08/07/2025
টানা অতি ভারী বর্ষণে পটুয়াখালী শহরের অধিকাংশ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। গতকাল রাত থেকে একটানা বৃষ্টির ফলে আজ মঙ্গলবার সকাল থেকে শহরের প্রধান প্রধান সড়ক ও আশপাশের এলাকাগুলো হাঁটুসমান পানিতে ডুবে যায়। এদিকে গত ২৪ ঘন্টায় ২১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বলে জানিয়েছে পটুয়াখালী আবহাওয়া অফিস।
শহরের নতুন বাজার, সদর রোড, চরপাড়া, জুবিলী সড়ক, মহিলা কলেজ,কালেক্টরেট স্কুল, কলেজ রোড, এসডিও রোড, পোস্ট অফিস সড়ক, ও পুরানবাজারসহ বিভিন্ন এলাকায় পানি ঢুকে পড়েছে বসতবাড়ি ও দোকানপাটে।