জয়গুরু সেবা সংঘ

জয়গুরু সেবা সংঘ প্রচারেঃ জয়গুরু সেবা সংঘের সকল ভক্তবৃন্দ JoyguruSevaSangh

31/07/2025
19/07/2025

আমি জয় গুরু সেবা সংঘের কোষাধক্ষ্য শ্রী সুদর্শন চন্দ্র শীল আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি। আগামী ০৯ শ্রাবন(২৬ জুলাই ২০২৫) রোজ শনিবার। আমার বাবার শ্রাদ্ধ অনুষ্ঠানে জয়গুরু সেবা সংঘের সকল ভক্তবৃন্দর নিমন্ত্রণ রইলো। আপনারা সপরিবারে আমন্ত্রিত। সকলের উপস্থিতি কামনা করছি।
যোগাযোগ
+8801825058265

কেউ অবহেলা করে এড়িয়ে যাবেন না🙏5-দিনের অনন্য কর্ণাটক গ্রীষ্মকালীন সফরের যাত্রাপথদিন 1: ব্যাঙ্গালোরে আগমন এবং কুর্গে স্থ...
06/07/2025

কেউ অবহেলা করে এড়িয়ে যাবেন না🙏
5-দিনের অনন্য কর্ণাটক গ্রীষ্মকালীন সফরের যাত্রাপথ
দিন 1: ব্যাঙ্গালোরে আগমন এবং কুর্গে স্থানান্তর
সকাল: ব্যাঙ্গালোরে পৌঁছান, তারপর কুর্গে যান (প্রায় 6 ঘন্টা)।
বিকেল:
অ্যাবে জলপ্রপাত: কফির বাগানে ঘেরা এই সুন্দর জলপ্রপাতটি ঘুরে দেখুন।
রাজার আসন: আশেপাশের পাহাড় এবং উপত্যকার অত্যাশ্চর্য দৃশ্য সহ এই বাগানটি দেখুন।
সন্ধ্যা:
মাদিকেরি ফোর্ট: এই ঐতিহাসিক দুর্গটি অন্বেষণ করুন, যেখানে কুর্গের ইতিহাস প্রদর্শনের একটি যাদুঘরও রয়েছে।
রাতের খাবার: পান্ডি কারি এবং বাঁশের শুটের তরকারির মতো খাবারের সাথে একটি ঐতিহ্যবাহী কুর্গি খাবার উপভোগ করুন।
দিন 2: কুর্গ থেকে চিকমাগালুর
সকাল:
দুবারে এলিফ্যান্ট ক্যাম্প: সকালটা হাতির সাথে আলাপচারিতায় কাটান এবং কোরাকল রাইড উপভোগ করুন।
বিকাল: চিকমাগালুর (প্রায় 3-4 ঘন্টা) ড্রাইভ করুন।
সন্ধ্যা:
মুল্লায়ানাগিরি: সময় অনুমতি দিলে, অত্যাশ্চর্য দৃশ্য এবং শীতল বাতাসের জন্য কর্ণাটকের সর্বোচ্চ শৃঙ্গ মুল্লায়ানাগিরি পরিদর্শন করুন।
রাতের খাবার: একটি স্থানীয় রেস্তোরাঁয় খাবার উপভোগ করুন, মালনাদের খাবারের স্বাদ নিন।
দিন 3: চিকমাগালুর অন্বেষণ
সকাল:
কফি প্ল্যান্টেশন ট্যুর: একটি কফি এস্টেটের একটি নির্দেশিত সফর নিন এবং কফি তৈরির প্রক্রিয়া সম্পর্কে জানুন।
হেব্বি জলপ্রপাত: হেব্বি জলপ্রপাত থেকে ট্রেক করুন, কফি বাগানের মাঝে অবস্থিত একটি সুন্দর জলপ্রপাত।
বিকেল:
বাবা বুদাঙ্গিরি: গুহা এবং সুফি সাধক বাবা বুদানের মাজারের জন্য পরিচিত এই পর্বতশ্রেণীতে যান।
সন্ধ্যা:
হিরেকোলালে হ্রদ: এই মনোরম লেকের পাশে একটি শান্তিপূর্ণ সন্ধ্যা উপভোগ করুন।
রাতের খাবার: কাছাকাছি একটি রেস্তোরাঁয় স্থানীয় মালনাদের সুস্বাদু খাবারের স্বাদ নিন।
দিন 4: চিকমাগালুর থেকে হাম্পি
সকাল: হাম্পির জন্য তাড়াতাড়ি প্রস্থান (প্রায় 6-7 ঘন্টা)।
বিকেল:
বিজয়া বিট্টলা মন্দির: পাথরের রথ এবং বাদ্যযন্ত্রের স্তম্ভের জন্য পরিচিত এই আইকনিক মন্দিরটি দিয়ে হাম্পি অন্বেষণ শুরু করুন।
বিরুপাক্ষ মন্দির: ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত এই প্রাচীন মন্দিরটি দেখুন, হাম্পির একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক।
সন্ধ্যা:
হেমাকুটা পাহাড়: হাম্পির ধ্বংসাবশেষের উপর একটি শ্বাসরুদ্ধকর সূর্যাস্ত উপভোগ করতে হেমাকুটা পাহাড়ে চড়ুন।
রাতের খাবার: একটি স্থানীয় রেস্তোরাঁয় ভোজন করুন, উত্তর কর্ণাটকের ঐতিহ্যবা

25/06/2025

জয়গুরু সেবা সংঘের কোষাদক্ষ্য বাবু সুদর্শন শীলের বাবা বিমল চন্দ্রশীল মোঙ্গলবার (২৪-০৬-২৫) ৮:৪৫ মিনিটের সময় পরোলোক গমন করেন,,
🙏ঔঁ দিব্যানঃ লোকান্ স্বঃ গচ্ছতু,,🙏

🌹🌹🌹🌹🙏তুলসীর চয়ণ মন্ত্র🙏🌹🌹🌹🌹নমঃ তুলস্যমৃতনামাসি সদা ত্বং কেশব প্রিয়ে।কেশবর্থে চিনোমি ত্বাং বরদা ভব শোভনে৷৷ পূর্ণিমা অমাবস...
15/04/2025

🌹🌹🌹🌹🙏তুলসীর চয়ণ মন্ত্র🙏🌹🌹🌹🌹

নমঃ তুলস্যমৃতনামাসি সদা ত্বং কেশব প্রিয়ে।
কেশবর্থে চিনোমি ত্বাং বরদা ভব শোভনে৷৷
পূর্ণিমা অমাবস্যা এবং দ্বাদশী তিথিতে চয়ণ নিষিদ্ধ।

🌺🌺🌺🙏তুলসীর প্রদক্ষিণ মন্ত্র🙏🌺🌺🌺

যানি কানি চ পাপানি ব্রহ্মাহত্যাদি কানি চঃ।
তানি তানি প্রণসান্তি প্রদক্ষিণ পদে পদে।

🙏🙏🙏🙏তুলসীতে জলদান মন্ত্র🙏🙏🙏ওঁ নমো গোবিন্দ বল্লাভাং দেবীং ভক্ত চৌতন্যকারিনীম্স্নাপয়ামি জগদ্বাত্রীং বিষ্ণুভক্তি প্রদায়িনিম...
12/04/2025

🙏🙏🙏🙏তুলসীতে জলদান মন্ত্র🙏🙏🙏

ওঁ নমো গোবিন্দ বল্লাভাং দেবীং ভক্ত চৌতন্যকারিনীম্
স্নাপয়ামি জগদ্বাত্রীং বিষ্ণুভক্তি প্রদায়িনিম্।

🙏🙏🙏🙏তুলসীর প্রণাম মন্ত্র🙏🙏🙏🙏
ওঁ নমোঃ বৃন্দায়ৈ তুলসীদেব্যৈ প্রিয়ায়ৈ কেশবস্য চঃ
কৃষ্ণভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ।

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🙏🙏🙏🙏🙏সূর্যের প্রণাম🙏🙏🙏🙏🙏ওঁ নমো জবাকুসুমসঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম্ধ্বান্তারিং সর্বপাপঘ্নং প্রণতোহস্মি দিবাকরম্॥🙏🙏🙏🙏🙏স্...
09/04/2025

🙏🙏🙏🙏🙏সূর্যের প্রণাম🙏🙏🙏🙏🙏

ওঁ নমো জবাকুসুমসঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম্
ধ্বান্তারিং সর্বপাপঘ্নং প্রণতোহস্মি দিবাকরম্॥

🙏🙏🙏🙏🙏স্নান মন্ত্র🙏🙏🙏🙏🙏

নমঃ কুরুক্ষেত্রেং গয়া গঙ্গাঁ প্রভাস পুস্করানি চ
তীর্থান্যেতানি পূন্যানি স্নানকালে ভবন্তিহ৷৷

🙏🙏🙏🙏🙏🙏প্রভাত কীর্তন🙏🙏🙏🙏🙏🙏🙏ভোর হইল নিশি জাগোরে নগরবাসী,জাগিয়ে লও কৃষ্ণ নাম।প্রভাত সমীরে যাবে, কত ঘুম ঘুমিয়ে রবে,দেখ আসি ন...
05/04/2025

🙏🙏🙏🙏🙏🙏প্রভাত কীর্তন🙏🙏🙏🙏🙏🙏🙏

ভোর হইল নিশি জাগোরে নগরবাসী,
জাগিয়ে লও কৃষ্ণ নাম।
প্রভাত সমীরে যাবে, কত ঘুম ঘুমিয়ে রবে,
দেখ আসি নিশি অবসান।
প্রভাত সময়কালে শচীর আঙ্গিণা মাঝে
গৌরচাঁদ নাচিয়া বেড়ায়
গৌর এল প্রেম দাতা জাগো গো শচীমাতা
ঘরে ঘরে হরিনাম বিলায়রে।
ব্রজের নন্দন হরি, নদীয়াতে গৌরহরি।
সোনার অঙ্গ ধুলাতে লুটায়রে
রাতুল চরনে সোনার নুপুর
রুনু ঝুনু রুনু ঝুনু বাজে৷৷

গুরু পরম্পরার ধারা দীক্ষা প্রণালী১। শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু২। শ্রী লোকনাথ গোস্বামী৩। শ্রী নরোত্তম গোস্বামী৪। শ্রী কৃষ্ণ...
04/04/2025

গুরু পরম্পরার ধারা দীক্ষা প্রণালী

১। শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু
২। শ্রী লোকনাথ গোস্বামী
৩। শ্রী নরোত্তম গোস্বামী
৪। শ্রী কৃষ্ণকান্ত গোস্বামী
৫। শ্রী গঙ্গা নারায়ণ গোস্বামী
৬। শ্রী লুচুমনি গোস্বামী
৭। শ্রী চন্দ নারায়ণ গোস্বামী
৮। শ্রী জগন্নাথ গোস্বামী
৯। শ্রী রাধামোহন গোস্বামী
১০। শ্রী জ্যোতিমণি গোস্বামী
১১। শ্রী শিব সুন্দরী গোস্বামী
১২। শ্রী নীল কমল গোস্বামী
১৩। শ্রী বিধুমুখী গোস্বামী
১৪। শ্রী শিবানন্দ গোস্বামী
১৫। শ্রী এলোকেশী গোস্বামী
১৬। শ্রী যতীন্দ্র লাল গোস্বামী
১৭। শ্রী মনোরঞ্জন গোস্বামী
১৮। শ্রী দিলীপ গোস্বামী
১৯। শ্রী দীপংকর গোস্বামী

পটুয়াখালী জেলার অন্তর্গত গলাচিপা থানার অধীনস্থ হোগলবুনিয়া গ্রামের বাংলা ১৩৮৬ সালের ১২ পৌষ সোমবার এক শুভ তিথিতে পিতা শ্রী...
02/04/2025

পটুয়াখালী জেলার অন্তর্গত গলাচিপা থানার অধীনস্থ হোগলবুনিয়া গ্রামের বাংলা ১৩৮৬ সালের ১২ পৌষ সোমবার এক শুভ তিথিতে পিতা শ্রীপাদ দিলীপ গোস্বামী মাতা শ্রীমতি বৃন্দাদাসী গোস্বামী'র ঘরে জন্মগ্রহণ করেন জ্যেষ্ঠ পুত্র শ্রী দীপংকর গোস্বামী।

বলাবাহুল্য যে পিতামহ শ্রীপাদ মনোরঞ্জন গোস্বামী ছিলেন অতি ধর্মপ্রাণ এবং মহৎ ও মহাযোগী। বংশ পরম্পরার ধারায় তিনি পিতামহ ও পিতার মতোই সাধক ও যোগী হয়ে উঠেন। মাত্র ৭ বছর বয়স থেকেই তিনি শ্রীভগবান বিশ্বাসী। শ্রীমদ্ভবগবদ্‌ গীতা পাঠ ও ধর্মতত্ত্ব ধর্মীয় শাস্ত্রাদি পাঠ ও ধর্মীয় বিষয়ে তিনি সকল ভক্তদের কাছে অতিব প্রিয় হয়ে ওঠেন। তাই এই গুরুসেবা গ্রন্থখানি নিবেদন করছি

সকলকে অনুরোধ করছি গুরুদেবের পরিচয়টা সবাইকে শেয়ার করে দিন।
জয়গুরু সেবা সংঘের নিজস্ব পেইজ। সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে রাখবেন।

24/03/2025

জয়গুরু সেবা সংঘের গুরুদেবের ভক্ত।
বাবু সংকর রায় কীর্তন আলোচনা সভায় খুব সুন্দর আলোচনা করছেন। জয়গুরু সেবা সংঘের ভক্তবৃন্দ সবাই বেশি বেশি শেয়ার করুন।

Address

Patuakhali

Website

Alerts

Be the first to know and let us send you an email when জয়গুরু সেবা সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share