
04/06/2025
H-Index গবেষণা বিষয়ক র্যাংকিং-য়ে ১০ম স্থানে পবিপ্রবি!!!
২০২৫ সালের ৯ মার্চ পর্যন্ত, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়— বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণার গুণগত মান অনুযায়ী একটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। গত ৬ বছরের গবেষণা কার্যক্রমের উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়টি H-Index র্যাংকিংয়ে ১০ তম স্থানে এবং সামগ্রিকভাবে এখন পর্যন্ত প্রকাশিত গবেষণার জন্য ১০ তম স্থানে অবস্থান করছে।
H-Index কী?
H-Index হলো একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পরিমাপক, যা কোন গবেষক বা প্রতিষ্ঠানের প্রকাশিত গবেষণাপত্রের পরিমাণ এবং সেগুলোর প্রভাব (যেমন: কতবার উদ্ধৃত হয়েছে) একত্রে মূল্যায়ন করে। এটি গবেষণার মান ও প্রভাব বোঝাতে ব্যবহৃত হয়।