
14/01/2024
আপনি কি দেখে প্রেমে পড়ছেন?
ভালোবাসার একটা সংজ্ঞা দিয়ে যান।
কেউ বলে আমি হাসি দেখে প্রেমে পড়ছি, কেউ বলে চোখ দেখে, আবার কেউ বলে পাগলামি দেখে, কেউবা বলে তার সৌন্দর্য দেখে, এটা সেটা আরো কত কি দেখে যে মানুষ প্রেমে পড়ে। আচ্ছা যারা এইসব দেখে প্রেমে পড়ে সেটা আদৌও কি প্রকৃত প্রেম। আমার তা মনে হয় না। আমিও প্রেম করে বিয়ে করছি আমারদের সংসার জীবন পাঁচ বছর চলছে আমি তার কি দেখে প্রেমে পড়ছি সেটা আজ পর্যন্ত খুজে বের করতে পারিনি। শুধু জানি যে ভালোবাসি এর বাহিরে বেশিকিছু জানি না। আবার অনেক দেখছি এটা দেখে, ওটা দেখে প্রেমে পড়ছে কিছুদিন পর সেটা পুরোনো হয়ে গেলে প্রেমও জানালা দিয়ে পালাইছে। আরে কিছু না দেখেই যখন প্রেমে পড়বা ভেবেনিও সেটা তোমার প্রকিত ভালোবাসা। যেই ভালোবাসার রহস্য খুজতে গিয়ে আরো গভীর প্রেমে হারিয়ে যাবে তবুও ভালোবাসার কারন খুজে পাবে না।
এটাই প্রকৃত ভালোবাসা।💞💘🫰