27/12/2025
পরীজান উপন্যাস পরে এইটুকু বুঝলাম শায়েরের মতো করে যদি প্রতিটা পুরুষ তার নারীকে ভালোবাস তো সম্মান করতো যত্ন করতো সব সময় পাশে থাকতো তাহলে নারীর কোনো কিছু প্রতি চাহিদা থাকতো না। এমন পুরুষের সাথে গাছের নিচেও থাকা সম্ভব বলে আমার মনে হয়।
উপন্যাসে যেখানে পরীর বাবা চাচারা তার মৃত্যুর জন্য কতো শত পরিকল্পনা করলো সবাই মিলে সেখানে শায়ের পরীকে সব থেকে বাঁচিয়ে কতো যত্ন করে লুকিয়ে রাখলো। উপন্যাসে সব না পাওয়ার মাঝে যেমন সোনালী পেলোনা রাখালকে বিন্দু পেলোনা সম্পান মাঝিকে রুপালি পেলো না সিরাজ কে এর মধ্যে পরী ও শায়ের পূর্ণতা পড়ে মুগ্ধ আমি।যদিও উপন্যাসের মতো বাস্তব জীবন হবে না তারপরও শায়েরর মতো জীবন সঙ্গী থাকলে কোনো মেয়েই অসুখী থাকতো না।