News update 24.

News update 24. সর্বদাই সত‌্য‌ের সন্ধান‌ে নিয়োজিত

23/03/2025

মোবাইল ফোন ব্যবহার করতে বাধা দেওয়ায়
ছেলের হাতে বাবা খুন।

22/03/2025

জাতির পিতার স্বাধীনতা ঘোষণা।
৪ই আগস্ট ২০২৪.

21/03/2025

পিনাকী ভট্টাচার্য কে জাতীর পিতা বানানো সময়ের দাবি।

21/03/2025

ধানমন্ডি ২৭
আওয়ামী লীগের বিশাল মিছিল।

আবারো বিতর্কের শিরোনামে ফুলবাড়ি উপজেলা ছাত্র লীগ।
13/05/2023

আবারো বিতর্কের শিরোনামে ফুলবাড়ি উপজেলা ছাত্র লীগ।

19/02/2023

Follow for follow back

19/02/2023

Follow to follow fast

আর কত বিতর্ক?
13/10/2022

আর কত বিতর্ক?

কুড়িগ্রাম জেলার ছাত্র লীগের সভাপতি রাজু আহমেদ কুড়িগ্রাম জেলা কমান্ডার মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামকে মারধর করে এবং হত্যার হুমকি দিয়েছে

08/09/2022
12/08/2022

চিলমারীতে প্রভাবশালী চক্র গিলে খাচ্ছে ব্রক্ষ্মপুত্রের বালু

কুড়িগ্রামের চিলমারীতে প্রতিনিয়ত ব্রহ্মপুত্র নদ থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী মহল। ফলে ভাঙছে নদী, নিঃস্ব হচ্ছে নদীর তীরবর্তি বহু পরিবার।

স্থানীয়রা জানান, সরকারিভাবে বালু মহল ঘোষণা না হওয়ায় রাজস্ব থেকে সরকার বঞ্চিত হলেও পকেট ভারী হচ্ছে বালু প্রবাবশালীদের। বালু উত্তোলনের ফলে অব্যাহত ভাঙনের হুমকিতে রয়েছে ডানতীর রক্ষা প্রকল্প। তাই সরকারিভাবে বালু মহল ঘোষণা কিংবা অপরিকল্পিতভাবে যত্রতত্র থেকে বালু উত্তোলন বন্ধ করার দাবি স্থানীয়দের।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সরেজমিন ঘুরে দেখা গেছে, বিভিন্ন পয়েন্টে শ্যালো মেশিন ছাড়াও ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে বাল্কহেড ও ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন কতিপয় প্রভাবশালী ব্যক্তি। বালু উত্তোলনের ফলে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে, ডানতীর প্রকল্পেও দেখা দিয়েছে ধস।

নয়ারহাট ইউনিয়নের ফেইসকাচর এলাকার বাসিন্দারা জানান, গত বছরের বন্যায় চিলমারী ইউনিয়নের একটি চরের ২ শতাধিক বসতঘর নদীগর্ভে চলে গেছে। ওই সময় দক্ষিণ খাউরিয়া স্কুল অ্যান্ড কলেজের মুল ভবনসহ একটি টিনসেট ঘরও নদীতে চলে যায়। বর্তমানে ওই প্রতিষ্ঠানটির অবশিষ্ট আরেকটি ভবন হুমকিতে রয়েছ। ভাঙ্গণের সামান্য দূর থেকে উঠানো হয় বালু। নিষেধ বা বাধা দিতে গেলে ভয়ভীতি আর হুমকি প্রদান করছে তারা। প্রশাসনকে জানিয়েও লাভ হচ্ছে না।

জানা গেছে, চিলমারীতে বর্তমানে জোড়গাছ বাজার থেকে শুরু করে রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরেরহাট এলাকা পর্যন্ত প্রায় ১০ থেকে ১২টি বালুর পয়েন্ট রয়েছে। যেখান থেকে প্রতিনিয়ন লক্ষ লক্ষ টাকার বালু বিক্রি হচ্ছে। এখান থেকে প্রতি রাতে কমপক্ষে ১‘শ ট্রাক বালু নিয়ে দেশের বিভিন্ন জায়গায় পরিবহন করছেন সংশ্লিষ্টরা। ট্রাক্টর প্রতি বালু ৫ থেকে ৬শ’ ও ডামট্রাক ৫ হাজার থেকে ৬ হাজার টাকা দরে বিক্রি হলেও সরকারের রাজস্ব ভান্ডার একেবারেই শূন্য থাকছে।

এদিকে, বালু পরিবহন করায় রমনা ইউনিয়নের রিখতাবানু প্রতিবন্ধী স্কুলে যাওয়ার পাকা রাস্তাটি বর্তমানে কাঁচা রাস্তায় পরিণত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার শতাধিক পরিবার।

চিলমারী ইউনিয়নের শাখাহাতী এলাকার মাইদুল ইসলাম বলেন, বালু উত্তোলনের কোনো নিয়মনীতি নেই। এই বালু উত্তোলনের ফলে পূর্বের তুলনায় বর্তমানে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। প্রতিদিন চিলমারী থেকে শত শত ট্রাক, ট্রাকটর বালু যাচ্ছে বিভিন্ন প্রান্তে।

বালু উত্তোলনের জন্য ব্যবসায়ীদের কাছে প্রশাসনিক অনুমতি আছে কিনা জানতে চাইলে তারা বলেন, প্রশাসনের অনমুতি নেই। কিন্তু, পাওয়ারম্যানের অনুমতি রয়েছে। তবে সেই পাওয়ারম্যানের নাম বলতে তারা রাজি হননি।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহবুবুর রহমান বলেন, বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং আমরা বালু মহলের জন্য আবেদন করেছি। আশা করি, দ্রুত তার বাস্তবায়ন হবে।

প্রতিবেদকঃ রাফি

12/08/2022

সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া উন্নয়নের নৌকা এখন শ্রীলংকার পথে: জিএম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জ্বালানি খাতের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করতে হবে। দেশের মানুষ জানতে চায়, প্রতি বছর কতো হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে জ্বালানি খাতে। যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত তাদের তালিকা প্রকাশ করে বিচারের মুখোমুখি করতে হবে।

আজ শুক্রবার বিকেলে জিএম কাদের রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা রোডের ঈদগাহ মাঠে মিরপুর ও শাহ আলী থানার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরও বলেন, প্রতিবছর কারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, তাদের তালিকা জানতে চায় দেশের মানুষ। পাচারকারীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। গত বছর সুইস ব্যাংকে বাংলাদেশ থেকে ৪ লাখ কোটি টাকা পাচার হয়েছে। সরকার পাচারকারীদের তথ্য প্রকাশ না করে নিজকেই প্রশ্নবিদ্ধ করছে। দুর্নীতিবাজ ও পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে অপরাধীদের পক্ষ নিচ্ছে সরকার। তাই, সাধারণ মানুষ মনে করছে বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও ক্ষমতাসীন দলের লোকজনকে বাঁচাতে এ তালিকা প্রকাশ করছে না সরকার।

জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, ইউরোপ, আমেরিকার আর সিঙ্গাপুরের উদ্দেশ্য ছেড়ে দেওয়া উন্নয়নের নৌকা এখন শ্রীলংকার পথে। দেশের স্বার্থে কথা বললেই সরকারের কিছু নেতা ষড়যন্ত্র খোঁজে। আমরা যখন বলেছি, দেশ শ্রীলংকার মত ব্যর্থ হতে চলছে। তখন আমাদের মূর্খ বলেছে। এখন আমাদের প্রশ্ন, দেশে লোডশেডিং কেনো? ডলারের দাম এতো বেড়েছে কেনো? জ্বালানি তেলের দাম এতো বেড়েছে কেনো? সারাদিন বিশ্বব্যাংক আর আইএমএফকে গালাগাল দিয়ে এখন ঋণের জন্য তাদের পিছনে ঘুরছেন কেনো?

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, সফিকুল ইসলাম সেন্টু, আতিকুর রহমান, মোস্তফা আল মাহমুদ, চেয়ারম্যানের উপদেষ্টা এমএ কুদ্দুস খান, আমানত হোসেন, ভাইস চেয়ারম্যান মমতাজ উদ্দিন, মাহবুবুর রহমান লিপটনসহ আরও অনেকে।

Address

Kharibari To Vangamore
Phulbari

Alerts

Be the first to know and let us send you an email when News update 24. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News update 24.:

Share