DDN Bangla

DDN Bangla DDN Bangla News
News Behind The News
খবরের ভিতরের খবর

10/06/2025

দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার সর্বসাধারণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং ভাইস চেয়ারম্যান জনাব ডাঃ এ.জেড.এম জহিদ হোসেন।

বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্...
12/05/2025

বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন কর্তৃক যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন আয়োজনসহ যাবতীয় কর্মকান্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো।

বসে বসে ভাবতেছিযদি ২০২৮ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, কী হতো তখন?নির্বাচনের কথা কেউ মুখে আনতো না। আনলেও ঠাণ্ডা এ...
19/04/2025

বসে বসে ভাবতেছি
যদি ২০২৮ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, কী হতো তখন?

নির্বাচনের কথা কেউ মুখে আনতো না। আনলেও ঠাণ্ডা একটা ভ্যান গাড়ি এসে দাঁড়াতো বাসার নিচে। নীল-সাদা পোশাক পরা কেউ একজন বলতো—চলেন।
বাকিটা জানা গল্প।

লুতফুজ্জামান বাবর হয়তো তখনও কারাগারের এক কোনায় বসে পাখির দিকে তাকিয়ে ভাবতেন, “পাখিগুলো এখনো উড়তে পারে!”
সালাহউদ্দিন আহমেদ শীলংয়ের পাহাড়ে বসে আকাশে হাত তুলতেন, “এই আকাশটা কি ঢাকার মতো?”

আর আয়নাঘরে?
ওখানে নাম লেখা থাকতো অসংখ্য মানুষের—বিএনপি, জামায়াত, হেফাজতের কর্মী—তাদের কেউ কেউ ভুলেই যেতেন যে, কোনোদিন তারা কথা বলতেন।

আমরাও চুপ থাকতাম।
চুপচাপ বাজারে যেতাম, চুপচাপ চড়ামূল্যে ডিম কিনতাম, চুপচাপ বাসায় ফিরতাম।
আয়নায় মুখ দেখলে মনে হতো, এই আমি না, আমি হারিয়ে গেছি।

তখন হঠাৎ করে একদল তরুণ রাস্তায় নেমে এলো।
তারা বললো, “এমন জীবন আমরা চাই না।”
তারা আমাদের জন্য এক টুকরো আলো এনে দিলো।
আমরা হালকা গলায় বলার সাহস পেলাম—"ভালো নেই।"

কিন্তু এখন?
আমরা বলছি—ওদের হটাও।
ওরা নাকি রাজনীতি করে ফেলেছে!
ওদের রক্তের দাম নেই, ওদের চোখের জলের কোনো গল্প নেই।

আমরা চাই, এখনই নির্বাচন হোক।
জানুয়ারি না, জুন না—ডিসেম্বরে চাই।
কারণ আমাদের খুব তাড়া, ক্ষমতা ছাড়া আর কিছু দরকার নেই।

দেশ ভালো চলছে, এটা কেউ দেখছে না।
রিজার্ভ বাড়ছে, দুর্নীতির টাকা জব্দ হচ্ছে, সংস্কার হচ্ছে—এসব গল্প কেউ শুনতে চায় না।

আল্লাহপাক বলেন,
“মানুষ বড়ই অকৃতজ্ঞ।”

(কপি পোস্ট)।

07/04/2025

গাজায় ইসরাইলের গণহত্যার প্রতিবাদে ঢাকায় জামায়াতে ইসলামীর প্রতিবাদ। DDN Bangla
https://www.youtube.com/

06/04/2025

ফুলবাড়ীতে উন্নত চিকিৎসা সেবা ও মান সম্মত পরীক্ষার প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু করলো পিওর হেল্থ ডায়াগনস্টিক সেন্টার। DDN Bangla
https://www.youtube.com/

03/04/2025

জাতীয় নাগরিক পার্টি'র ফুলবাড়ী শাখা কার্যালয়ের শুভ উদ্বোধন করেন এনসিপি'র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মূখ্য সমন্বয়ক ডাঃ মোঃ আব্দুল আহাদ। DDN Bangla
https://www.youtube.com/

02/04/2025

দেশের সবচেয়ে বড় ঈদের জামাত গোর এ শহীদ ঈদগাহ মাঠ দিনাজপুর। DDN Bangla
https://www.youtube.com/

02/04/2025

ফ্যাক্ট- ইমামের ডান পার্শ্বে ছানি ইমামের সাথে সমন্বয় করে বাম দিকে আরেকজনকে নিতে হবে মর্মে উপদেষ্টাকে ইমাম সাহেব ডেকে নিলেন।

01/03/2025

ফুলবাড়ীতে কালীমন্দিরের দেবোত্তর জমি জবরদখলের প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান। DDN Bangla
https://www.youtube.com/

ফুলবাড়ী কেন্দ্রীয় কালী মন্দিরের জমি জবরদখলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।
26/02/2025

ফুলবাড়ী কেন্দ্রীয় কালী মন্দিরের জমি জবরদখলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

25/02/2025

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলার দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে দীর্ঘ বাইশ বছর পরে ট্রাফিক পুলিশের কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। DDN Bangla
https://www.youtube.com/

Address

Phulbari
5260

Alerts

Be the first to know and let us send you an email when DDN Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DDN Bangla:

Share