16/05/2025
কত কথা মুখে এসেও গলায় আটকে যায়, কত হৃদয়ের আকুতি লিখেও ব্যাকস্পেসের চাপে মুছে যায়..... মনে হয় কাকে বলবো! কে ই বা আমার!
আমার অনুভূতি আমার ভালোবাসা যেখানে তুচ্ছ, আমার হৃদয় ভাঙা কান্নায় যাদের মুখের হাসি তাদের কাছে কতই বা আর আশা করবো!
একটা সময় ভাবতাম, কিভাবে মানুষ ভালোবাসার মানুষকে ঠকায়! কিভাবে মানুষ একই থালায় ভাত খেয়েও নিজের ভেতরে স্বার্থন্বেষীতা বহাল রাখে! কিভাবে বিশ্বাসঘাতকতা করে! মায়া কাটিয়ে বিন্দাস বেঁচে থাকে!
আসলে বেইমানের কোনো সংজ্ঞা হয়না, ধর্ম হয়না, জাত হয়না,মায়া হয়না, দয়া হয়না, কষ্ট হয়না,ব্যাথা হয়না। বেইমান শুধুমাত্র বেইমান ই হয়।