Noyon V Sonale 2017

Noyon V Sonale 2017 °-জীবন নিয়ে গল্প লেখা সহজ কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো খুব কঠিন.!🌸🌿✨

06/03/2025
06/04/2024

ঘন ঘন বিদ্যুৎ যাবার কিছু উপকারিতা

১. কারেন্ট বিল কম আসে। লাইট, ফ্যান, টিভি ইত্যাদির ব্যবহার কম হওয়ায় টেকে বেশিদিন।

২. অন্ধকার থাকলে জোছনা দেখার সুবিধা হয়।

৩. গরমে ঘেমে গেলে শরীর থেকে বর্জ্য পদার্থ বের হয়ে যায়। যার কারণে রোগবালাই কম হয়।

৪. হাতপাখা ব্যবহার করায় হাতের ব্যায়াম হয়।

৫. খালি গায়ে থাকার কারণে কাপড়চোপড় কম ময়লা হয়।

৬. লোডশেডিংয়ে সহজে ঘুম আসে না, এতে বাড়িতে চু:রির আশংকা কমে যায়।

৭. চাইলেও গরমের কারণে অনেক বেলা পর্যন্ত ঘুমানো যায় না। লোডশেডিং আছে বলেই সকালের আলোবাতাস গায়ে লাগে।

৮. পড়তে বসা লাগে না।

৯. কারেন্টের জন্য অনেক কাজই থেমে থাকে। কারেন্ট আসতে না আসতেই তড়িঘড়ি করে সবাই কাজগুলো করতে থাকে। এতে কাজ ফেলে রাখার প্রবণতা কমে, মানুষ পরিশ্রমী ও কর্মঠ হয়।

১০. লোডশেডিং আছে বলেই আবারও কারেন্ট আসে

ভাই ব্রাদার নিয়ে  ইফতারি করলাম।১১ রমজান
22/03/2024

ভাই ব্রাদার নিয়ে ইফতারি করলাম।

১১ রমজান

দাজ্জাল আসার পূর্বে ৭শ্রেণীর নারী বেড়ে যাবেঃ১. عنّانة - আন্নানাহ -- সব কিছু আমাকে দাও। ২. منّانة - মান্নানাহ  -- খোটা দা...
27/05/2023

দাজ্জাল আসার পূর্বে ৭শ্রেণীর নারী বেড়ে যাবেঃ

১. عنّانة - আন্নানাহ -- সব কিছু আমাকে দাও।
২. منّانة - মান্নানাহ -- খোটা দানকারিনী।
৩. حنّانة - হান্নানাহ -- স্বামীর সেবা করে না।
৪. کنّانة - কান্নানাহ -- স্বামীর বংশ ছোট করে।
৫. حدّاکة - হাদ্দাকাহ -- স্বামীর উপহার পছন্দ হয় না।
৬. شدّاکة - শাদ্দাকাহ -- স্বামীর সাথে ঝগড়া করে।
৭. برّاکة - বাররাকাহ -- স্বামীর গায়ে হাত তোলে।

এরমধ্যে এমন কোন নারী নেই যা আমাদের সমাজে নেই।
হয়তো ক্বেয়ামত খুবই নিকটবর্তী।
আল্লাহ মা বোনদেরকে বুঝার ও বেঁচে থাকার তাওফিক দান করুন আমিন।

👉🏼👉🏼কথা গুলো মনোযোগ দিয়ে পরবেন👈🏻👈🏻পরিবারে যদি সুখ চান,তাহলে বড় ছেলের-- আগে ছোট ছেলেকে বিয়ে দিন,তাহলে পরিবারে সুখ আসবে😀😀...
26/05/2023

👉🏼👉🏼কথা গুলো মনোযোগ দিয়ে পরবেন👈🏻👈🏻

পরিবারে যদি সুখ চান,তাহলে বড় ছেলের-- আগে ছোট ছেলেকে বিয়ে দিন,তাহলে পরিবারে সুখ আসবে😀😀

তার একটাই কারন
বড় যে হয় সে ছোট ছেলের আগে পৃথিবীতে আসে....👨‍👨‍👦

ধরেন বড় ছেলেকে বিয়ে করিয়েছেন,
তার কোন স্বাধীনতা দিলেন না,
সে মাসে ১৫০০০ টাকা বেতনের একটি চাকরী করে৷
বাবাকে দেয়=৫,৫০০টাকা৷
তার বাহিরের খাবার খেতে মাসে লাগে=৪,৫০০টাকা
ভাইয়ের পড়া খরছ বাবদ=১৫০০টাকা৷
স্তীকে দেয়=১০০০টাকা
মাকে দেয়=৫০০ টাকা
২০০০ টাকা লাগে পকেট খরচে
মোট =১৫০০০ টাকা

এরপরে কিছু কিছু মা হিসাব করে বড় ছেলে ৫বছর আগে থেকে পরিবারে খাবার খাচ্ছে৷

আর তার ছোট ছেলে হিসাব করে,আমি যদি চাকরী করি তাহলে ভাইয়া=৩০০০টাকা,আর আমি ৩০০০টাকা বাবাকে দেব৷👩‍👩‍👦‍👦আর বাকি টাকা ডিপেস খুলবো ছোট ছেলে বলে৷মা আছে তুই টাকা গুছাবি৷

আর খোলে পরে বড় ছেলের জীবন শেষ,

তাই মা যে ৫ বছরের হিসাব করে,তাদের বলছি ছোট ছেলেকে ঐ ০৫ বছর আগে বিয়ে দিন৷

তাহলে আপনার হিসাব সমান হবে৷৷

Address

Bejerdanga, Rellston Road, Bagunbarea
Phultala
201501

Telephone

+8801965756599

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noyon V Sonale 2017 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Noyon V Sonale 2017:

Share