Md Emran Hosen pekua

Md Emran Hosen pekua Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md Emran Hosen pekua, Digital creator, Pekua.

আমি ইমরান হোসেন ঠিকানা:কাছাড়ি মোড়া, শিলখালি, পেকুয়া কক্সবাজার। পেশায় ইলেকট্রনিকস মেকানিক হিসেবে পরিচিত।এটি আমার রিয়েল পেইজ।আমার আপলোড করা কন্টেন্ট বিডিও ছবি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করোন।আমার আইডি ভিজিট করেন Md Emran Hosen, Md Emran Khan
01847901904

আকাশ থেকে চাকা খুলে পড়ার পর কীভাবে নিরাপদে অবতরণ করলো উড়োজাহাজ? কেন ঘটল এমন? কি ব‍্যবস্থা নেয়ে হবে?  টেকনিক্যাল বিশ্লেষণ...
18/05/2025

আকাশ থেকে চাকা খুলে পড়ার পর কীভাবে নিরাপদে অবতরণ করলো উড়োজাহাজ? কেন ঘটল এমন? কি ব‍্যবস্থা নেয়ে হবে? টেকনিক্যাল বিশ্লেষণ!

১৬ মে ২০২৫, কক্সবাজার থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের Dash 8-Q400 (ফ্লাইট BG 436) উড়োজাহাজ উড্ডয়নের কিছু সময় পর একটি ল্যান্ডিং গিয়ারের চাকা খুলে আকাশেই পড়ে যায়। প্রশ্ন হলো – এমন ঘটনায় পাইলট কীভাবে রেসপন্স করেন, কেন এই সমস্যা হয়, এবং কীভাবে সফলভাবে বিমান অবতরণ করানো হয়?

১. কীভাবে পাইলট রেসপন্ড করেন?
যখন বিমানের ল্যান্ডিং গিয়ারে কোনো অস্বাভাবিক কম্পন, শব্দ বা ওয়ার্নিং দেখা যায়, তখন পাইলট তাৎক্ষণিকভাবে QRH (Quick Reference Handbook) ফলো করেন।
যেখানে নির্দিষ্টভাবে “Landing Gear Abnormal / Missing Wheel” কীভাবে হ্যান্ডেল করতে হয় তা দেওয়া থাকে।
এরপর পাইলট ATC-এর (Air Traffic Control) সঙ্গে যোগাযোগ করে emergency or priority landing clearance চেয়ে নেন।

২. চাকা পড়ে গেলে বিমান কীভাবে ল্যান্ড করে?
Dash 8-Q400 একটি twin-engine turboprop বিমান, যার ল্যান্ডিং গিয়ার তিনটি সেটে বিভক্ত – nose gear ও দুইটি main gear।
যদি একটি গিয়ারে চাকা না থাকে, তখন asymmetrical landing হয়, অর্থাৎ এক পাশে ওজন বেশি পড়বে।
এই সময় পাইলট স্পিড কমিয়ে খুব সতর্কভাবে asymmetric technique ব্যবহার করে gear-down landing করেন।
একপাশে বেশি চাপ পড়লেও, রানওয়ে প্রস্তুত থাকলে ও ক্রু ট্রেনিং ভালো হলে এটি সফলভাবে করা সম্ভব।

৩. কেন এমন ঘটনা ঘটে?
এর পেছনে কয়েকটি সম্ভাব্য কারণ থাকতে পারে:
• Wheel nut বা axle bearing failure
• Improper maintenance বা torque ভুল
• Fatigue বা পুরনো যন্ত্রাংশ
• Brake overheat বা vibration-induced loosening

Dash 8-Q400 একটি খুবই নির্ভরযোগ্য বিমান। তবে পৃথিবীর যে কোনো উড়োজাহাজেই যন্ত্রাংশের যান্ত্রিক ত্রুটি হতে পারে – একে বলা হয় “Mechanical failure under dynamic load.”

৪. কেন ঢাকায় অবতরণ করা হলো?
ঢাকা APT (DAC) বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে:
• দীর্ঘ রানওয়ে
• emergency services (fire/rescue) standby
• engineering & maintenance support উপলব্ধ থাকে

তাই পাইলটরা এয়ারক্রাফট নিরাপদে অবতরণের জন্য DAC নির্বাচন করেন।

৫. এখন কী হবে?
• বিমানের Flight Data Recorder (FDR) এবং Cockpit Voice Recorder (CVR) বিশ্লেষণ করা হবে।
• Maintenance logbook চেক করে দেখা হবে, শেষ কবে servicing হয়েছিল।
• Landing gear assembly পরীক্ষা করে root cause analysis (RCA) করা হবে।
• এরপর CAAB (Civil Aviation Authority of Bangladesh) রিপোর্ট দেবে।

এই ঘটনাটি প্রমাণ করে, Dash 8 যেমন শক্তিশালী বিমান, তেমনি বাংলাদেশ বিমানের পাইলট ও ক্রুদের দক্ষতা আন্তর্জাতিক মানের।
ক্যাপ্টেন বিল্লাহ ও ফার্স্ট অফিসার জায়েদ তাদের প্রশিক্ষণ ও আত্মনিবেদন দিয়ে ৭১ জন যাত্রীসহ সবাইকে নিরাপদে বাঁচিয়ে এনেছেন।
আলহামদুলিল্লাহ!

- রুহুল আমিন রানা
( বিমান প্রকৌশলী)

আসসালামু আলাইকুম। আপনি মুহিবখানকে কেমন চোখে দেখেন?  MD Emran Hosen
16/05/2025

আসসালামু আলাইকুম। আপনি মুহিবখানকে কেমন চোখে দেখেন? MD Emran Hosen

29/04/2025

সচল হচ্ছে সাত পরিত্যক্ত বিমানবন্দর: বগুড়া বিমানবন্দরে জুলাই থেকে বিমান চলাচল শুরু

বাংলাদেশ সরকার দেশের সাতটি পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় সচল করার উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে বগুড়া বিমানবন্দর, যা দীর্ঘ দুই দশক ধরে অচল অবস্থায় ছিল, ২০২৫ সালের জুলাই মাস থেকে পুনরায় বিমান চলাচলের জন্য প্রস্তুত করা হচ্ছে।

বগুড়া বিমানবন্দর সচল হলে উত্তরাঞ্চলের যাত্রী ও পণ্য পরিবহন আরও সহজ ও দ্রুত হবে। এটি আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং পর্যটন ও বাণিজ্যিক কার্যক্রমে গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।
যতদূর জানা গেছে সেগুলোর নাম নিচে দেওয়া হলো:
1. বগুড়া বিমানবন্দর
2. ঈশ্বরদী বিমানবন্দর (পাবনা)
3. ঠাকুরগাঁও বিমানবন্দর
4. লালমনিরহাট বিমানবন্দর
5. শমসেরনগর বিমানবন্দর (মৌলভীবাজার)
6. কুমিল্লা বিমানবন্দর
7. খান জাহান আলী বিমানবন্দর (বাগেরহাট)

সরকারের এই উদ্যোগ দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিত্যক্ত বিমানবন্দরগুলো পুনরায় সচল হলে দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে সংযোগ বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক কার্যক্রমে গতি আসবে।

এই প্রকল্পের আওতায় অন্যান্য পরিত্যক্ত বিমানবন্দরগুলোও পর্যায়ক্রমে পুনরায় চালু করা হবে। সরকারের এই পদক্ষেপ দেশের বিমান পরিবহন খাতের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

29/04/2025

মনুষ্যবিহীন আকাশযান - সীমান্ত পর্যবেক্ষণ, যুদ্ধ করা, সমুদ্রে নজরদারী, শত্রু লক্ষ্যবস্তু শনাক্ত করা, হাইলি সিকিউরড ট্যাকটিক্যাল কম্যুনিকেশান মেইন্টেইন করা থেকে শুরু এমন অনেক সামরিক কর্ম সম্পাদনে সক্ষম যা আগে মনুষ্য আকাশযান দিয়ে করতে হতো। শত শত কোটি টাকা এবং মহামূল্যবান মানুষের জীবন বিপদের মুখে ফেলে এই কাজ সম্পাদন করতে হতো! এখন মাত্র কয়েক মিলিয়ন ডলার (০.৫ - ১০ মিলিয়ন) ডলারের একটি ড্রোন এসব গুরুত্বপূর্ণ কাজ গুলো করতে পারে। মানে ড্রোন/ইউএভি একটি ইফেক্টিভ ফোর্স মাল্টিপ্লায়ার, একাই অনেক কাজে সক্ষম।

বাংলাদেশ স্বশস্ত্র বাহিনী গুলোর উচিৎ এখনি অন্তত ৩ টি করে ড্রোন স্কোয়াড্রন রেইজ করা। এয়ার ফোর্স (অন্তত ৪ টি), আর্মি (৫ টি) এবং নেভি (৩ টি) ড্রোনের মাধ্যমে ফায়ার পাওয়ার এবং সার্ভেইল্যান্স- রিকোনাইস্যান্স কেইপাবিলিটিজ বাড়াতে পারে। মডার্ন ওয়ারফেয়ারে টেকনোলোজির সাথে তাল না মেলাতে পারলে প্রশিক্ষণের দাম শূন্য!

29/04/2025
৪৪টা যুদ্ধবিমান!তাও পুরোনো, জং ধরা, আধুনিকতার ধারে কাছে না!আর আমরা লজ্জা না পেয়ে গর্ব করি—"স্বাধীন দেশ!"ভারত ৫০০টা নিয়ে ...
29/04/2025

৪৪টা যুদ্ধবিমান!
তাও পুরোনো, জং ধরা, আধুনিকতার ধারে কাছে না!
আর আমরা লজ্জা না পেয়ে গর্ব করি—"স্বাধীন দেশ!"

ভারত ৫০০টা নিয়ে একসাথে ৫টা ফ্রন্ট সামলাতে পারে,
পাকিস্তান ৪৪৫টা নিয়ে যুদ্ধের জন্য রেডি।
আর আমরা?
দলবাজিতে মাস্টার!
টকশোতে জেনারেল, ফেসবুকে কৌশলী, আর মাঠে? শুনশান শূন্যতা।

আমাদের একটাই স্পেশাল স্কোয়াড—
“Keyboard Battalion”!
পোস্ট দিবে, শেয়ার করবে, “দেশপ্রেম” জাহির করবে—
আর বাস্তবে, একটা গোলা উড়লে পাত্তা নাই!

আসল শত্রু বাইরের না—আমরা নিজেরাই শত্রু নিজেদের।
কারণ আমরা যুদ্ধের জন্য না,
তর্কের জন্য জন্মেছি।

বাচ্চা জন্মের পর স্কুলে ভর্তি হয় না, আগে দল চিনে!
ডাক্তার জীবন বাঁচায় না, দল বাঁচায়!
ইঞ্জিনিয়ার বিল্ডিং বানায় না, বরাদ্দ চিবায়!
আর্মি অফিসারও রাজনীতির ব্যানারে ঝুঁকে পড়ে!

এই তো আমরা—মেধাহীন, পরিকল্পনাহীন, দায়িত্বহীন!
নেতারা গাড়িতে বুলেটপ্রুফ, আর দেশের সীমানা?
একটা ড্রোন আসলেও ধরার কেউ নাই!

একদিন হুট করে আকাশ কালো হবে,
বোমা পড়বে মাথার উপর—
তখন আর পোস্ট দেওয়ার সময় থাকবে না,
তখন বুঝব—"দেশটা ফেসবুক দিয়ে রক্ষা হয় না!"

তখন বুঝব—“বন্ধুদেশ” বলে কিছু নেই,
যার অস্ত্র আছে, তারই দাপট চলে!

এই ঘুম, এই ঢোল-বাজানো দেশপ্রেম,
সব পুড়ে ছাই হয়ে যাবে একটুখানি আগুনে।

আর তখন?
আমরা কাঁদব... কিন্তু কেউ শুনবে না।🙂

© Collected

In 2017, a 6 year-old kid was taken to an IPL by his father to support Rising Pune Supergiants. In 2025, the kid became ...
29/04/2025

In 2017, a 6 year-old kid was taken to an IPL by his father to support Rising Pune Supergiants. In 2025, the kid became the 2nd-fastest centurion of the IPL's history. ⚡

𝑱𝒖𝒔𝒕 𝒉𝒐𝒘 𝒇𝒂𝒔𝒕 𝒕𝒉𝒆 𝒏𝒊𝒈𝒉𝒕 𝒄𝒉𝒂𝒏𝒈𝒆𝒔 ✨


কৃষকের আধাপাকা ধান কে টে নিলেন যুবদল নেতা        bhagya lashkmi today episode bhagya laxmi today episode full bhagya lak...
29/04/2025

কৃষকের আধাপাকা ধান কে টে নিলেন যুবদল নেতা
bhagya lashkmi today episode
bhagya laxmi today episode full
bhagya lakshmi serial update
bhagya lakshmi today episode news
bhagya lakshmi today episodes live
bhagya laxmi today episode full
bhagya laxmi aaj ka episode live
bhagyalakshmi today episode
bhagya lakshmi aaj ka episode live
bhagyalakshmi latest episode
bhagyalakshmi latest prom❤
bhagyalakshmi kal ka episode
bhagyalakshmi yesterday full episode
bhagya lakshmi tomorrow full episode
bhagya laxmi new episode


𝐃𝐚𝐲 𝟏: 𝐊𝐚𝐭𝐡𝐦𝐚𝐧𝐝𝐮 𝐭𝐨 𝐁𝐢𝐫𝐭𝐚𝐦𝐨𝐝𝐡:-
* Depart early in the morning from your location via Sindhuli BP Highway.
* Have lunch on the way.
* Explore the Terai road.
* Stay at Birtamodh.
* Have dinner at the hotel.
𝐃𝐚𝐲 𝟐: 𝐁𝐢𝐫𝐭𝐚𝐦𝐨𝐝𝐡 𝐭𝐨 𝐓𝐚𝐩𝐥𝐞𝐣𝐮𝐧𝐠:-
* Have an early morning breakfast at the hotel and head towards Taplejung.
* Enjoy the journey with sightseeing opportunities.
* Explore the ways of Taplejung.
* Have lunch on the way.
* Stay at Taplejung.
* Have dinner at the hotel.
𝐃𝐚𝐲 𝟑: 𝐓𝐚𝐩𝐥𝐞𝐣𝐮𝐧𝐠 𝐭𝐨 𝐓𝐡𝐮𝐥𝐨𝐩𝐡𝐞𝐝𝐢 – 𝐏𝐚𝐭𝐡𝐢𝐯𝐚𝐫𝐚 :-
* Take a jeep to Thulofedi early in the morning (self-cost for jeep, which is 400 for going and 400 for coming back).
* Trek about 5km from Thulofedi towards Pathivara.
* After visiting Pathivara, return back to the hotel.
* Have dinner at the hotel.
* Stay at the hotel.
𝐃𝐚𝐲 𝟒: 𝐓𝐚𝐩𝐥𝐞𝐣𝐮𝐧𝐠 𝐭𝐨 𝐊𝐚𝐧𝐲𝐚𝐦:-
* Have an early morning breakfast at the hotel.
* Have lunch on the way.
* Explore Kanyam and the Ilam District.
* Have dinner at the hotel.
* Stay at Kanyam.
𝐃𝐚𝐲 𝟓: ??𝐚𝐧𝐲𝐚𝐦 𝐭𝐨 𝐊𝐚𝐭𝐡𝐦𝐚𝐧𝐝𝐮:-
* Have breakfast at the hotel.
* Head back to Kathm.



ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের দুজন দায়িত্বশীল একজন সেক্রেটারি একজন এইচআরডি সম্পাদক, দুজনেই মাস্টার্সে ফার্স্ট ক্ল...
29/04/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের দুজন দায়িত্বশীল একজন সেক্রেটারি একজন এইচআরডি সম্পাদক, দুজনেই মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। এর মধ্যে মাজহার অনার্সে ফার্স্ট ক্লাসে ফার্স্ট হয়েছে এবং গোাল্ড মেডেল পুরস্কারপ্রাপ্ত।

অবাক হওয়ার বিষয় হচ্ছে, তারা জুলাই বিপ্লবে সরাসরি অংশগ্রহন করে এবং মাঠে ময়দানে ব্যাপকভাবে কাজ করেও ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় কিভাবে? আমরা যারা নানা অযুহাত দেখাই তাদেরকে ওদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। দুজনের জন্য অনেক দোয়া থাকলো। 🔥🥀✍️

জানুয়ারি ২৫ তারিখঢাকা বিশ্ব বিদ্যালয় সৃতিচারণ ছবি আপলোড একটি পোস্টে! আন্টি পরীক্ষা দিতে আসা ওনার মেয়েকে খুঁজে পাচ্ছিলেন ...
29/04/2025

জানুয়ারি ২৫ তারিখ
ঢাকা বিশ্ব বিদ্যালয় সৃতিচারণ ছবি আপলোড একটি পোস্টে!
আন্টি পরীক্ষা দিতে আসা ওনার মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না। তাই ছোট্ট ছেলেকে আমার কাছে দিয়ে বললেন শিবির হলো আস্থার জায়গা। এখানে তোমরা একটু রাখো। আমি খুঁজে আসি মেয়েকে। শিবির! আস্থা ও বিশ্বাসের এক নাম।
-আশরাফুল

Ten Unknown Facts About

1. Founding and History: BMW, Bayerische Motoren Werke AG, was founded in 1916 in Munich, Germany, initially producing aircraft engines. The company transitioned to motorcycle production in the 1920s and eventually to automobiles in the 1930s.

2. Iconic Logo: The BMW logo, often referred to as the "roundel," consists of a black ring intersecting with four quadrants of blue and white. It represents the company's origins in aviation, with the blue and white symbolizing a spinning propeller against a clear blue sky.

3. Innovation in Technology: BMW is renowned for its innovations in automotive technology. It introduced the world's first electric car, the BMW i3, in 2013, and has been a leader in developing advanced driving assistance systems (ADAS) and hybrid powertrains.

4. Performance and Motorsport Heritage: BMW has a strong heritage in motorsport, particularly in touring car and Formula 1 racing. The brand's M division produces high-performance variants of their regular models, known for their precision engineering and exhilarating driving dynamics.

5. Global Presence: BMW is a global automotive Company

6. Luxury and Design: BMW is synonymous with luxury and distinctive design, crafting vehicles that blend elegance with cutting-edge technology and comfort.

7. Sustainable Practices: BMW has committed to sustainability, incorporating eco-friendly materials and manufacturing processes into its vehicles, as well as advancing electric vehicle technology with models like the BMW i4 and iX.

8. Global Manufacturing: BMW operates numerous production facilities worldwide, including in Germany, the United States, China, and other countries, ensuring a global reach and localized production.

9. Brand Portfolio: In addition to its renowned BMW brand, the company also owns MINI and Rolls-Royce, catering to a diverse range of automotive tastes and luxury segments.

10. Cultural Impact: BMW's vehicles often become cultural icons, featured in fi.Ten Unknown Facts About

1. Founding and History: BMW, Bayerische Motoren Werke AG, was founded in 1916 in Munich, Germany, initially producing aircraft engines. The company transitioned to motorcycle production in the 1920s and eventually to automobiles in the 1930s.

2. Iconic Logo: The BMW logo, often referred to as the "roundel," consists of a black ring intersecting with four quadrants of blue and white. It represents the company's origins in aviation, with the blue and white symbolizing a spinning propeller against a clear blue sky.

3. Innovation in Technology: BMW is renowned for its innovations in automotive technology. It introduced the world's first electric car, the BMW i3, in 2013, and has been a leader in developing advanced driving assistance systems (ADAS) and hybrid powertrains.

4. Performance and Motorsport Heritage: BMW has a strong heritage in motorsport, particularly in touring car and Formula 1 racing. The brand's M division produces high-performance variants of their regular models, known for their precision engineering and exhilarating driving dynamics.

5. Global Presence: BMW is a global automotive Company

6. Luxury and Design: BMW is synonymous with luxury and distinctive design, crafting vehicles that blend elegance with cutting-edge technology and comfort.

7. Sustainable Practices: BMW has committed to sustainability, incorporating eco-friendly materials and manufacturing processes into its vehicles, as well as advancing electric vehicle technology with models like the BMW i4 and iX.

8. Global Manufacturing: BMW operates numerous production facilities worldwide, including in Germany, the United States, China, and other countries, ensuring a global reach and localized production.

9. Brand Portfolio: In addition to its renowned BMW brand, the company also owns MINI and Rolls-Royce, catering to a diverse range of automotive tastes and luxury segments.

10. Cultural Impact: BMW's vehicles often become cultural icons, featured in fi.

সুনির্দিষ্ট এবং প্রমাণিত অভিযোগ ছাড়াই সম'কামিতা- বলৎ'কারের অপবাদ রটিয়ে একজন আলেমকে পি*টিয়ে প্রায়মৃ'ত অবস্থায় পুলিশে দেওয়...
29/04/2025

সুনির্দিষ্ট এবং প্রমাণিত অভিযোগ ছাড়াই সম'কামিতা- বলৎ'কারের অপবাদ রটিয়ে একজন আলেমকে পি*টিয়ে প্রায়মৃ'ত অবস্থায় পুলিশে দেওয়া হয়েছে। থানায় সেই আলেম মৃ'ত্যুবরণ করেছেন। এটি বিচ্ছিন্ন কোন ঘটনা নয়। বরং হ*ত্যাকাণ্ড। যে দলের আর মতেরই হউক মিথ্যা অভিযোগে একজন আলেমের সাথে এমন আচরণ বরদাশত করা যায় না। এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে অবশ্যই দৃষ্টান্তমূলক শা*স্তি দিতে হবে

পোস্ট না করে পারছি না. ………২৬ মার্চ ২০২১ এ দিনে মুসলিম,খ্রিষ্টান খুনি কসাই MOদির আগমনে মুসলিমবঙ্গে ঐতিহাসিক MOদি বিরোধী আ...
29/04/2025

পোস্ট না করে পারছি না. ………
২৬ মার্চ ২০২১

এ দিনে মুসলিম,খ্রিষ্টান খুনি কসাই MOদির আগমনে মুসলিমবঙ্গে ঐতিহাসিক MOদি বিরোধী আন্দোলন হয়েছিল।

সেদিন আওয়ামী লীগের সমর্থকরা বায়তুল মোকাররম মসজিদের সামনে বি’ক্ষোভকারীদের ওপর হামলা, মসজিদের সমস্ত গেইট অবরুদ্ধ করে গু-লি, টি-য়ার শে’ল নিক্ষেপ করে।

লী’গ ও পুলিশ মসজিদে ঢুকে মুসল্লি ও বি’ক্ষোভকারীদের র"ক্তা"ক্ত ও খু*ন করে।

সারাদেশে ২৬জন শহীদ হয় এবং প্রায় ৪৫০+ মানুষ আ-হত হয়।

এগুলোর সকল হিসেব এখনোও বাকি রয়ে গেছে। প্রতি ফোঁটা রক্তের বিচার বকেয়া খাতায় পড়ে খাতা ভারি হয়ে যাচ্ছে।

Address

Pekua

Alerts

Be the first to know and let us send you an email when Md Emran Hosen pekua posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share