
07/02/2025
ভালো করে খোঁজ নিয়ে দেখেন
পপির মতো অনেক ছেলেমেয়ে এই বাংলাদেশে আছে।
টাকা থাকাকালীন বাবা- মা, ভাই বোন সবার চোখের মনি।
যখন টাকা থাকে না
তখন সবার আসল রূপ বের হয়,লাঞ্ছিত হতে হয়,
যাদের জন্য এতো কিছু করেছেন
তারাই ঘাড়ধাক্কা দেয়।
তাই সবাইকে বলব,অর্থ সম্পদ নিজের নামে করুন
কেননা আবেগ,বিশ্বাস, ভালোবাসা একটা সময় আপনাকে বৃষ্টির মতো কাঁদাবে
তখন ঘুরে দাঁড়ানো চ্যালেঞ্জিং হয়ে ওঠে।