Aroham Binta Akbar

Aroham Binta Akbar কঠোরভাবে পরিশ্রমের মাধ্যমে সফলতার পথ খুঁজে পাবেন।আল্লাহ উত্তম পরিকল্পনাকারী🤲

কী ক‌ঠিন পরীক্ষা...কী হৃদয়‌বিদারক...কতটা মর্ম|ন্তিক...আলা নাজ্জার নাম্নী এই মা‌য়ের এক স‌ঙ্গে ৯ সন্তান শ’হীদ হ‌য়ে গে‌ছে। ...
26/05/2025

কী ক‌ঠিন পরীক্ষা...
কী হৃদয়‌বিদারক...
কতটা মর্ম|ন্তিক...

আলা নাজ্জার নাম্নী এই মা‌য়ের এক স‌ঙ্গে ৯ সন্তান শ’হীদ হ‌য়ে গে‌ছে। ইন্না লিল্লা‌হি ওয়াইন্না ইলাইহি রা‌জিঊন।

এদের সবাই নাবা‌লেগ শিশু। প্রথম‌টির বয়স ১২ বছর, আর ছোট‌টির বয়স ৬ মাস। এ দুঃ‌খিনী ম‌া‌ একজন ডাক্তার। খান ইউনু‌সের এক‌টি হাসপাতা‌লে তি‌নি আ’হ‌তদের চি‌কিৎসা দি‌চ্ছি‌লেন। ইতিম‌ধ্যে তার সম্মু‌খে ক‌লিজার টুকরা সন্তান‌দের লা’শ উপ‌স্থিত। গু‌ণে দে‌খেন সাত‌টি। ২‌টি তখ‌নো ধ্বং’সাব‌শে‌ষের নিচে। দশ সন্তা‌নের এ জননীর একজনই কেবল বেঁ‌চে আছে। তবে ‌সেও আ’হত।

বিষ্ময়কর ব‌্যাপার হল, মমতায় ভরা মায়েরা যেখা‌নে ভে‌ঙে প‌ড়েন, সেখা‌নে তি‌নি এতগু‌লো লা’শ দে‌খে কিছুক্ষণ নিশ্চল দাঁ‌ড়ি‌য়ে থা‌কেন। তারপর সন্তান‌দের জ‌ড়ি‌য়ে ধ‌রে কাঁদ‌তে থা‌কেন। মু‌খে ছিল ইন্না লিল্লাহ... হাসবুনাল্লাহ... এ বেচা‌রি ডাক্তারের স্বামীও হাসপাতা‌লের আইসিও‌তে।

গা’জা সেই নগরী, যেখা‌নে জানাযা শেষ হয় না। যেখা‌নে চো‌খের পা‌নি শুকায় না।
গা’জা সেই জনপদ, পৃ‌থিবীর কোথাও একস‌ঙ্গে এত জানাযা পড়া হয় না।

বোন আলা নাজ্জার, আল্লাহ তা’আলা আপনার দিল শান্ত ও প্রশান্ত ক‌রে দিন। আপনার ভাঙা দিল জোড়া লা‌গি‌য়ে দিন। আপনার জ‌ন্যে ‌তি‌নি যথেষ্ট হ‌য়ে যান। আপনাকে দু‌নিয়া আখেরা‌তে নে'মাল বদল উৎকৃষ্ট বিকল্প দান করুন।

হাদীসে নাবা‌লেগ সন্তানের মৃত‌্যু‌তে যা যা সুসংবাদ র‌য়ে‌ছে, সবই আপনাকে দান করুন। আপনার বেঁ‌চে থাকা সন্তান‌কে দ্রুত সুস্থ ক‌রে তুলুন। তারপর তা‌কে মস‌জি‌দে আ ক সা বিজ‌য়ী কা‌ফেলার ইমাম বা‌নি‌য়ে আপনার ও উম্মাহর চক্ষু শীতল ক‌রে দিন। আ-মীন!
— সাইফুদ্দীন গাযী (হাফি.)

বাড়ির গাছের 😋
26/05/2025

বাড়ির গাছের 😋

26/05/2025

ডিজিটাল মার্কেটিং হলো ডিজিটাল চ্যানেল, প্ল্যাটফর্ম এবং প্রযুক্তির ব্যবহার করে পণ্য বা পরিষেবা প্রচার ও বিক্রয় করা। এর মধ্যে রয়েছে ইন্টারনেট এবং অন্যান্য ডিজিটাল মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছানো এবং তাদের সাথে যুক্ত করা।

ডিজিটাল মার্কেটিংয়ের মূল উপাদান:

১. সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (SEO): গুগলের মতো সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটের দৃশ্যমানতা উন্নত করা।

২. কন্টেন্ট মার্কেটিং: দর্শকদের আকর্ষণ এবং ধরে রাখার জন্য মূল্যবান কন্টেন্ট (ব্লগ, ভিডিও, ইনফোগ্রাফিক্স) তৈরি করা।

৩. সোশ্যাল মিডিয়া মার্কেটিং: ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স (টুইটার) এবং লিঙ্কডইনের মতো প্ল্যাটফর্মে ব্র্যান্ডের প্রচার করা।

৪. ইমেল মার্কেটিং: লক্ষ্যবস্তুতে প্রচারমূলক বা তথ্যবহুল ইমেল পাঠানো।

৫. পে-পার-ক্লিক বিজ্ঞাপন (PPC): সার্চ ইঞ্জিনে বা ওয়েবসাইটে প্রদর্শিত পেইড বিজ্ঞাপন।

৬. অ্যাফিলিয়েট মার্কেটিং: আপনার পণ্য প্রচারের জন্য অন্যদের সাথে অংশীদারিত্ব করা এবং বিক্রয়ের জন্য কমিশন অর্জন করা।

৭. ইনফ্লুয়েন্সার মার্কেটিং: তাদের দর্শকদের কাছে পণ্য প্রচারের জন্য প্রভাবশালীদের সাথে সহযোগিতা করা।

৮. মোবাইল মার্কেটিং: মোবাইল অ্যাপস, এসএমএস, অথবা মোবাইল-অপ্টিমাইজড কন্টেন্টের মাধ্যমে ব্যবহারকারীদের সম্পৃক্ত করা।

৯. অ্যানালিটিক্স এবং ডেটা ট্র্যাকিং: গুগল অ্যানালিটিক্সের মতো টুল ব্যবহার করে ডিজিটাল প্রচারণার সাফল্য পরিমাপ করা।

ডিজিটাল মার্কেটিং কার্যকর কারণ এটি ব্যবসাগুলিকে বিশ্বব্যাপী দর্শকদের কাছে পৌঁছাতে, নির্দিষ্ট জনসংখ্যাকে লক্ষ্য করতে এবং রিয়েল-টাইমে ফলাফল পরিমাপ করতে দেয়।

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
26/05/2025

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

My Dream corner. 🤲🤍
16/11/2024

My Dream corner. 🤲🤍

Cat🌸
16/11/2024

Cat🌸

15/11/2024

Address

Pekua

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aroham Binta Akbar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share