাবি করা কি এক জিনিস?

ফাতরামি করেন কেন?

Md Sarjis Alam

29/07/2025

একটা দল দেশের কোন পরিবর্তন চায় না
তারাও চায় আওয়ামী লীগের মতো লুটেপুটে দেশটা শেষ করতে

19/07/2025

এই দৃশ্য নেয়ার মতো না।

ভিআইপি লাউঞ্জে স্টেজের একেবারে সামনেই ছিলাম।

স্টেজ থেকে যখন আমীর ঢলে পড়ে যান, তখন উপস্থিত লক্ষ জনতা মূহুর্তেই কিংকর্তব্যবিমূঢ়।

ঘটনার আকস্মিকতায় সবার চোখে মুখ লাল। লক্ষ লক্ষ উল্লসিত জনতা এক মূহুর্তেই নিস্তব্ধ। চোখের পানি বেয়ে পড়ছে সবার। চারিদিকে কান্নার রোল।

নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করলাম। কিন্তু ভিতরের জোয়ার আর কতক্ষণ আটকে রাখা যায়।

হাউমাউ করে কান্না আসলো। এমন ফুপিয়ে ফুপিয়ে লাস্ট কবে কেঁদেছি মনে নেই।

আমীর উঠে দাঁড়ালেন, বক্তব্য কন্টিনিউ করলেন। দ্বিতীয়বারের মতো আবারো ঢলে পড়লেন স্টেজে। পুরো উপস্থিত জনসমুদ্র এতিমের মতো হয়ে গেলো।

কারো মুখে মুখে কোনো রা নেই।জামায়াত শিবিরের নেতাকর্মীদের এতো অসহায় মুখ আমি ফ্যাসিবাদের সময়েও দেখি নি।

আমীর এবার বসে বসে বক্তব্য দিতে লাগলেন। সবাইকে উজ্জীবিত করার চেষ্টা করলেন।কিন্তু নেতাকর্মীরা তো আমীরের শরীরের অবস্থা বুঝে গেছে। এতো এতো নেতা কর্মীদের ছেড়ে তিনি যেতে চাচ্ছিলেন না।

কিন্তু পারেসোনাল সিকিউরিটি,ডাক্তার এবং কেন্দ্রীয় নেতারা তাকে আর থাকতে দিচ্ছিলেন না।

তিনবার স্টেজে ঢলে পড়ে যাওয়ার পরও তিনি মাইক ছাড়ছিলেন না। জীবনে মানসিকভাবে অনেক শক্ত মানুষ দেখেছি। কিন্তু আমীর আমাদের কে শক্ত মানসিকতার নতুন সংজ্ঞা শিখিয়ে দিয়ে গেছেন।

সবশেষে তিনি অ্যাম্বুলেন্সে করে হসপিটালের উদ্দেশ্যে লক্ষ জনতার মঞ্চ ছাড়লেন।

হে আল্লাহ তুমি এদেশের মাটি ও মানুষের এই নেতাকে আমাদের মাঝে সুস্থভাবে ফিরিয়ে দাও।

Hasnat Irfan

18/07/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে- ইনশাআল্লাহ

17/07/2025

দিল্লি গেছে সৈরাচার
পিন্ডি যাবে রাজাকার

এই স্লোগানের পরিনাম বিএনপির জন্য খুব খারাপ হবে

15/07/2025

ছোটবেলায় ভাবতাম রাজাকার মানে দেশদ্রোহী!

হাসিনার আমলে মনে হলো রাজাকার মানে জামাত-শিবির বা বিরোধী দল!

আর এখন মনে হচ্ছে রাজাকার মানে প্রতিবাদী!

15/07/2025

নতুন স্লোগান

১) আমরা নই রাজাকার
তোরা নতুন স্বৈরাচার।

২) তুলতে হবে আওয়াজ
রুখতে হবে চাঁদাবাজ।

৩) সব হুজুরদের বলো খারাপ
জানাজা পড়াবে কোন বাপ।

14/07/2025

পটুয়াখালীতে এনসিপির জুলাই পদযাত্রা...

চান্দা আনলে পুরস্কারধরা পড়লে বহিস্কার।
13/07/2025

চান্দা আনলে পুরস্কার
ধরা পড়লে বহিস্কার।

তাদের মধ্যে পার্থক্য কোথায়?
12/07/2025

তাদের মধ্যে পার্থক্য কোথায়?

অবশেষে ৩২ দফা প্রকাশ করল নেতাজি
11/07/2025

অবশেষে ৩২ দফা প্রকাশ করল নেতাজি

Address

Muslimpara, Patuakhali Pourasova, Patuakhali
Patuakhali
8600

Telephone

+8801972991054

Website

Alerts

Be the first to know and let us send you an email when Oxygen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Oxygen:

Share