Jago bahe24.com

  • Home
  • Jago bahe24.com

Jago bahe24.com jagobahe24.com বাংলাদেশ সরকারের তথ্য কমিশন কর্তৃক নিবন্ধনকৃত একটি স্বনামধন্য Online news portal.

jagobahe24.com বাংলাদেশ সরকারের তথ্য কমিশন কর্তৃক নিবন্ধনকৃত একটি স্বনামধন্য Online news portal যেখানে আছে Real-Time সংবাদ সহ এর বিশদ বিশ্লেষণ। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে jagobahe24.com এর রয়েছে চৌকশ সাংবাদিক দল।

ভিজিট করুন- www.Jagobahe24.com

বিআরটিএ ও ডামের উদ্যোগে ২৯৫ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ  ---------------------------------------------------------------তা...
14/07/2025

বিআরটিএ ও ডামের উদ্যোগে ২৯৫ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ
---------------------------------------------------------------
তামাকজাত দ্রব্য ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকি ও বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের (সংশোধিত-২০১৩) যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি-বিআরটিএ’র উদ্যোগ ও ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সহযোগিতায় মোট ২৯৫ জন গণ-পরিবহন চালককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
সকালে (১৪ জুলাই’২৫) রাজধানীর জোয়ার সাহারা বিআরটিসি বাস ডিপোতে ‘পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ’ শিরোনামে আয়োজিত প্রশিক্ষণে পেশাদার গাড়ী চালকদের মাঝে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও স্বাস্থ্য ক্ষতি বিষয়ক তথ্যচিত্র উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার অদুত রহমান ইমন।
প্রশিক্ষণে প্রত্যক্ষ ও পরোক্ষ ধুমপানের কুফল, স্বাস্থ্য ঝুঁকি, তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে গণপরিবহন চালকদের (বাস,সিএনজি, লেগুনা, টেম্পু) অবহিত করা হয়। চালক ও চালকের সহকারীদের ধূমপানের ফলে গণপরিবহনে পরোক্ষভাবে ধূমপানের শিকার হন যাত্রীরা, বিশেষ করে নারী ও শিশুরা। ফলে ধূমপান না করেও একই রকম ক্ষতির শিকার হচ্ছেন তারা। এ সময় ভিডিও চিত্রের মাধ্যমে অংশ্যগ্রহণকারী চালকদের গণপরিবহনে ধূমপানের অপকারিতা বিষয়ে সু-স্পষ্ট ধারণা ও আইনের বাধ্যবাধকতা সম্পর্কে বাস চালকদের সামনে বিস্তারিত উপস্থাপন করা হয়।
পাবলিক প্লে­স যেমন বাস টার্মিনাল, বিমান বন্দর, রেলষ্টেশন, নৌ-বন্দর, সরকারী বিভিন্ন অফিসসহ গণ-জমায়েত স্থলে ধূমপান আইনত শাস্তিযোগ্য অপরাধ। যেসব স্থানে প্রত্যক্ষ ধূমপানকারিদের কারণে পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন অনেক শিশু-মহিলাসহ সকল অধূমপায়ীরা।
গণ-পরিবহন শতভাগ তামাকমুক্ত রাখা ও আইনের বাস্তবায়ন করার লক্ষ্যে ঢাকা আহ্ছানিয়া মিশন ও বিআরটিএ-র যৌথ উদ্যোগে প্রতি সপ্তাহেই নিয়মিতভাবে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে।

14/07/2025

স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধার সাদুল্লাপুরে ফাতেমা আক্তার (২২) বিয়ের পর থেকে স্বামী সুজন মিয়ার (২৭) সেবাযত্ন থেকে বঞ্চিত ছিলেন। এ নিয়ে মানসিকভাবে ভেঙে পড়ার একপর্যায়ে বিষপানে আত্মহত্যা করেছেন এই নারী।

সোমবার (১৪ জুলাই) সকাল ৯টার দিকে সাদুল্লাপুর উপজেলা শহরের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
গাইবান্ধার সাদুল্লাপুরে ফাতেমা আক্তার (২২) বিয়ের পর থেকে স্বামী সুজন মিয়ার (২৭) সেবাযত্ন থেকে বঞ্চিত ছিলেন। এ নিয়ে মানসিকভাবে ভেঙে পড়ার একপর্যায়ে বিষপানে আত্মহত্যা করেছেন এই নারী।

সোমবার (১৪ জুলাই) সকাল ৯টার দিকে সাদুল্লাপুর উপজেলা শহরের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
স্বজনরা জানায়, প্রায় দেড় বছর আগে সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর (পূর্বপাড়া) গ্রামের তারা মিয়ার ছেলে সুজন মিয়ার সঙ্গে বিয়ে হয়। তখন থেকে স্বামীর অবহেলায় ভুগছিলেন ফাতেমা। এ নিয়ে একাধিকবার বৈঠক অনুষ্ঠিত হয়। তবে হয়নি কোনো সমাধান। এ কারণে অধিকাংশ সময়ে মা কবিরন বেওয়ার বাড়িতে অবস্থান করেন ফাতেমা আক্তার। সেখানে মানসিক যন্ত্রণায় ভুগতে থাকার একপর্যায়ে সোমবার সকালে বাড়ির লোকজনের অজান্তে বিষপান করেন। কিছুক্ষণ পর টের পেয়ে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফাতেমাকে মৃত্যু ঘোষণা করেন।

এ বিষয়ে বনগ্রাম ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মাহাবুল আলম হিটলু বলেন, বিয়ের পর থেকে ফাতেমা তার স্বামীকে নিয়ে মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। এরই মধ্যে ইঁদুর মারার ওষুধ খেয়ে ফাতেমা আত্মহত্যা করেছে।সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, খবর পেয়ে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পলাশবাড়ী উপজেলায় সেরা মেধাবী শিক্ষার্থী গ্রীন ফিল্ড'র সিয়াম হাসানপলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতাঃ  ২০২৫ সালের এসএসসি ফলাফ...
14/07/2025

পলাশবাড়ী উপজেলায় সেরা মেধাবী শিক্ষার্থী গ্রীন ফিল্ড'র সিয়াম হাসান
পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতাঃ ২০২৫ সালের এসএসসি ফলাফলে সর্বোচ্চ ১২১৬ নম্বর পেয়ে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় প্রথম হওয়ার গৌরব অর্জন করেছেন গ্রীন ফিল্ড ইন্টারন্যা- শনাল স্কুল এন্ড কলেজের মেধাবী শিক্ষার্থী সিয়াম হাসান।
‘সিয়াম’ উপজেলার মহদীপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের কামরুল হাসান এবং সুফিয়া বেগম দম্পতির একমাত্র ছেলে। সে ওই একই শিক্ষা প্রতিষ্ঠান হতে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস,সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসহ তার পারিবারিক সূত্র জানায়,সিয়াম হাসান ২০২৫ সালের এসএসসি পরীায় পলাশবাড়ী পৌরশহরের গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে অংশগ্রহণ করে।মোট ১৩০০ নম্বরের মধ্যে সে সর্বোচ্চ ১২১৬ নম্বর পেয়ে উপজেলায় মোট ২৮৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সে।
সিয়াম একজন সৎ এবং আদর্শবান মানুষ হয়ে ভবিষ্যতে দেশের জন্য যেন বিশেষ অবদান রাখতে পারেন এজন্য সর্বস্তরের সকলের দো’আ কামনা করেছেন।
সে গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজেরএকজন নিয়মিত শিক্ষার্থী।
কামরুল হাসান দম্পতি সন্তানের ফলাফলের জন্য অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারী ছাড়াও সংশ্লিষ্ট সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে- ছেন।প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রামদেব চন্দ্র সরকার জানান, গ্রীন ফিল্ড ইন্টার- ন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় ৯৬ জন শিক্ষার্থী অংশ নেয়।এরমধ্যে এ প্লাস পাওয়া ৮০ জনের মধ্যে একমাত্র সিয়াম হাসান ১৩০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১২১৬ নম্বর পেয়ে সফলতার সহিত কৃতকার্য হওয়ায় আমরা গর্বিত। তিনি সিয়াম'র ভবিষ্যৎ জীবনের সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করেন। গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের এমডি আমেরিকা প্রবাসি নুরুন্নবী প্রধান সবুজ তাঁর প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী সিয়াম হাসান এর প্রতি বিশেষ কৃতজ্ঞতাসহ পরিবারের সকলের প্রতি ঊষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম নকিবুল হাসান শিক্ষা অফিসের পক্ষ থেকে সিয়ামকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। তার ভবিষ্যত জীবন যেন সর্বাঙ্গীণ সফলতায় ভরে উঠে।অপরদিকে ; সিয়াম'র এমন প্রশসংনীয় ফলাফলে উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষানুরাগী ছাড়াও এলাকার সর্বস্তরের সচেতন মহল ভূয়সী প্রশংসা করেছেন।

ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত॥মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধিফুলবাড়ী উপজেলা সভা কক্ষে আইন শৃ...
14/07/2025

ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত॥
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
ফুলবাড়ী উপজেলা সভা কক্ষে আইন শৃঙ্খলা বিষয়ে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত। গতকাল সোমবার দুপুর ১২ টায় ফুলবাড়ী উপজেলা সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে¡ অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিববুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, আইন শৃঙ্খলা কমিটির সদস্য ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসের ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা শাহানুর রহমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা গীতা রানী, ফুলবাড়ী উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ নুর আলম, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এসকে মোহাম্মাদ আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামান, ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মানকি মন্ডল, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা কর্মকর্তা কাইয়ুম আলী, উপজেলা মৎস কর্মকর্তা রাশেদা আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আফজাল হোসেন। আইন শৃঙ্খলার মাসিক আলোচনা সভায় বিজিবির সদস্য সহ সকল সদস্য গণ উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলায় ফুলবাড়ী উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা ও পুরুষ্কার বিতরণ॥মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধিফুলবাড়ী উপজেলায় বিশ্ব ...
14/07/2025

ফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা ও পুরুষ্কার বিতরণ॥
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
ফুলবাড়ী উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল সোমাবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা পরিষদের সভাকক্ষে ফুলবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হাসানুল বান্নার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল, “যার বাংলা ভাবান্তর, ন্যায়্য ও সন্তাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন”। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও পুরুষ্কার তুলে দেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ মশিউর রহমান, ফুলবাড়ী উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা শাহানুর রহমান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম খন্দকার মহিববুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মানিক মন্ডল, খয়েরবাড়ী ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ শামীম, মৎস কর্মকর্তা রাশেদা আক্তার। আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা বিভাগের ক্যাটাগরি অনুযায়ী ভালো কাজ করার জন্য ০৬ জনকে পুরুষ্কার তুলে দেন। এ সময় ফুলবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা কর্মচারী মাঠ পর্যায়ের উপ সহকারী, পরিদর্শিকা, পরিদর্শক সহ সকলে উপস্থিত ছিলেন। এছাড়ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন, ফুলবাড়ী পরিবার পরিকল্পনা কর্মকর্তা। সঞ্চালনায় ছিলেন, মোঃ আতিকুর রহমান পরিবার পরিকল্পনা পরিদর্শক।

মাথা গোঁজার ঠাঁই চান  সাদুল্লাপুরের শহীদ নাজমুলের পরিবারছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃভূমিহীন ও অতিদরিদ্র পরিবারের যুবক ...
13/07/2025

মাথা গোঁজার ঠাঁই চান সাদুল্লাপুরের শহীদ নাজমুলের পরিবার
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃভূমিহীন ও অতিদরিদ্র পরিবারের যুবক নাজমুল হাসান (২৩)। বসবাস দাদির ভিটায়। বাবাকে হারিয়ে হাল ধরেন সংসারের। জীবিকার তাগিদে কাজ নেন পোশাক শ্রমিকের। এখান থেকে স্বপ্ন দেখছিলেন কয়েক শতক বসতভিটা কেনার। যেখানে সুখে-শান্তিতে বসবাস করবেন মা গোলেভান বেওয়াকে নিয়ে।

এরই মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে দেশ যখন উত্তাল তখন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সঙ্গে ঝাঁপিয়ে পড়েন নাজমুল হাসান। আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন। তার জীবনের মায়া ত্যাগে দেশে শান্তি বয়ে আসলেও আজও কান্না থামেনি নাজমুলের মায়ের। নেই মাথা গোঁজার ঠাঁই। অন্যের জমিতে কোনোমতে বসবাস। এখন রাষ্ট্রীয় বা কোনো দানশীল ব্যক্তির কাছে একটি বসতভিটার আকুতি জানিয়েছেন শহীদ নাজমুলের মা গোলেভান বেওয়া।
সম্প্রতি সরেজমিনে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর গ্রামে গিয়ে দেখা যায়- ছেলেকে হারানোর শোক আর মাথা গোঁজার ঠাঁই নিয়ে চিন্তায় যেন আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে গোলেভানের।খোঁজ নিয়ে জানা যায়, অতিদরিদ্র পরিবারের একমাত্র ছেলে নাজমুল হাসান। তার রিকশাচালক বাবা হাইদুল ইসলাম প্রায় দুই বছর আগে মারা গেছেন। সেই থেকে মা গোলেভান বেওয়া আর ছোট দুই বোন- হিরা মনি ও আয়শা খাতুনকে নিয়ে সংসারে হাল ধরেন নাজমুল। জীবিকার তাগিদে ঢাকার আশুলিয়া এলাকার সিয়াম গার্মেন্টেসে চাকরি করছিলেন। এরই মধ্যে সারাদেশ যখন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল, তখন নাজমুল হাসানও এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। গত বছরের ৪ আগস্ট আশুলিয়ার বাইপাইল এলাকায় আন্দোলনে গুলিবিদ্ধ হন। সেই গুলি ঢোকে তার পেটের ডান পাশে। এসময় কয়েকজন শিক্ষার্থী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট সন্ধ্যায় মারা যায় নাজমুল। এরপর ধারদেনা করে তার লাশ গ্রামের বাড়িতে আনা হয়। সেখানে ১০ আগস্ট সকালে স্থানীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এরপর গত ফেব্রুয়ারি মাসে সেই কবর থেকে শহীদ নাজমুলের লাশ উত্তোলনের জন্য প্রস্তুতি নেয় প্রশাসন। এসময় স্থানীয়দের বাধার মুখে লাশ তুলতে ব্যর্থ হয় প্রশাসন মহল।

শহীদ নাজমুল হাসানের বোনজামাই আব্দুল মজিদ মিয়া বলেন, ছাত্র-জনতার আন্দোলনে গিয়ে ভাইটির মৃত্যুর পর শাশুড়ি তার অস্থায়ী বাড়িতে একা হয়ে পড়েন। তাকে কিছুটা সহযোগিতা করতে তখন থেকে স্ত্রী-সন্তান নিয়ে এই বাড়িতে বসবাস করছি।
শহীদ নাজমুল হাসানের মা গোলেভান বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা গরিব মানুষ। নেই বসত ভিটা। দাদি শাশুড়ি রাহেলা বেওয়ার জায়গায় টিনসেড ঘর তুলে বসবাস করছি। স্বামী অনেকদিন আগে মারা গেছেন। আমাদের একটাই ছেলে নাজমুল। বিয়ে না করে গার্মেন্টেসের চাকরি নিয়ে আমাকে দেখাশোনা করছিল। এরপর শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে গিয়ে বন্দুকের গুলিতে নিহত হয়েছে।

গোলেভান বেগম আরও বলেন, নাজমুল শহীদ হওয়ার পর প্রথমে বিএনপির নেতারা ২৫ হাজার এরপর জামায়াত নেতারা ২ লাখ টাকা এবং এনসিপির নেতারা একটা বাটন মোবাইল ফোন দিয়ে সহযোগিতা করেছে। এরই মধ্যে সরকারিভাবে আরও ৭ লাখ টাকাও পাওয়া গেছে। এসব টাকার মধ্যে থেকে সেই সময়ে গুলিবিদ্ধ ছেলেকে বাঁচানোর চেষ্টায় ঋণ হওয়া ১ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। অবশিষ্ট টাকা দিয়ে জমি বন্ধক নেওয়া হয়। শুনেছিলাম সরকার নাকি শহীদদের জন্য মাসিক ভাতা দিবে। তা কখন থেকে পাব জানি না। সেইসঙ্গে আমার একটি বিধবা ভাতাও দাবি করছি। এছাড়া কেউ সাহায্য করলে ৫ শতক জমি কিনে বাড়ি করতাম।

গাইবান্ধা জুলাই যোদ্ধা-২৪ সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বলেন, আমাদের শহীদ নাজমুল হাসানের পরিবারে সহযোগিতা করাসহ খোঁজখবর নেওয়া হচ্ছে। আমরা সব যোদ্ধাদের পাশে আছি।

ঠাকুরগাঁওয়ে এক বিষয়ে পরীক্ষা দিয়ে ৩ বিষয়ে ফেল জসীমউদ্দীন ইতি  ঠাকুরগাঁও প্রতিনিধি   ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড ক...
13/07/2025

ঠাকুরগাঁওয়ে এক বিষয়ে পরীক্ষা দিয়ে ৩ বিষয়ে ফেল



জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি



ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে গণিত বিষয়ে এসএসসি পরীক্ষা দিয়েছিল নাজমুল ইসলাম। পরীক্ষার ফলাফলে গণিতসহ তিন বিষয়ে ফেল এসেছে তার। এক বিষয়ে পরীক্ষায় অংশ নিয়ে তিন বিষয়ে ফেল করায় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে সে। তার মতো এমন সমস্যায় পড়েছেন ওই প্রতিষ্ঠানের টুটুল, নাহিদুল ইসলাম নয়ন, লিমনসহ প্রায় ২০/২৫ জন শিক্ষার্থী।

তারা বলছেন, সমস্যার কথা প্রতিষ্ঠান প্রধানকে জানালেও কোনো সমাধান দিতে পারছেন না তিনি। তাদের নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরাও।

নাজমুল জানায়, ২০২৪ সালে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে গণিত বিষয়ে ফেল করি। ২০২৫ সালে ফের ফরম ফিলআপ করে গণিত বিষয়ে পরীক্ষায় অংশ নেওয়ার পর এখন ফলাফলে গণিতের সঙ্গে সঙ্গে কৃষি ও ট্রেড-২ মিলে ৩ বিষয়ে ফেল এসেছে। প্রতিষ্ঠানের প্রধানকে অবগত করার পরেও কোনো সমাধান হচ্ছে না।

টুটুল নামে আরেক শিক্ষার্থী জানায়, গণিত বিষয়ে পরীক্ষায় অংশ নিয়ে তার গণিত ও কৃষি বিষয়ে ফেল এসেছে। এখন সে নিরুপায়। এক বিষয়ে পরীক্ষা দিয়ে কিভাবে দুই বিষয়ে ফেল আসে এমন প্রশ্ন তার ও তার অভিভাবকদের।

এ সমস্যা নিয়ে পলিটেকনিক অফিস থেকে ফিরে যাচ্ছিলেন রহিদুল ইসলাম নামে এক অভিভাবক। তিনি জানান, অফিস থেকে পরে যোগাযোগ করতে বলা হচ্ছে।

সমস্যার কথা নিয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে অন্য কয়েকজন শিক্ষক জানান, বিষয়টি নিয়ে তারা বোর্ডের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারাজানা জানান, বিষয়টি কলেজের অধ্যক্ষকে বলা হয়েছে। তিনি সমাধান করবেন। শিক্ষার্থী ও অভিভাবকদের ধৈর্য ধারণ করতে বলেন তিনি।

পলাশবাড়ীতে বিদ্যালয়ের ছাঁদ ঢালাই দিনের কাজ রাতের আঁধারেছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধাঃগাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রবিশাল...
13/07/2025

পলাশবাড়ীতে বিদ্যালয়ের ছাঁদ ঢালাই দিনের কাজ রাতের আঁধারে
ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধাঃগাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রবিশাল ইউনিয়ন এলাকার জুনদহ উচ্চ বিদ্যালয়ের ছাঁদ ঢালাই নির্মাণ দিনের কাজ চলছে রাতের আঁধারে। দেখার যেন কেউই নেই।পুরো বিষয়টি শুভঙ্করের ফাঁকি-সন্দেহজনক এবং রহস্যাবৃত।
শনিবার (১২ জুলাই) ঘড়ির কাটায় রাত ৯টা ছাঁদ ঢালাইয়ের কাজ চলছে। তবে দিনের কাজ রাতে। কৈফিয়ত বলতে দিনে গরম। তাই-ই রাতের বেলায় কাজ।
সরেজিমন ওইস্থানে গিয়ে দেখা যায়, চারতলা বিশিষ্ট অত্র বিদ্যালয় ভবনের চারতলার কাজ রাতে করানো হচ্ছে। বিষয়টি পুরোপুরি দৃষ্টিকটু হলেও জবাবদিহিতা শূন্য থাকায় কার খবর কে রাখে। যেন সরকারি মে মাল দরিয়া মে ঢাল।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর গাইবান্ধার তত্ত্বাবধানে বিগত ২০১৮ সালে ভবন নির্মাণ কাজটি পান গাইবান্ধার মহিমা -গঞ্জের ঠিকাদার রেজাউল ইসলাম। ভবনটির মোট প্রাক্ক- লিত ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ২ কোটি ৭৩ লাখ টাকা।
নির্মাণ কাজ সম্পন্ন করার মেয়াদ ইতোপূর্বেই শেষ হয়েছে বলে জানা যায়। তবুও বর্ধিত সময়ে নির্মাণ কাজ চলমান রয়েছে।রাতের আঁধারে এসময় ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানটির জনৈক এক শিক্ষক-সহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পলাশবাড়ীর উপ-সহকারি প্রকৌশলী (সিভিল) মো. আতিকুর রহমান উপস্থিত থাকতে দেখা যায়। এ কর্তাব্যক্তির সাথে কথা হলে তিনি এ প্রতিনিধিকে জানান,দিনে গরম তাই-ই রাতে কাজ করা হচ্ছে।
পরবর্তীতে বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম-এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্মাণ কাজ তদারকি আমার দায়িত্বের মধ্যে পড়ে কি-না তা আগে জানতে হবে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. বেলাল আহমেদ-এর সাথে ওইদিন রাতেই তার মুঠোফোনে বারংবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেনি। পরদিন (রোববার)দুপুরে যদিও তিনি ফোন রিসিভ করেন তারপর রাতের আধারে বিদ্যালয়ের ছাঁদ ঢালাইয়ের কাজের বিষয়ে মন্তব্যের কথা বলতেই ওই মহুর্ত্বেই তিনি ফোন কেটে দেন।
সবমিলিয়ে দিনের কাজ রাতে করার বিষয়টি নিয়ে অত্রালাকার সচেতন জনমনে নানা জল্পনা-কল্পনাসহ মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

পীরগঞ্জে আদিবাসীর জমি দখল!থানায় অভিযোগ, চরম উত্তেজনা বিরাজ করছেপীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃপীরগঞ্জে আদিবাসীদের বিবাদমান ৫...
13/07/2025

পীরগঞ্জে আদিবাসীর জমি দখল!
থানায় অভিযোগ, চরম উত্তেজনা বিরাজ করছে
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ
পীরগঞ্জে আদিবাসীদের বিবাদমান ৫১ শতক জমি স্থানীয় প্রভাবশালী আবু সাঈদ মিয়া জোরপূর্বক দখল করায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। উপজেলার আদিবাসী পল্লী কাঙ্গুরপাড়া (বিরামপুর) আদিবাসী গ্রামে ঘটনাটি ঘটেছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগে জানা গেছে, ২০১০ সালের ১১ জানুয়ারি উপজেলার চতরা ইউনিয়নের কাঙ্গুরপাড়া (বিরামপুর) গ্রামের সাঁওতাল সম্প্রদায়ের রেন্টা মর্মু তার ভোগদখলীয় ৫ শতাংশ জমি প্রতিবেশি আদিবাসী নেতা আমিন হাসদার কাছে বিক্রির জন্য বায়নাপত্র করে দেন। জমিটির মৌজা- কাঙ্গুরপাড়া, জেএল- ২৬৬, আরএস দাগ নং- ১৩৬২, খতিয়ান নং-৪০১, জমির পরিমান-৫১ শতক। বায়নাপত্র হওয়ার পর আমিন হাসদা জমিটিতে পানি সেচের পাইপ বোরিং করে প্রায় ১৫ বছর ধরে ভোগদখল করা অবস্থায় রেন্টা মর্মু মারা গেলে আর দলিল করা সম্ভব হয়নি। এছাড়াও ওই জমির মালিকানা নিয়েও আদিবাসীদের মাঝে চলছে। উল্লেখিত খতিয়ানভুক্ত জমিটি ক্রয় সুত্রে মালিকানা দাবী করে কাঙ্গুরপাড়ার পাশের গ্রাম নয়াপাড়ার প্রভাবশালী আবু সাঈদ তার সাঙ্গপাঙ্গ নিয়ে ২ জুলাই ট্রাক্টর দিয়ে হালচাষ করেন। এ ঘটনায় যে কোন মুহুর্তে দাঙ্গা-হাঙ্গামার সৃষ্টির আশংকা করছেন এলাকাবাসী। আবু সাঈদ বলেন, জমিটির মালিক রেন্টা মর্মুর মেয়ে কলোনী মর্মু। আমি কলোনীকে টাকা দিয়েছি। কিন্তু কোন দলিল নেই। তবে জেলা প্রশাসকের কাছে জমি বিক্রির পারমিশনের আবেদন করা আছে। আমিন হাসদা জানান, আমি ওই জমির ৫ শতক ক্রয়ের বায়নাপত্র করেছি। সেই জমিতে হালচাষ করে দখল করায় ৫ জনকে বিবাদী করে অভিযোগ দিয়েছি। এছাড়াও জমিটিতে আমার অংশ থাকায় আদালতে ল্যান্ড সার্ভে মামলাও করেছি। জমিটির মালিকানা দাবী করে আদিবাসী কন্যা ইনু মাই মর্মু জানান, জমিটি আবু সাঈদ জোর করে চাষ করেছে। তাকে আমরা এই জমিতে নামতে দিবো না। এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এএসআই মশিউর রহমান বলেন, আবু সাঈদ যে জমিটি চাষ করেছে, সেটির কোন দলিল-দস্তাবেজ তিনি দেখাতে পারেননি। অভিযোগকারী আমিন হাসদা বিবাদমান ওই জমির ৫ শতাংশ ক্রয়ের বায়নাপত্র রয়েছে। সেই জমিও আবু সাঈদ চাষ করায় তা উদ্ধারের অভিযোগের বিষয়টি তদন্ত করছি।

12/07/2025

গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির কার্যক্রম স্থগিত
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃএর আগে শুক্রবার (১১ জুলাই) কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম যৌথ স্বাক্ষরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গাইবান্ধা জেলা শাখার সব কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয় যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর, ঝিনাইদহ, গাইবান্ধা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, জামালপুর জেলা ও বরিশাল মহানগর শাখা আহ্বায়ক কমিটিগুলোর নির্ধারিত মেয়াদ অতিক্রান্ত হওয়ায় উক্ত কমিটিগুলোর সব ধরনের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব বায়োজিদ বোস্তামি জিম বলেন, আমাদের আহ্বায়ক কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এ কারণে এ কমিটির কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। পরবর্তী নির্দেশ পেলে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি।

শনিবার (১২ জুলাই) এ বিষয়টি নিশ্চিত করেছেন শাখাটির সদস্য সচিব বায়োজিদ বোস্তামি জিম।

রূপগঞ্জে আদালতে নিষেধাজ্ঞা উপেক্ষা জোরপূর্বক দখলে নিতে মসজিদের নামে তকমা, উত্তেজনা-------------------------------------...
12/07/2025

রূপগঞ্জে আদালতে নিষেধাজ্ঞা উপেক্ষা জোরপূর্বক দখলে নিতে মসজিদের নামে তকমা, উত্তেজনা
---------------------------------------------------------------
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে আদালতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কথিত যুবদল নেতা পরিচয়ধারী এক নেতা মসজিদের তকমা লাগিয়ে জোর পূর্বক সাইনবোর্ড স্থাপন করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বাড়িয়া ছনি বাঘের এলাকায় এ ঘটনা ঘটে।
জমির মালিক এডভোকেট সফিকুল ইসলাম জানান, ১৯৯১ সালে মার্চ মাসে ২৪১২ নং দলিলে স্থানীয় গোয়ালপাড়া এলাকার জবেদ আলীর মেয়ে আলাতুন বেগমের কাছ থেকে আয়েব আলী, ইয়াদ আলী ও সফিকুল ইসলাম ৪১ শতাংশ জমি সাব কবলা দলিলে ক্রয় করে ভোগ দখল করে আসছে। কিন্ত ৭ মাস পর ১৯৯১ সালের নভেম্বর মাসে সেই একই দাগের জমি স্থানীয় অলিউল্যাহ বাড়িয়াছনি ও বাঘের আগা মসজিদের নামে ওয়াকফা করে দেন।
এ সংক্রান্ত ঘটনায় নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। এমনকি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য জমির উপর ১৪৫ ধারা জারী করেন আদালত। যা বর্তমান চলমান।
এদিকে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা বিগত ফ্যাস্টিস সরকারের দোসর ও ৫ ই আগষ্টের পর খোলস পাল্টে কথিত যুবদল নেতা পরিচয়ধারী জাঙ্গীর আলম বাঘের আগা মসজিদের সভাপতি হোন। তিনি শনিবার সকালে মসজিদে মাইকিং করে লোকজন জড়ো করে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখল নিতে সেই জমিতে গড়ে উঠা দোকানপাটের সামনের জোরপূর্বক বাড়িয়াছনি ও বাঘের আগা মসজিদের সাইবোর্ড স্থাপন করে। এসময় সাইনবোর্ড স্থাপন করতে বাধা দিলে জাহাঙ্গীর ও তার লোকজন বেশ কয়েকজনকে মারধোর করেন। মোবাইল ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

এবিষয়ে এ বিষয়ে বাঘের আগা জামে মসজিদের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, আমাদের গ্রামের দুই মসজিদের নামে ওয়াকফকৃত জমি জোরকরে দখলে রেখেছিলো কয়কটি পরিবার। এখন আমরা মসজিদে জমি দখলের জন্য গ্রামবাসী মিলে জমিতে মসজিদের সাইনবোর্ড স্থাপন করেছি।
এব্যাপারে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোর পূর্বক জমি দখলের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। আদালতের নিষেধাজ্ঞা আদেশের কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। যদি অমান্য করে থাকে তবে ভুক্তভোগীরা আদালতের কাছে স্মরনাপন্ন হতে পারবে। তাছাড়া কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে নজরধারী রাখা আছে।

সোহাগ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধনছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধ...
12/07/2025

সোহাগ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ
গাইবান্ধা প্রতিনিধি:---ভাংরি ব্যবসায়ী পুরান ঢাকার লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার দুপুরে গাইবান্ধা শহরের ১নং রেলগেট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা সভাপতি পরমানন্দন দাস, জেলা সদস্য কামরুল হাসান বসুনিয়া, গাইবান্ধা সরকারি কলেজের আহবায়ক কলিরাণী দাস, সদস্য জয়নুল ইসলাম, মোখলেছুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িতদের সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় ঢাকার মিডফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর প্রকাশ্যে সোহাগকে দুর্বৃত্তরা পাথর ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করে নৃশংসভাবে হত্যা করে।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Jago bahe24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jago bahe24.com:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share