Anik

Anik সবাই সবার পাশে থাকা জরুরি 🥰🥰

মনোযোগএকবার একটা মেডিক্যাল কলেজে ছাত্র ছাত্রীদের প্র্যাক্টিক্যাল ক্লাস চলছিল।প্র্যাক্টিক্যালের জন্য এক মৃত কুকুর নিয়ে আ...
13/09/2025

মনোযোগ

একবার একটা মেডিক্যাল কলেজে ছাত্র ছাত্রীদের প্র্যাক্টিক্যাল ক্লাস চলছিল।

প্র্যাক্টিক্যালের জন্য এক মৃত কুকুর নিয়ে আসা হলো। প্রফেসর সাহেব হঠাৎ করে সেই কুকুরের পিছন দিকে নিজের আঙুল ঢুকিয়ে দিলেন তারপর আঙুল নিজের মুখে দিলেন!

এরপর সব ছাত্র- ছাত্রীদের একই কাজ করতে বললেন। স্যারের ভয়ে সবাই তাদের আঙুল ওই মৃত কুকুরের পিছন দিকে ঢুকিয়ে দিয়ে যে যার যার মুখে দিল।
এরপর স্যার বললেন, "বুঝতে পারলে তো? মেডিক্যালে সবচেয়ে গুরুত্বপূর্ন হল মনোযোগ, তোমরা যদি মনোযোগ দিতে তাহলে বুঝতে পারতে যে আমি আমার মিডল ফিঙ্গার ঢুকিয়েছি আর তর্জনীর আঙুল মুখে দিয়েছি! সুতরাং, এখন থেকে মনোযোগ দাও!

ছাত্র-ছাত্রীরা সব বেহুশ, এরই নাম মনোযোগ। তাই কারো পাছায় আঙ্গুল না দিয়ে মনোযোগ দিয়ে নিজের কাজ করুন, সাফল্য অনিবার্য!
🤣😂🤣 এরই নাম

তৃতীয় ব্যক্তি যা করে 😁😜
11/09/2025

তৃতীয় ব্যক্তি যা করে 😁😜

মনে পরে নি-🤗
11/09/2025

মনে পরে নি-🤗

জঙ্গলের অন্ধকারে ৯০টি ছবি, আর দুই বান্ধবীর রহস্যময় মৃত্যু! 😰 এক অমীমাংসিত সত্য ঘটনা।২০১৪ সাল। পানামার জঙ্গলে হাইক করতে ...
10/09/2025

জঙ্গলের অন্ধকারে ৯০টি ছবি, আর দুই বান্ধবীর রহস্যময় মৃত্যু! 😰 এক অমীমাংসিত সত্য ঘটনা।

২০১৪ সাল। পানামার জঙ্গলে হাইক করতে গিয়ে নিখোঁজ হন দুই ডাচ পর্যটক—ক্রিস ক্রেমার্স এবং লিসান ফ্রুন। তাদের পরিবার যখন তাদের কাছ থেকে মেসেজ পাওয়া বন্ধ করে দেয়, তখন তারা আতঙ্কিত হয়ে পড়েন।

ব্যাপক তল্লাশি চালিয়েও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। কিন্তু প্রায় দশ সপ্তাহ পর, এক মহিলা তাদের নীল ব্যাকপ্যাকটি খুঁজে পান, যার ভেতরে ছিল তাদের ফোন এবং ক্যামেরা।

ফোনগুলো পরীক্ষা করে দেখা যায়, নিখোঁজ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পর থেকেই তারা সাহায্যের জন্য বারবার জরুরি কল করার চেষ্টা করেছিল, কিন্তু নেটওয়ার্ক না থাকায় তা ব্যর্থ হয়। আরও ভয়ঙ্কর বিষয় হলো, তাদের ক্যামেরায় মাঝরাতে (রাত ১টা থেকে ৪টার মধ্যে) তোলা ৯০টি ফ্ল্যাশ ছবি পাওয়া যায়, যা ছিল শুধুই গভীর জঙ্গলের অন্ধকার। একটি ছবিতে ক্রিসের মাথার পেছনে রক্তের মতো দাগও দেখা যায়।

ব্যাকপ্যাকটি পাওয়ার দুই মাস পর, তাদের শরীরের কিছু বিচ্ছিন্ন অংশ—যেমন একটি শ্রোণীচক্র এবং বুটের ভেতরে থাকা একটি পা—আবিষ্কৃত হয়, যা ডিএনএ টেস্টে তাদের বলে প্রমাণিত হয়।

তাদের সাথে ঠিক কী ঘটেছিল—কোনো দুর্ঘটনা, হিংস্র প্রাণীর আক্রমণ, নাকি অন্য কিছু—সেই রহস্য আজও অমীমাংসিত। 🤔

collected
sumaiya afrin

☁️FJ☁️

সাদিক কায়েমকে একবার একজন সাংবাদিক প্রশ্ন করেছিল - তুমি যদি কখনো আলাদীনের প্রদীপ পাও তখন কি চাইবে?সাদিক কায়েম তখন সবেমাত্...
10/09/2025

সাদিক কায়েমকে একবার একজন সাংবাদিক প্রশ্ন করেছিল - তুমি যদি কখনো আলাদীনের প্রদীপ পাও তখন কি চাইবে?

সাদিক কায়েম তখন সবেমাত্র ঢাবিতে ভর্তি হয়েছে। বয়সও খুব বেশি একটা হয়নি।

সাদিক সেদিন মুচকি একটা হাসি দিয়ে বলেছিল- একদিনের জন্যে হলেও ডাকসুর ভিপি হতে চাইবো যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্ভয়ে আল্লাহু আকবার স্লোগান দিতে পারি, শিক্ষার্থীদের জন্যে কিছু করতে পারি।

সাংবাদিক সেদিন কিছুটা কটাক্ষ করেই সাদিককে বলেছিল- ডাকসু নির্বাচন তো অনেকদিন যাবত বন্ধ। আর যদি হয়ওবা তাহলে কি তুমি ভিপি হতে পারবা? আর কত কত ছাত্রনেতা আছে।

সাদিক কায়েম সেদিন আর কিছু বলেনি, মাথাটা নিচু করে বিড়বিড় করে কিছু একটা বলেছিল শুধু।

কে জানতো সাংবাদিকের কটাক্ষ শুনে মাথা নিচু করে রাখা ছেলেটাই আজকে ডাকসুর ভিপি। শুধু ভিপিই হয় নাই, ডাকসুর ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়ে ভিপি হয়েছে সে!

এই মানুষটা হুট করে একদিনেই আজকের এই সাদিক কায়েম হয়ে উঠেনি, বহু কাঠখড় পুড়িয়ে আসতে হয়েছে এ জায়গায়। তাকে মাইনাস করার বহু চেষ্টা করা হয়েছে বারংবার। কিন্তু সাদিক থামেনি।

জুলাই আন্দোলনেও সবাই যখন ক্রেডিট নিয়ে ভাগাভাগি করছিল সাদিক তখন পর্দার আড়ালের নায়কের মতোই কাজ করে যাচ্ছিল।

ছাত্রদলের নেতারা, বামপন্থী মেঘমল্লার বহুবার তর্কে না পেরে সাদিক কায়েমকে রাজাকার বলে গালি দিয়েছে, কটুক্তি করেছে কিন্তু সে কিচ্ছু বলে নাই। মাথা নিচু করে অপেক্ষায় করেছে ভোটের মাঠের।

জীবনের প্রথম ঢাবিতে এসে ভিপি হতে চাওয়া, শিক্ষার্থীদের জন্যে কিছু করতে চাওয়া, আজীবন ক্রেডিটবিহীন কাজ করে যাওয়া সেই সাদিকই আজকে ভিপি হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ধন্য এমন একজনকে ভিপি হিসেবে পেয়ে। এখন শিক্ষার্থীদের একটাই কাজ- নিজেদের দাবিগুলো সাদিকের মাধ্যমে পূরণ করে ফেলা, ক্যাম্পাসটাকে নতুন করে গড়ে তোলা। সাদিকের বিরুদ্ধে যৌক্তিক কোন সমালোচনা থাকলে সেটাও করা।

সাদিক কায়েমের জন্যে শুভকামনা। প্রতিনিয়ত সাদিক কায়েমেরা শিক্ষার্থীদের ভরসার প্রতীক হয়ে উঠুক, সাদিকের বজ্রকন্ঠ হয়ে উঠুক শিক্ষার্থীদের কণ্ঠস্বর।

সাদিক কায়েমেরা এমনই। জন্মায়, জয় করে, তারপর কাজ করে যায় নীরবে, নিভৃতে!

লেখা- Ibrahim Khalil Shawon

গতকাল নেপালে একদিনে ১৯ জন স্টুডেন্টদের হত্যার পর জনসাধারণ এবং স্টুডেন্ট এর বিক্ষোভের মুখে পড়ে নেপালের প্রধানমন্ত্রী কিছ...
09/09/2025

গতকাল নেপালে একদিনে ১৯ জন স্টুডেন্টদের হত্যার পর জনসাধারণ এবং স্টুডেন্ট এর বিক্ষোভের মুখে পড়ে নেপালের প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে হেলিকপ্টারে করে ভারতে পালিয়েছে!
পালানোর সময় নেপালের ইন্টারনেট ৩০মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল! আর এই মুহূর্তে সেখানে চলছে পার্লামেন্ট ও প্রধানমন্ত্রীর বাসা লুটপাট! 🥲

মেয়েটির স্বামীকে জামিনদার হয়ে এই ব্যক্তির কাছ থেকে টা"কা নিয়ে দিয়েছিল ৩ লাখ, মেয়েটি টাকা নেওয়ার সময় বলেছিল স্বামী...
09/09/2025

মেয়েটির স্বামীকে জামিনদার হয়ে এই ব্যক্তির কাছ থেকে টা"কা নিয়ে দিয়েছিল ৩ লাখ, মেয়েটি টাকা নেওয়ার সময় বলেছিল স্বামী যদি টা"কা না দিতে পারে তাহলে সে দিবে, কিন্তু ৬ মাস পরে স্বামী হঠাৎ করে একদিন উধাও হয়ে গিয়েছে আর ফিরে আসে নি, স্বামীর জন্য দুই বছর অপেক্ষা করলো, ওইদিকে তিন লক্ষ টাকা লাভে আসলে এখন পাঁচ লক্ষ টাকা হয়েছে, সর্বশেষ এই মানুষের কাছে তার বিয়ে বসতে হয়েছে, কারণ টা"কা পাঁচ লাখ দেওয়ার উপায় নেই।।

৩ টা গার্লফ্রেন্ডেই ডাকসুর নতুন ভোটার  এবারই জীবনের প্রথম ভোট দিবে। ৩ জনই বায়না ধরেছে তাদেরকে ভোটকেন্দ্রে দিয়ে আসতে জীবন...
09/09/2025

৩ টা গার্লফ্রেন্ডেই ডাকসুর নতুন ভোটার এবারই জীবনের প্রথম ভোট দিবে। ৩ জনই বায়না ধরেছে তাদেরকে ভোটকেন্দ্রে দিয়ে আসতে জীবনের প্রথম ভোটটা আমাকে পাশে রেখে দিবে সারাজীবনের স্মৃতি হিসেবে, ভোটকেন্দ্রে না নিয়ে গেলে ব্রেকাপ করবে। সমস্যা হচ্ছে ৩ জনের ভোটকেন্দ্র তিন জায়গায়, শুধু জায়গা না তিনটা ভিন্ন ভিন্ন আসনে। ৩ জনই বলেছে একদম সকালে গিয়ে ভোট দিবে, একদম সকাল সকালই যাতে তাদেরকে নিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত থাকি. এমতাবস্থায় করনীয় কি? কোন এক্সকিউজ নাকি দেয়া যাবেনা...

08/09/2025

#তোমাতেই_বিভোর_থাকি
#পর্ব২১
#কলমে_সুমাইয়া_সাদিয়া

( মাফিয়া+ ডার্ক রোমান্টিক+সাইকো)

( প্রাপ্ত বয়স্কদের জন্য উন্মুক্ত)

সকালের মিষ্টি রোদ জানালা ভেদ করে আনায়ার মুখে আঁচড়ে পড়ে । মৃদু বাতাসে নড়ছে জানালার পর্দাগুলো, সেই সাথে তাল মিলিয়ে আলো রুমে প্রবেশ করছে কখনো আলো তো কখনো অন্ধকার । কপাল কুঁচকে পিটপিট করে চোখ খোলে আনায়া । আড়মোড়া ভেঙে শুয়া থেকে উঠে চোখ বন্ধ করে হাতরে পা বাড়াই ওয়াশ রুমের দিকে । সময় নিয়ে ওয়াশ রুম থেকে বের হয়ে ঘড়ির দিকে তাকাতেই ধরফরিয়ে উঠে আনায়া। সকাল ৯ ১৫ এখনো কেনো ডাকতে না আসায় দ্রঙপ পায়ে নীচে আসে । হাতের ঘড়ি কানা পড়তে পড়তে নীচে আসে , সুনসান নীরবতা বাসায় । কারো কোনো শব্দ নেই ‌ । কোথায় গিয়েছে এই সাত সকালে ? আশেপাশে কাউকে খুঁজে না পেয়ে ভার্সিটির উদ্দেশ্যে পা বাড়াতেই উপর থেকে রাতুল ইয়ামিন দৌড়ে আসে ।

" আরে আম্মা কোথায় যাচ্ছো ? "
হাঁপাতে হাঁপাতে বলে রাতুল ।

"ভার্সিটিতে , যাচ্ছি। "
আনায়া সামনের দিকে পা বাড়িয়ে বলে ।
"আমারাও যাবো চলো গাড়িতে উঠলো আম্মা। "

"আসলে ,সামনে থেকে আমার বান্ধবীকে নিয়ে
যেতে হবে । "

আনায়া আমতা আমতা করে বুলি ছাড়ে।
আনায়ার কথা শোনে ইয়ামিনের চোখে মুখের খুশির বন্যা বয়ে যাচ্ছে । হাসি হাসি মুখ নিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে ইয়ামিন তার পাশেই রাতুল । আনায়া পিছনে বসে ।

১৫ মিনিট আসার পর গাড়ি থামাই আনায়া । ইয়ামিন ভ্রু কুঁচকে তাকিয়ে আছে । কেনো গাড়ি থামালো?
"আম্মা । গাড়ি থামিয়েছো কেনো? "

রাতুল বিরক্ত নিয়ে বুলি ছাড়ে ।

"আমার বান্ধবীর জন্য ওই যে । "

ইয়ামিন তাকিয়ে আছে সামনে । মারিয়াকে খুঁজে চলেছে । আনায়ার বান্ধবী বলতে মারিয়াকে চিনে দুইজন ।
"কই ডাইরিয়া?"
সামনের দিকে তাকিয়ে রাতুল বলে উঠে ।
রাতুল কথা শেষ করতে না পেরেই শ্যাম বর্ণের একটা যুবতী গাড়িতে উঠে । রাতুল ড্যাবড্যাব করে তাকিয়ে আছে মেয়েটার পানে। ডাগর ডাগর চোখ , গোলগাল চেহারা, শ্যাম বর্ণের মেয়েটার দিকে একবার তাকিয়ে মুচকি হেসে উঠে রাতুল ।

ইয়ামিনের চোখগুলো ছলছল করছে । মারিয়াকে অনেকদিন যাবত দেখে না , মারিয়া আসবে মনে করে খুশিতে আত্মহারা হয়ে যায় ইয়ামিন । ভূট্টা ভার করে। সামনের দিকে তাকিয়ে গাড়ি চালানোতে বন দেয় ।

রাতুল একটু পর পর পিছনে ফিরছে । তার পিছনে বসা ম

আমাদের চুইদারল্যান্ডের শাখা ব্রাঞ্চমারো তাড়াতাড়ি😜👇
08/09/2025

আমাদের চুইদারল্যান্ডের শাখা ব্রাঞ্চ
মারো তাড়াতাড়ি😜👇

এরাই ভালো আছে 🥺
08/09/2025

এরাই ভালো আছে 🥺

23/03/2024

°একটা প্রাইমারি স্কুল নির্মাণ করলাম!!!


╱◥███████◣
│田│▓ ∩ │▓ ∩ │
╱◥███████◣
│田│▓ ∩ │▓ ∩ │
╱◥███████◣
│田│▓ ∩ │▓ ∩ │
╱◥███████◣
│田│▓ ∩ │▓ ∩ │
╱◥███████◣
│田│▓ ∩ │▓ ∩ │
╱◥███████◣
│田│▓ ∩ │▓ ∩ │. 🇧🇩
🌳෴🌳෴🌳෴🌳෴🌳│
°[বাচ্চাদের ভর্তি চলিতেছে ]
তোদের ম্যাসেঞ্জারের বাবু টা কে আমাদের স্কুলে ভর্তি করে দে!!
বাবু তোদের,-মানুষ করার দায়িত্ব আমাদের_//___!😊

Address

Dhaka
Phulpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share