Faysal ICT Academy

Faysal ICT Academy প্রযুক্তির ছোয়া এখন বরিশালের ভাষায় Welcome to my official page. We provide all digital services. We will try our best to answer. Inshallah! Learning Topic:
1.

You can call or message us for information and technology-related services. Computer education through short video content.
2. Learning computer with fun in the Bengali language. Mobile:-
01718-464570 (Details)
01618-464570 (WhatsApp Message)

MD. UMAR FAYSAL
Diploma in Computer Technology
Industrial training on CCNA
Professional Trainer & Graphics Designer
I have extensive experience in Computer Operation and Maintenance since 2010. More than 12 years of professional training experience

Reality 👍
31/05/2025

Reality 👍

ARGENTINA-4BRAZIL-1FULL TIME2026 WC QUALIFIERS
26/03/2025

ARGENTINA-4
BRAZIL-1

FULL TIME
2026 WC QUALIFIERS

লাইফ সার্পোটে আছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল ভাই
24/03/2025

লাইফ সার্পোটে আছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল ভাই

Happy New Year 2025
01/01/2025

Happy New Year 2025

Congrats ❤️‍🔥👊
30/10/2024

Congrats ❤️‍🔥👊

পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তিপরীক্ষার নামঃ 360 ঘন্টা বেসিক ট্রেড কোর্সসেশনঃ জানুয়ারী-জুন, 2024পরীক্ষার তারিখঃ 27 ও 28 সেপ্...
26/09/2024

পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি
পরীক্ষার নামঃ 360 ঘন্টা বেসিক ট্রেড কোর্স

সেশনঃ জানুয়ারী-জুন, 2024
পরীক্ষার তারিখঃ 27 ও 28 সেপ্টেম্বর, 2024

কেন্দ্রঃ গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়
গলাচিপা সদর, পটুয়াখালী

https://joinnavy.navy.mil.bd/BeASailorবাংলাদেশ নৌ বাহিনী (নাবিক ও এমওডিসি)নাবিকঃ 17 হতে 20 বছর ৎএমওডিসিঃ 17 হতে 22 বছরযো...
16/09/2024

https://joinnavy.navy.mil.bd/BeASailor
বাংলাদেশ নৌ বাহিনী (নাবিক ও এমওডিসি)

নাবিকঃ 17 হতে 20 বছর ৎ
এমওডিসিঃ 17 হতে 22 বছর

যোগ্যতাঃ
এসএসসি 3.50 বিজ্ঞান বিভাগ
এসএসসি 3.00 সমনান বিভাগ
৮ম শ্রেণি (টোপাস পদের জন্য)

বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত

চোখের দৃষ্টিঃ 6/6
উচ্চতাঃ 5’- 4’’ হতে 5’- 8’’

আবেদনের সময়সীমাঃ 1
5 সেপ্টেম্বর হতে 15 অক্টোবর, 2024

বিস্তারিতঃ
01716-829559

সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহা মানব জনাব হয়রত মুহাম্মাদ (সঃ) এর শুভ জন্মদিন। আরবী বছরের তৃতীয় মাস ‘রবিউল আউয়াল’ এ মাস খুবই ফজ...
16/09/2024

সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহা মানব জনাব হয়রত মুহাম্মাদ (সঃ) এর শুভ জন্মদিন।

আরবী বছরের তৃতীয় মাস ‘রবিউল আউয়াল’ এ মাস খুবই ফজিলত ও বরকতের মাস। অধিকাংশ আলেমগণের মতে রমযানের পরই রবিউল আউয়ালের মর্যাদা। রমযান মাসের মর্যাদা অধিক হওয়ার কারণ এ মাসে কুরআন নাযিল হয়েছে। আর রবিউল আউয়াল মাসের মর্যাদা অধিক হওয়ার কারণ, এ মাসে নবী করিম (সা.) পবিত্র মক্কা শরীফে ভূমিষ্ঠ হয়েছেন এবং এ মাসেই মদীনা শরীফে নবী করিম (সা.) ইন্তেকাল করেছেন। সকল প্রশংসা আল্লাহর জন্য। যিনি ছাড়া আর কোনো ইলাহ্ নেই।নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশে অসংখ্য দরূদ, যার পরে আর কোনো নবী নেই।

রাহমাতুললিল আলামিন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) এমন একটি প্রিয় নাম যা প্রত্যেক মুসলিম তার অন্তরে মহব্বতের সঙ্গে স্মরণ করে থাকে।আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ‘হে রাসুল আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমাকে অনুসরণ করো, যাতে আল্লাহ ও তোমাদিগকে ভালোবাসেন এবং তোমাদিগকে তোমাদের পাপ মার্জনা করে দেন। আর আল্লাহ হলেন ক্ষমাশীল, দয়ালু।’ (সুরা আল-ইমরান : ৩১)। আর মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালবাসা ও তাঁর প্রদর্শিত পথ অনুযায়ী জীবন-যাপন করা ঈমানের অংশ। এ প্রসঙ্গে ইমাম বুখারী (রহ.) তার কিতাবে স্বতন্ত্র একটি শিরোনাম এনেছেন, যার অর্থ ‘নবী করিম (সা.) এর ভালবাসা ঈমানের অঙ্গ’। বিশিষ্ট সাহাবী আনাস (রা.) ও আবূহুরায়রা (রা.) থেকে বর্ণিত: ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তার শপথ! যার হাতে আমার প্রাণ, তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ আমি তার নিকট নিজ পিতা-মাতা, সন্তান-সন্ততি ও সকল মানুষ হতে প্রিয় না হবো’। (বুখারী শরীফ : ১৫)।

আর আমলের দিক দিয়ে কারো মধ্যে যত কমতিই থাকুক, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত তার অন্তরে ততই গভীর। এ মহব্বতের কোন তুলনা নেই। মুমিনের দিলে যে কারণে আল্লাহতাআলার মহব্বত গভীর, সে কারণেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত গভীর হওয়া স্বাভাবিক। আল্লাহপাক বলেন, ‘যারা ঈমানদার তাদের মহব্বত গভীর হওয়া স্বাভাবিক’ (সূরা বাকারা : ১৬৫)। আল্লাহপাক আবার বলেন, ‘হে রাসুল! আপনি বলে দিন যে যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাক, তা হলে আমার অনুকরণ করো, তা হলে আল্লাহই তোমাদের ভালোবাসবেন। এ দু’টি আয়াত থেকে বোঝা গেল যে মুমিন আল্লাহকেই বেশি ভালোবাসেন এবং এ ভালোবাসা প্রকাশের একমাত্র পথ হলো রাসুলের অনুসরণ, অনুকরণ ও আনুগত্য।

কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ছাড়া কি তাঁর আনুগত্য সম্ভব? তাই আল্লাহকে ভালোবাসার স্বাভাবিক পরিণতিই হলো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা কি পরিমাণ থাকা উচিত সে কথা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন- ‘তোমাদের কেউ সত্যিকারের মু’মিন হবে না, যে পর্যন্ত আমি তার নিকট তার পিতা, পুত্র ও সকল মানুষের চেয়ে বেশি প্রিয় বলে গণ্য না হবো।’ আল্লাহপাক পিতা-মাতা, স্ত্রী-পুত্র, ভাই-বোন আত্মীয়স্বজনকে ভালোবাসা কর্তব্য বলে জানিয়েছেন। কিন্তু কারো প্রতি ভালোবাসা যেন রাসূলের চেয়ে বেশি না হয়, বরং সবার চাইতে যেন রাসূলের প্রতি ভালোবাসা অধিকতর গভীর ও তীব্র হয়, সে কথাই এ হাদিসে বলা হয়েছে।

বর্তমানে ৭নং বগা ইউনিয়ন পরিষদ; কার্যালয়ে যারা প্রশাসনিক দায়িত্ব পালন করছেন। প্যানেল চেয়ারম্যান হিসাবে আছেনজনাব মোঃ জামাল...
14/09/2024

বর্তমানে ৭নং বগা ইউনিয়ন পরিষদ; কার্যালয়ে যারা প্রশাসনিক দায়িত্ব পালন করছেন।

প্যানেল চেয়ারম্যান হিসাবে আছেন
জনাব মোঃ জামাল হাওলাদার

http://app11.nu.edu.bd2023-24 শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি সংক্র...
12/09/2024

http://app11.nu.edu.bd

2023-24 শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি।

আবেদন করতে ডকুমেন্ট লাগবেঃ-
১। আবেদনকারী সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি।
২। এসএসসি ও এইচএসসি পাসের সনদপত্র/প্রবেশ পত্র।
৩। ভেরিফাইড মোবাইল নম্বর।

বিস্তারিতঃ-
জেটাবাইট কম্পিউটার
01716-829559 (অনলি ম্যাসেজ)
01718-464570 (আলাপন)

https://joinborderguard.bgb.gov.bdনিয়োগ বিজ্ঞপ্তি-2024বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)পদের নামঃ সিপাহী (জিডি)আবেদনের শুরুর...
11/09/2024

https://joinborderguard.bgb.gov.bd

নিয়োগ বিজ্ঞপ্তি-2024
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
পদের নামঃ সিপাহী (জিডি)

আবেদনের শুরুর তারিখঃ 10/09/2024
আবেদনের শেষ তারিখঃ 19/09/2024

আবেদনের যোগ্যতাঃ-
এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০

বয়সঃ-
২৬/০১/২০২৫ তারিখে বয়স ১৮ হতে ২৩ বছরের মধ্যে।
(জন্ম তারিখ ২৭/০১/২০০২ হতে ২৬/০১/২০০৭ এর মধ্যে হতে হবে)।

বৈবাহিক অবস্থাঃ-
অবিবাহিত (বিবাহিত/তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নহে)

বিস্তারিতঃ-
01716-829559 (শুধুমাত্র মাসেজ)

Address

Boga Bandar
Patuakhali
8621

Alerts

Be the first to know and let us send you an email when Faysal ICT Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share