Kamrul Islam Jihad

Kamrul Islam Jihad আসসালামু আলাইকুম!
প্রিয় ভাই/বোন এই পেইজটি ফলো করে ইসলামিক বিষয়গুলো প্রচার করার সুযোগ করে দিন🙏
(1)

ব্যবসায়ী বনাম উদ্যোক্তা: পার্থক্য কোথায়?বাংলা ভাষায় আমরা প্রায়ই দুইটি শব্দ ব্যবহার করি—ব্যবসায়ী এবং উদ্যোক্তা। অনেকেই মন...
09/04/2025

ব্যবসায়ী বনাম উদ্যোক্তা: পার্থক্য কোথায়?

বাংলা ভাষায় আমরা প্রায়ই দুইটি শব্দ ব্যবহার করি—ব্যবসায়ী এবং উদ্যোক্তা। অনেকেই মনে করেন এ দুটি একই, কিন্তু আদতে এদের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু পার্থক্য। চলুন দেখি, কীভাবে একজন ব্যবসায়ী এবং একজন উদ্যোক্তার চিন্তা, উদ্দেশ্য এবং কাজের ধরণে ভিন্নতা থাকে।

ব্যবসায়ী সাধারণত বাজারে আগে থেকেই চলমান একটি মডেল অনুসরণ করেন। তিনি দেখেন কোন পণ্য বা সেবা বেশি বিক্রি হচ্ছে, তারপর সেই অনুযায়ী ব্যবসায় নামেন।

উদ্যোক্তা, অন্যদিকে, এমন কিছু করতে চান যা এখনো কেউ করেনি বা করেছেন ঠিকই, কিন্তু সমস্যাটা ঠিকভাবে ধরতে পারেননি।

রাজিব একজন ব্যবসায়ী। তিনি দেখলেন শহরে ফাস্ট ফুডের চাহিদা অনেক। সঙ্গে সঙ্গেই একটা ফ্রাইড চিকেন শপ খুলে ফেললেন। ভালো ইনকাম করলেন।

অন্যদিকে সানজিদা একজন উদ্যোক্তা। তিনি দেখলেন, অফিসে কাজ করা মেয়েরা দুপুরের খাবার ঠিকমতো খেতে পারেন না, স্বাস্থ্যকর খাবারও সহজে মেলে না। তাই তিনি শুরু করলেন “সন্ধ্যা টিফিন”—ঘরে রান্না করা স্বাস্থ্যকর খাবার, সাবস্ক্রিপশন ভিত্তিক সেবা। শুরুতে ঝুঁকি ছিল, কিন্তু সমস্যা থেকে সমাধানে ঝাঁপ দিয়েছিলেন।

💸 লাভের দৃষ্টিভঙ্গি: দ্রুত আয় বনাম ধাপে ধাপে দীর্ঘমেয়াদী ফল
ব্যবসায়ী চায় লাভ হোক যত দ্রুত সম্ভব। তারা ROI (Return on Investment) নিয়ে বেশি ভাবেন।

উদ্যোক্তা লাভকে দেখেন অন্যভাবে। প্রথমে বিশ্বাস তৈরি, তারপর লাভ।

🎯 উদাহরণ:
হাশেম সাহেব একটি ফার্মেসি খুলেছেন। ৬ মাসের মধ্যে মূলধন উঠিয়ে ফেলেছেন। এখন লাভে।

আর একদিকে, মুনিরা বেবি স্কিন কেয়ার নিয়ে কাজ শুরু করলেন। শুরুতে একদমই বিক্রি হয়নি, কারণ মানুষ বিশ্বাস করতে পারছিল না। ধীরে ধীরে প্রমাণ দিয়ে যখন ব্র্যান্ড দাঁড় করালেন, তখন সেল হাজার ছাড়ালো।

🔧 উদ্ভাবন বনাম অনুকরণ
ব্যবসায়ী যেখানে সফল ব্যবসা মডেল কপি করে এগিয়ে যেতে চান, উদ্যোক্তা সেখানে নতুন কিছু তৈরি করার নেশায় থাকেন।

🎯 উদাহরণ:
তুহিন খুললেন আরেকটা মোবাইল শো-রুম। বাজারে এরকম আরও অনেক আছে।

রাহাত ডিজাইন করলেন এমন একটি অ্যাপ, যা পুরোনো মোবাইল ফোন ঘরে বসে সেল করতে সাহায্য করে, সেলারের নিরাপত্তা নিশ্চিত করে।

🛠️ ঝুঁকি ব্যবস্থাপনা
ব্যবসায়ী ঝুঁকি এড়িয়ে চলেন। পরিকল্পনা করে চলেন, অজানা পথ এড়িয়ে যান।

উদ্যোক্তা ঝুঁকি গ্রহণ করেন, কারণ তিনি জানেন—“নতুন কিছু করতে গেলে অজানা পথে হাঁটতে হবে।”

🎯
ফরহাদ সাহেব একটি চা দোকান

02/08/2024

কাফনের কাপড় আর খাটিয়া নিয়ে আন্দোলনে এসেছে, রাজ পথ ছাড়বো না জীবন চলে গেলেও ✊🏻🥺

#কোটা #আন্দোলন #ময়মনসিংহআন্দোলন #৯দফা #আজকেরখবর

ব্রেকিংঘূ'র্ণিঝ'ড় রেমাল এর প্রভাবে ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়ন পানিতে ত'লি'য়ে গেছে 😔হে আল্লাহ আপনি আমাদেরকে হে...
26/05/2024

ব্রেকিং
ঘূ'র্ণিঝ'ড় রেমাল এর প্রভাবে ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়ন পানিতে ত'লি'য়ে গেছে 😔
হে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন 😔😔

👉তীব্র নিন্দা ও প্রতিবাদঃ-পবিত্র কুরআন পাকের শুরুতে ভূল ছাপানো হয়েছে। হরফ/আয়াত কে বিকৃত করা হয়েছে। আমি একজন মুসলমান হিসে...
25/04/2024

👉তীব্র নিন্দা ও প্রতিবাদঃ-
পবিত্র কুরআন পাকের শুরুতে ভূল ছাপানো হয়েছে। হরফ/আয়াত কে বিকৃত করা হয়েছে। আমি একজন মুসলমান হিসেবে যারা কুরআন পাককে ভূল ভাবে ছাপািয়েছে তাদের প্রতি তীব্র নিন্দা জানাই। এতো বেশী প্রচার করুন যদি কোম্পানির পক্ষ থেকে ভুল হয়ে থাকে তাহলে যেন শুধরে নেয়। আর যদি এটা তাদের মিশন (লক্ষ) হয়ে থাকে তাহলে যেন সাক্সেস না হতে পারে। এইটুকু তে তিনটি ভুল, তাহলে সমস্ত কোর‌আনে কত হাজার ভুল হতে পারে?
আল্লাহপাক হেফাজত করুন। Amin 🤲🏽

আমি ছবি তোলা ছাইরা দিছি বুইন 😹😁          Life Line Tasrif Khan
16/04/2024

আমি ছবি তোলা ছাইরা দিছি বুইন 😹😁


Life Line Tasrif Khan

ঈদ আগের মতোই আছে, সেই আগের নিয়মেই এক বছর পরপর দুটি ঈদ আসে । কিন্তু আগের মতো ঈদের কোন ফিলিংস কাজ করে না 🥲
10/04/2024

ঈদ আগের মতোই আছে,
সেই আগের নিয়মেই এক বছর পরপর দুটি ঈদ আসে ।
কিন্তু আগের মতো ঈদের কোন ফিলিংস কাজ করে না 🥲

09/04/2024

এশারের সময় তারাবি বিদায় নিলো,
ফজরের সময় সাহরি আর মাগরিবের সময় ইফতারিও বিদায় নিবে,
আহ কি কষ্ট 🥲

এটা দেখে এত খারাপ লাগছে,কখন কার কোথায় জীবন থেমে যায়,কেও জানে না😥ছোট্ট ছেলের আবদার ছিল তার বাবার কাছে। ঈদে বাড়ি আসার সময় ...
06/04/2024

এটা দেখে এত খারাপ লাগছে,কখন কার কোথায় জীবন থেমে যায়,কেও জানে না😥
ছোট্ট ছেলের আবদার ছিল তার বাবার কাছে। ঈদে বাড়ি আসার সময় তার জন্য সাইকেল কিনে আনতে হবে। বাবা নিমতলীর পেপার দোকানের সামান্য কর্মচারী। হোক সামান্য কর্মী কিন্তু ছেলের কাছে তো বাবা রাজা। মহাপুরুষ।

ঈদের বাড়তি পরিশ্রম, বোনাস আর হয়তো কিছু সঙ্চয় মিলিয়ে ছেলের জন্য কিনেছিলেন এই গোলাপী সাইকেল। তার রাজপুত্র যখন এই সাইকেলে চড়ে সারাবাড়ি দাপিয়ে বেড়াবে বাবার কাছে এরচেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে! চালাতে চালাতে রাজপুত্র বেল বাজাবে বাবা সরে গিয়ে হাসতে হাসতে জায়গা করে দেবে। মা বিরক্ত হয়ে কপট রাগ করবে হয়তো। সন্তান হাসবে। পৃথিবীর শ্রেষ্ঠ সেই হাসিমুখ।

বাবা মা দুজনেরই একসঙ্গে দেখার কথা ছিলো প্রিয় সন্তানের সেই হাসিমুখ।

কিন্তু মহান সৃষ্টিকর্তা সেটা চাননি বোধহয়। গতকাল ইফতার করে বাসায় ফেরার পর বুকে ব্যাথা ওঠে বাবার। তারপর স্ট্রোক করে । না ফেরার দেশে চলে যান বাবা। 🥲 ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন 🥹)

আজ ভোর রাতের দিকে অ্যাম্বুলেন্সে করে ঠিকই বাসায় ফেরেন বাবা। গোলাপী সাইকেলটাও সঙ্গে। কিন্তু বাবার আর কখনোই দেখা হবে না সন্তান তার কিনে দিয়ে আসা সাইকেলে চড়ে কিভাবে হাসতে হাসতে গড়িয়ে পড়ছে।

ইয়া রব' আপনি জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন 🤲🏽

আজ লাইলাতুল কদর, আলহামদুলিল্লাহ ❣️
06/04/2024

আজ লাইলাতুল কদর, আলহামদুলিল্লাহ ❣️

Address

Mymensingh
Phulpur
2550

Alerts

Be the first to know and let us send you an email when Kamrul Islam Jihad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kamrul Islam Jihad:

Share