মায়া

মায়া 😭

28/09/2025
27/09/2025
01/09/2025

কোথাও একটা পোস্টবক্স নেই, অথচ বুকের ভেতর চিঠি জমে জমে মেঘের মিনার,
কোথাও একটা ঠিকানা নেই, অথচ নীল খাম জমে জমে ভেসে যায় বুকের কিনার।

আজ যতই ক্ষমা দিবস হোক, কিছু ক্ষত থাকে যেগুলো শুধু মনে করিয়ে দেয়—ক্ষমা হয়তো সবার প্রাপ্য না।কারণ সব ভুলকে মুছে ফেলা যায় ন...
01/09/2025

আজ যতই ক্ষমা দিবস হোক, কিছু ক্ষত থাকে যেগুলো শুধু মনে করিয়ে দেয়—
ক্ষমা হয়তো সবার প্রাপ্য না।
কারণ সব ভুলকে মুছে ফেলা যায় না,
কিছু ভুল শুধু শিক্ষা হয়ে বেঁচে থাকে। 😶

02/08/2025

কেন জানিনা আজ তোমার কথা ভীষণ মনে পরছে ,যেখানেই থাকো ভালো থাকো ,আগামী দিনগুলো সুন্দর হোক ,তোমার জন্য শুভকামনা থাকবে সারাজীবন 🌷

16/05/2025

কত কথা মুখে এসেও গলায় আটকে যায়, কত হৃদয়ের আকুতি লিখেও ব্যাকস্পেসের চাপে মুছে যায়..... মনে হয় কাকে বলবো! কে ই বা আমার!

আমার অনুভূতি আমার ভালোবাসা যেখানে তুচ্ছ, আমার হৃদয় ভাঙা কান্নায় যাদের মুখের হাসি তাদের কাছে কতই বা আর আশা করবো!

একটা সময় ভাবতাম, কিভাবে মানুষ ভালোবাসার মানুষকে ঠকায়! কিভাবে মানুষ একই থালায় ভাত খেয়েও নিজের ভেতরে স্বার্থন্বেষীতা বহাল রাখে! কিভাবে বিশ্বাসঘাতকতা করে! মায়া কাটিয়ে বিন্দাস বেঁচে থাকে!

আসলে বেইমানের কোনো সংজ্ঞা হয়না, ধর্ম হয়না, জাত হয়না,মায়া হয়না, দয়া হয়না, কষ্ট হয়না,ব্যাথা হয়না। বেইমান শুধুমাত্র বেইমান ই হয়।

আপাতত দূরে সরে এসেছি। প্রচুর মানুষের থেকে, প্রচুর অশান্তি থেকে! আপাতত কথা বলতে চাই না কারোর সাথে! আপাতত চাই না কেউ আমায় ...
04/05/2025

আপাতত দূরে সরে এসেছি। প্রচুর মানুষের থেকে, প্রচুর অশান্তি থেকে! আপাতত কথা বলতে চাই না কারোর সাথে! আপাতত চাই না কেউ আমায় বুঝুক! এক্সপ্ল্যানেশন দিতে চাই না! মিথ্যে শুনতে চাই না! বাহানা চাই না! অবহেলা চাই না! যেখান যেখান থেকে আঘাত পেয়েছি, সেসব জায়গায় ঘুরে তাকাতে চাই না! আপাতত নতুন করে বিশ্বাস করতে চাই না, একটু ভালোবাসা পাওয়ার লোভে, এদরজা, ও দরজায় হাত পাততে চাই না!

আপাতত দূরত্ব চাই। অনুভূতি আর মানুষের থেকে..❤️

বহুদিন পর অথবা বহুবছর পর তোমার সাথে পৃথিবীর কোথাও না কোথাও  হয়তো দেখা হয়েই যাবে! সেদিন যেনো তোমার চোখে অশ্রু ঝলমল করে ...
03/05/2025

বহুদিন পর অথবা বহুবছর পর তোমার সাথে পৃথিবীর কোথাও না কোথাও হয়তো দেখা হয়েই যাবে!

সেদিন যেনো তোমার চোখে অশ্রু ঝলমল করে না উঠে, ঠকানোর আফসোস যেনো না হয় সেদিন, মনে মনে যেনো ছুটে আসতে ইচ্ছে না হয়! যদি ইচ্ছে হয় তবে তুমি হেরে যাবে নিজের কাছে নিজে, আমি চাইনা তুমি হেরে যাও! তুমি জিতেছিলে আমায় হারিয়ে, তুমি জিতেই থাকো!🩻🥀

নিজেকে এতো বিধ্বস্ত লাগে যে আল্লাহর সামনে কি বলবো সেটা বুঝিনা। অথচ কত চাওয়া কত নালিশ বাকি! কই থেকে শুরু করবো বুঝে উঠি না...
03/05/2025

নিজেকে এতো বিধ্বস্ত লাগে যে আল্লাহর সামনে কি বলবো সেটা বুঝিনা। অথচ কত চাওয়া কত নালিশ বাকি! কই থেকে শুরু করবো বুঝে উঠি না।অন্তরে থাকলেও মুখে আসে না, খালি চোখের পানি টাই আসে।বলতে গেলে বোবা হয়ে যাই৷পাথর হয়ে যাই! মনের খবর তো তিনি জানেন। এমন বিধ্বস্ত মনের সব কবুল করে নিক আল্লাহ! না বলা প্রতিটা চাওয়া মন দেখে বুঝে নিক আল্লাহ ।ভাঙতে ভাঙতে গুঁড়িয়ে যাচ্ছি!

সবকিছুর কী ক্ষমা হয়? এইযে হঠাৎ হঠাৎ দীর্ঘশ্বাস বের হয়, হুটহাট চোখে পানি চলে আসে,এইসব কী প্রমাণ করেনা যে আমরা চাইলেই সব ক...
02/05/2025

সবকিছুর কী ক্ষমা হয়? এইযে হঠাৎ হঠাৎ দীর্ঘশ্বাস বের হয়, হুটহাট চোখে পানি চলে আসে,

এইসব কী প্রমাণ করেনা যে আমরা চাইলেই সব ক্ষমা করতে পারিনা? আমরা সর্বোচ্চ এইটুকু চাইতে পারি- স্রষ্টা ক্ষমা করুক, ভালো থাকুক! এইটুকুই ব্যাস..

02/05/2025

সময়ের মুখোমুখি দাঁড়ালে কেবল টের পাই-ভুল জায়গায় নিজেকে কতটুকু করেছি খরচ 💔

Address

Patuakhali
8210

Telephone

+8801730983655

Website

Alerts

Be the first to know and let us send you an email when মায়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মায়া:

Share