30/09/2023
#মাইক্রো_ক্রেডিটে চাকরি করা একটি স্বাভাবিক জীবনের মৃত্যু!☠️☠️
ভোরের আলো ফুটতেই শুরু হয় অফিসের অনির্ধারিত টাইমের ক্লান্তিহীন, অবিশ্রান্ত, নিয়মিত একটা বাস্তব ব্যস্ততার। যেই ব্যস্ততা টেনে নিয়ে যায় অন্য এক জগতে, অন্য এক ঝামেলায়, নতুন নতুন বাধায়।হরেক রকম মানুষের ভীড়ে বহুরুপী মানুষ গুলোর ঝামেলা মিটিয়ে ওটা বেশ কষ্ট সাধ্য।😣😣
মাঝে মাঝে ভেসে আসে কর্তা বাবুদের কথার নিদারুণ কিছু চোট, অমানবিক চাপ আর অপ্রয়োজনীয় প্রয়োজন,সিস্টেমের বাধা, কতৃপক্ষের বিষন্ন আচরণ।তাদের পদ পদবীর দাম্ভিকতায় অতিষ্ঠ, এ যেনো সে কালের জমিদার শাসন আমলের সামান্য এক প্রজা, আদেশের গোলাম, কয়েক পয়সার কেনা জীবন্ত পুতুল।😶😶
দুপুরের আকাশ ছিঁড়ে যখন রোদ নামে আবার প্রবল ঝড় বৃষ্টির কবলে পড়ে ,তখন গায়ে থাকা ভিজা পোশাক নিয়েই ফিরতে হয় কর্মস্থলে, ফিরতে হয় এক গাদা মাথা ভর্তি টেনশন নিয়ে বিকেলে যে আবার বেড়ুতে হবে বাবুদের আবদার পূরন হলো না যে।এক পাঁ এক পাঁ মুড়িয়ে বেলা শেষে লাঞ্চের উদ্দেশ্য যাত্রা, দুমুঠো ভাত গলা বেয়ে নামতে না নামতেই বেঁধে দেওয়া ঘড়ির সময়টা যেন শেষ। বড় বেকায়দায় গলায় ভাত নিয়ে ছুটতে হয় ওই দিকটায়,যেখানটায় হজম করতে হবে কটা দুর্বোধ্য বাক্যালাপ।😒😒
দু'টো ব্যক্তিগত কথা মোবাইল কল গতকাল ধরেই কল লিস্টে ওয়েট করছে। আজ নিয়ে ও প্রান্তে কয়েকটা কলের অপেক্ষা। অবকাশ কই, একটু নিরবতাই বা কই একটু শান্ত নিবির কথা বলার পরিবেশ ই বা কই? যাক, কালকে নাহয় কলটা ফিরাবো.....😔😔
কর্মস্থলে বিভিন্ন প্যারা নিয়ে দৌড়াতে দৌড়াতে দিনের আলো শেষ, লাইট এর আলোয় তাকিয়ে থাকতে থাকতে হিসেব কষে টেড় পাওয়া যায় না কখন বেঁজেছে ১০টা? কখন শেষ হবে কাজ, ফিরবো কখন.........😒😒
এদিকে আবার চাকুরির প্রমোশন নির্ভর করে বাবুদের তৈল্য বিদ্যার উপর । ও দিকে সিআর এর ভয় দেখিয়ে অসম্ভব কে সম্ভব করাতেও ব্যস্ত তারা। কর্তৃপক্ষের চাওয়া কখনোই পূর্ণ হয় না।😶😶
এভাবেই মরে যাচ্ছে স্বাভাবিক জীবন,
যদি হতাশার গল্প হয় হোক না,
সব গল্পকেই কি আশার হতে হয়?
নিভে যাচ্ছে প্রতিভার আলো।
হারিয়ে যাচ্ছে অনেকেই এই দুনিয়া থেকে🥲😓