SobarSangbad24.com-সবার সংবাদ টোয়েন্টিফোর

SobarSangbad24.com-সবার সংবাদ টোয়েন্টিফোর বস্তুনিষ্ঠ খবর পেতে SobarSangbad24.com-সবার সংবাদ টোয়েন্টিফোর ডটকম ভিজিট করুন। সম্পাদক ও প্রকাশক : জয়নাল আবেদীন বাবুল।
(1)

পীরগঞ্জে দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণপীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব দক্ষতা বৃদ...
18/06/2025

পীরগঞ্জে দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব দক্ষতা বৃদ্ধি বিষয়ক ২ দিন ব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষন সম্পন্ন হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। ডেমক্রেসিওয়াচ এর আস্থা প্রকল্পের আওয়াতায় এ প্রশিক্ষন দেওয়া হয়। পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে বুধবার দুপুরে প্রশিক্ষনের সমাপনির দিনে ডেমক্রেসিওয়াচ ঠাকুরগাঁও জেলা সমন্বয়কারী জুলী আক্তারের সঞ্চলানায় সভায় বক্তব্য দেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রনজিৎ কুমার সিংহ, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, মানবাধিকার কর্মী নাহিদ পারভীন রিপা, উপজেলা যুব ফোরামের আহ্বায়ক রিপন আলী সবুজ, যুব নেত্রী আশা আক্তার, ইসতিয়াক প্রমুখ।

17/06/2025

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ শহরে বৃষ্টি...

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে আইনজীবী সমিতির সভাপতির মতবিনিময়স্টাফ রিপোর্টার, পীরগঞ্জ ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের সাংবাদিকদের স...
15/06/2025

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে আইনজীবী সমিতির সভাপতির মতবিনিময়

স্টাফ রিপোর্টার, পীরগঞ্জ ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. জয়নাল আবেদিন। শনিবার সন্ধ্যায় পীরগঞ্জ প্রেসক্লাব সভা কক্ষে মতবিনিময় করেন তিনি। প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ্পীরগঞ্জে কৃতি সন্তান ও জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদিন, সাবেক সহ সভাপতি এ্যাড. একরামুল হক, এ্যাড. আনোয়ারুল হক সাগর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহ সভাপতি ফজলুল কবীর ও মোকাদ্দেস হায়াত মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক মনছুর আহম্মেদ, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল সরকার, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক বাদল হোসেন প্রমূখ। এ সময় জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এ্যাড. আবু সায়েম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সরকারি চাকরিজীবী বাবার চেয়ে আমার কাছে আমার গ্রামের পল্লীচিকিৎসক বাবা অনেক বেশি শ্রদ্ধার, ভালোবাসার। কারণ আমার বাবা সারা ...
15/06/2025

সরকারি চাকরিজীবী বাবার চেয়ে আমার কাছে আমার গ্রামের পল্লীচিকিৎসক বাবা অনেক বেশি শ্রদ্ধার, ভালোবাসার। কারণ আমার বাবা সারা জীবন নিরবচ্ছিন্নভাবে মানুষের প্রিয় পোষা গরু ছাগলের সেবায় নিজেকে নিবেদন করেছেন।

তিনি কখনো সময় দেখেননি, দিন বা রাতের হিসাব করেননি। কখনো রাত দুইটায়, কখনো ভোরে, আবার কখনো বিকেলের শেষে শহর থেকে গ্রামে ছুটে গেছেন অসুস্থ কোনো প্রাণীর চিকিৎসা দিতে। সরকারি চাকরির ব্যস্ততা সামলেও সকাল কিংবা অফিসে যাওয়ার আগ পর্যন্ত চিকিৎসা সেবা দিয়ে গেছেন গ্রামের মানুষদের প্রাণীদের।

আজ অবসরের পরও তাঁর দিন কাটে আগের মতোই। সকাল থেকে রাত অবধি তিনি ছুটে বেড়ান গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্তে। তাঁর হাতে এখনও সেরে ওঠে বহু গরু ছাগল, এখনও অনেক মুখে শোনা যায় তাঁর জন্য কৃতজ্ঞতা আর ভালোবাসার গল্প।

ছোটবেলায় দেখতাম, গ্রামের বাজারে আমাদের ওষুধের দোকানের সামনে নারী পুরুষেরা গরু ছাগল নিয়ে দাঁড়িয়ে আছেন বাবার জন্য। কলেজ শেষে বাবা একটানা দোকানে কাজ করেছেন, চিকিৎসা সেবা দিয়েছেন।

গ্রামের কোনো দরিদ্র নারী বা পুরুষ যখন তাঁর প্রিয় গরু বা ছাগলটির অসুস্থতায় ভেঙে পড়েন, তখন আমার বাবা যেন হয়ে ওঠেন তাদের একমাত্র ভরসা। প্রাণপণে চেষ্টা করেন তিনি প্রাণীটিকে বাঁচাতে। কারণ তিনি জানেন, একটি গরু বা ছাগলই হতে পারে একটি দরিদ্র পরিবারের শেষ সম্বল, একটুকরো স্বপ্ন।

যারা গ্রামে গেছেন, মানুষের সঙ্গে কথা বলেছেন, চোখে চোখ রেখে শুনেছেন তাদের গল্প... তারা জানেন, গরু ছাগল শুধু পশু নয়, এটি একেকটি পরিবারে ভালোবাসার প্রতীক, জীবিকার অবলম্বন, কখনো সন্তানের মতো আপন।

বাবা সেই অনুভূতিই বোঝেন। তাই প্রাণ দিয়ে চেষ্টা করেন যেন কোনো দরিদ্র পরিবারের সেই একমাত্র স্বপ্নটুকু হারিয়ে না যায়।

এখনও কয়েক গ্রামের মানুষ ভরসা রাখে বাবার অভিজ্ঞ হাতে। তাঁদের চোখে আমার বাবাই ভরসার শেষ আশ্রয়, প্রাণীদের একজন নির্ভরযোগ্য সেবক।

আমার বাবার নাম আবুল কাশেম। আমাদের গ্রামের দোকান ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনুয়া বাজারে।

এই বাবা দিবসে তাঁকে জানাই আমার শ্রদ্ধা আর নিঃশর্ত ভালোবাসা।

লেখক: আমিনুর রহমান হৃদয়, সোশ্যাল মিডিয়া মডারেটর, দৈনিক প্রথম আলো।

14/06/2025

পীরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন

পীরগঞ্জ সরকারি কলেজের ১০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনাপ্রতিনিধি:বিভিন্ন মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বি...
12/06/2025

পীরগঞ্জ সরকারি কলেজের ১০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
প্রতিনিধি:

বিভিন্ন মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সফল হয়ে উচ্চশিক্ষার দ্বারপ্রান্তে পৌঁছানো পীরগঞ্জ সরকারি কলেজের ১০০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে কলেজের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে পীরগঞ্জ সরকারি কলেজ কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদার সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক একরামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে রাজনৈতিক, শিক্ষাবিদ ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুর রহমান, প্রফেসর হাম্মাদুল বারী, প্রফেসর আব্দুল মতিন, প্রফেসর আব্দুস সোবহান, অবসরপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল মসলিমউদ্দীন ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোবারক আলী।

এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আসাদুজ্জামান চৌধুরী মানু এবং সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন।

বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে কলেজের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরাও উপস্থিত ছিলেন। শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।

12/06/2025

বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল পীরগঞ্জ সরকারি কলেজ
নিজস্ব প্রতিবেদক:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে কলেজের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কলেজের অধ্যক্ষ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট উপহার দিয়ে সম্মাননা জানানো হয়। কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য কামনা করেন এবং উচ্চশিক্ষায় আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন।

পীরগঞ্জে ছাত্রদলের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণনিজস্ব প্রতিবেদক :উত্তপ্ত গরমে জনসাধারণকে কিছুটা স্বস্তি দিতে ঠাকুরগ...
11/06/2025

পীরগঞ্জে ছাত্রদলের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ
নিজস্ব প্রতিবেদক :
উত্তপ্ত গরমে জনসাধারণকে কিছুটা স্বস্তি দিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পথচারীদের মাঝে শরবত বিতরণ করেছে পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের কয়েকজন সদস্য।

বুধবার (১১ জুন) পীরগঞ্জ পৌরশহর এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। পীরগঞ্জ ছাত্রদলের আংশিক নেতাকর্মীরা এ সময় রাস্তায় চলাচলরত সাধারণ মানুষের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করেন।

পীরগঞ্জ ছাত্রদলের এক নেতা বলেন, প্রচণ্ড গরমে পথচারীদের একটু স্বস্তি দিতে আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

10/06/2025

Live
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাবলিক ক্লাবের আয়োজনে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভিন্ন আঙ্গিকে ব্যতিক্রমী সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে.....

10/06/2025

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভিন্ন আঙ্গিকে ব্যতিক্রমী সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে.....

শুভ জন্মদিন, জয়নাল আবেদীন বাবুল🌹❤️আপনার জন্মদিনে জানাই অন্তরের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।আপনি শুধু একজন সংবা...
10/06/2025

শুভ জন্মদিন, জয়নাল আবেদীন বাবুল🌹❤️

আপনার জন্মদিনে জানাই অন্তরের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনি শুধু একজন সংবাদকর্মী নন—ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের গণমাধ্যম অঙ্গনের একজন দক্ষ সংগঠক, নীতিবান কণ্ঠস্বর।
আরটিভি’র স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও) হিসেবে আপনার পেশাগত দায়বদ্ধতা যেমন অনুকরণীয়, তেমনি পীরগঞ্জ প্রেসক্লাবের সম্মানিত সভাপতি এবং সবার সংবাদ টোয়েন্টিফোর ডটকম-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে আপনার নেতৃত্ব ও সম্পাদনা-দক্ষতা সকলের জন্য অনুপ্রেরণার উৎস।

এই বিশেষ দিনে আপনার জীবনে আরও সুখ, সুস্বাস্থ্য ও সাফল্যের বার্তা বয়ে আনুক—এ কামনা করি আমরা।
আপনার প্রতিটি দিন হোক আনন্দ, ভালোবাসা ও প্রেরণায় পরিপূর্ণ।

Address

Thakurgaon, Rangpur Division
Pirganj Upazila
5100

Alerts

Be the first to know and let us send you an email when SobarSangbad24.com-সবার সংবাদ টোয়েন্টিফোর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SobarSangbad24.com-সবার সংবাদ টোয়েন্টিফোর:

Share