14/12/2025
একটি দুঃসংবাদঃ সুদানের আবেই-তে আজ শনিবার সন্ত্রাসী কর্তৃক ইউ এন ঘাঁটি আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত, ৮ জন আহত যার মধ্যে তিন জন নারী সৈন্য রয়েছে। যুদ্ধ চলমান রয়েছে। আটকে আছেন অনেকেই।
*পাকিস্তান সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্হলে পৌঁছেছে, বাংলাদেশ সেনাবাহিনীর আরেকটি টিম LAV নিয়ে কাউন্টার অফেন্সিভ পরিচালনা করছে। প্রাথমিক তথ্যমতে বাংলাদেশ সেনাবাহিনীর ঘাঁটিতে ড্রোন হামলা এবং আর্টিলারি হামলা চালান হয়েছিল।
*যুদ্ধবিমানেরও উপস্হিতি দেখা গেছে। কোন দেশের সেটা সঠিক বলা যাচ্ছেনা, এবং পাইলটের ইনটেনশনও ক্লিয়ার না।এ সংঘর্ষে সরাসরি আরব আমিরাত জড়িত।আমাদের একজন উচ্চপদস্থ কর্মকর্তা (নিরাপত্তার স্বার্থে নাম উল্লেখ করছিনা) আহত হয়েছেন
আল্লাহ তায়ালা সবাই কে হেফাজত করুন 🤲 সকলের কাছে দোয়া চাই 🤲 আমিন
🤲ফি আমানিল্লাহ 🤲