ব্লগার রাসেল ভাই

ব্লগার রাসেল ভাই বিসমিল্লাহির রহমানের রাহিম।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সঃ)
সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার।
আল্লাহ চাইলে একদিন ভালো কিছু হবে ইনশাআল্লাহ।
(231)

02/10/2025

দৈনিক কাঁচা রসুন খেলে
**হজম শক্তি বাড়বে**রক্তের খারাপ কোলেস্টেরল কমবে**হার্টের ঝুঁকি কমবে**ওজন কমবে**স্মৃতিশক্তি বাড়বে**রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়বে।

01/10/2025

উচিৎ কথা কজনেরই ভালো লাগে, চরিত্রের সাথে মিলে গেলে চিনির স্বাদ ও লবনের মতো লাগে...

30/09/2025

আবির 5 নিয়ে আমি যখন বিপদে, দেখুন শেষ পর্যন্ত কি হলো আমার সাথে

30/09/2025

বাংলাদেশ এমন একটা দেশ! যে দেশের সকল দেশ প্রেমিকরা থাকে বিদেশে! আমেরিকা, ভারত, লন্ডন। 😄

30/09/2025

মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে আপনার কাছের একজন, মেসেজ দিয়ে বললেন--
খুবই সমস্যা আছি । সামান্য কিছু টাকার দরকার । টাকার সংখ্যাটা ২ হাজার , ৪ হাজার ,৫ হাজার হতে পারে ।
যিনি মেসেজটা দিয়েছেন ,,,সেই ব্যক্তিটা তিনি নাও হতে পারেন ।
হুট করে টাকা পাঠাবেন না । যাচাই বাছাই করেই পাঠাবেন । প্রতারিত হতে পারেন ।
**সবার জন্য শুভকামনা সব সময়**

বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালবাসাও অসহায় হয়ে পড়ে।
29/09/2025

বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালবাসাও অসহায় হয়ে পড়ে।

29/09/2025

নিঃসন্দেহে যাকে আপনার জন্য সৃষ্টি করা হয়েছে! সে পুরো পৃথিবীর ঘুরে হলেও আপনার কাছেই আসবে।❤️🌸

দেশের ক্রিকেট যেখানে খুশি, যেভাবে ইচ্ছা রসাতলে যাক, পিও ভাইয়ের লাগবে বিসিবির চেয়ার 😀
28/09/2025

দেশের ক্রিকেট যেখানে খুশি, যেভাবে ইচ্ছা রসাতলে যাক, পিও ভাইয়ের লাগবে বিসিবির চেয়ার 😀

27/09/2025

সবজি ওজন করার সময় যদি মাপার কাঁটায় একটি মাছি বসে, তাহলে ওজনে তেমন পার্থক্য হয় না।

কিন্তু সেই একই মাছি যদি স্বর্ণ ওজন করার সময় মাপার কাঁটায় বসে, তাহলে তার ওজনে দশ-বিশ হাজার টাকার পার্থক্য করে দিতে পারে।

এখানে ওজন বড় কথা নয়, আপনি কোন যায়গায় অবস্থান করছেন—সেটাই আসল গুরুত্বপূর্ণ বিষয়।

তাই চেষ্টা করুন ভালো মানুষদের সংস্পর্শে থাকতে। নিজেকে উত্তম পরিবেশে রাখুন এবং নিজের সম্মান ও মর্যাদা বজায় রাখুন।

তারে আমি জিগাইলাম- তুমি কি চাও, সে আমারে কইলো, আমার থেকে মুক্তি চায়!আমি তারে ৭ বছর আগে মুক্তি দিলাম আজ সে মুক্ত বাতাসে এ...
26/09/2025

তারে আমি জিগাইলাম- তুমি কি চাও,
সে আমারে কইলো, আমার থেকে মুক্তি চায়!
আমি তারে ৭ বছর আগে মুক্তি দিলাম আজ সে মুক্ত বাতাসে এই ডালে ২ দিন ঔই ডালে ২ দিন স্থায়ি কোনো ডাল হয় না পাখির।

25/09/2025

যত বড় পিরিতের মানুষ হোক না কেনো ,,,,, ব্যক্তিগত কোনো কথা শেয়ার করো না ,,,,, কারণ কেও কেও গোপনে শুনে ওপেনে বলে ,,,,,,, এটাই বাস্তব

24/09/2025

নতুন সকাল মানেই নতুন সম্ভাবনা, নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গিকার।সূর্যের প্রথম আলো যেমন নতুন দিনকে স্বাগত জানায়,তেমনি আমরাও আজকের দিনটিকে ভালো কিছু করার প্রতিশ্রুতি দেই।জীবনের প্রতিটা সকাল হোক আশাবাদে ভরা, হৃদয়ে থাকুক শান্তি আর মনে থাকুক আনন্দের ছোঁয়া। সকল দু:খ, ক্লান্তি ব্যর্থতা পিছনে ফেলে আজকের দিনটা শুরু হোক সফলতা ও সুখের পথে এক নতুন শুরু।........................ শুভ সকাল😄নতুন সকাল মানেই নতুন সম্ভাবনা, নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গিকার।সূর্যের প্রথম আলো যেমন নতুন দিনকে স্বাগত জানায়,তেমনি আমরাও আজকের দিনটিকে ভালো কিছু করার প্রতিশ্রুতি দেই।জীবনের প্রতিটা সকাল হোক আশাবাদে ভরা, হৃদয়ে থাকুক শান্তি আর মনে থাকুক আনন্দের ছোঁয়া। সকল দু:খ, ক্লান্তি ব্যর্থতা পিছনে ফেলে আজকের দিনটা শুরু হোক সফলতা ও সুখের পথে এক নতুন শুরু।..............

Address

Patuakhali

Alerts

Be the first to know and let us send you an email when ব্লগার রাসেল ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share