MUN RATUL DREAM

MUN RATUL DREAM আসসালামু ওয়ালাইকুম
আমার প্রোফাইলে আসার জন্য আপনাকে ধন্যবাদ
আমার পেজে ফলো দিয়ে যান

গুড নাইট
22/07/2025

গুড নাইট

22/07/2025

আমার রাজকন্যা কে তার এক চাচ্চু গিফট করেছে সে পেয়েই অনেক খুশি তার অন্য কোন দিকে আর নজর নেই শুধু চকোলেট এর উপরেই নজর

22/07/2025

আমার রাজকন্যা টা চকোলেট পেয়েই খাওয়া শুরু করে দিছে

আশরাফুল ইসলাম নীরবের দুটো বাচ্চা। একটা ছেলে একটা মেয়ে। দুটোই মাইলষ্টোনে পড়ত। নাফি ৯৫% পুড়ে গেছে, নাজিয়ার ৯০%।  ঘন্টা খান...
22/07/2025

আশরাফুল ইসলাম নীরবের দুটো বাচ্চা। একটা ছেলে একটা মেয়ে। দুটোই মাইলষ্টোনে পড়ত। নাফি ৯৫% পুড়ে গেছে, নাজিয়ার ৯০%। ঘন্টা খানেক আগে নাজিয়া বেহেশতে চলে গেছে। (মারা গেছে লিখতে ইচ্ছা হচ্ছে না, অতটুকুন বাচ্চা আর যাবে কোথায়!) ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজেউন।

নাফি এখনো তার বাবা মার সাথেই আছে ৯৫% পোড়া নিয়ে। জানি না আল্লাহ তায়ালা ওকে ওর বোনের কাছে পাঠাবে না বাবা মা র কাছে রাখবে।

আর নাফি নাজিয়ার বাবা মা! তারা কোথায় যাবে! এতো বেচে মরে যাওয়া। নিজের সন্তানদের কথা ভেবে নাফি নাজিয়ার বাবা মার অবস্থা ভাবুন!

আমার ভাবতে ইচ্ছা হচ্ছে না জীবন যে কোথায় কখন মোর নিবে কেউ বলতে পারে না। 🙂

আজ একটু বেশি কাঁপছে বুকটা...আজকের ভয়াবহ দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ, উত্তরা শাখায় যে নিষ্পাপ শিশুরা প্রাণ হারিয়ে...
21/07/2025

আজ একটু বেশি কাঁপছে বুকটা...

আজকের ভয়াবহ দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ, উত্তরা শাখায় যে নিষ্পাপ শিশুরা প্রাণ হারিয়েছে, তারা সবাই তো কারও না কারও সন্তান। আমার সন্তানও পড়ে এই স্কুলের অন্য একটি ব্রাঞ্চে... ভাবতেই গা শিউরে ওঠে—আজ যে জায়গাটায় অন্য কেউ চিরতরে নিথর হয়ে গেল, সেখানেই তো আমার সন্তানটাও হতে পারতো!

আল্লাহর অশেষ কৃপায় আমার সন্তান বেঁচে গেছে, কিন্তু যাদের সন্তান আর ফিরে আসবে না, তাদের মা-বাবার কান্না যেন এই বুক চিরে যাচ্ছে। এই শোক কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব না।

🕊️ নিহত সকল শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফদের আত্মার মাগফিরাত কামনা করি।
- আহতদের জন্য দোয়া করি—আল্লাহ যেন তাদের দ্রুত আরোগ্য দান করেন।
- এই ভয়াবহ দিনটি যেন আর কোনো মা-বাবার জীবনে না আসে, সেই প্রার্থনাই করছি।

আজ পুরো জাতির চোখে অশ্রু, মনে এক প্রশ্ন—কেন?
তবুও প্রার্থনায় হাত তুলি... যেন এই শোক আর কারো ঘরে না আসে।

আমরা একসাথে কাঁদি, একসাথে দোয়া করি। 💔

🚨 উত্তরা দিয়াবাড়ী বিমান দুর্ঘটনা! 🤲আজ উত্তরা দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের পাশে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে।...
21/07/2025

🚨 উত্তরা দিয়াবাড়ী বিমান দুর্ঘটনা! 🤲

আজ উত্তরা দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের পাশে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে।
একটি বিমান ভবনের ওপর ক্র্যাশ করে, পুরো ভবন আংশিক ধসে পড়েছে।

এখনো হতাহতের নির্ভরযোগ্য খবর পাওয়া যায়নি, তবে পরিস্থিতি ভয়াবহ।
চারপাশে আতঙ্ক, কান্না আর অস্থিরতা।
আশেপাশের সবাইকে অনুরোধ করব—অপ্রয়োজনে ভিড় না করে নিরাপদ দূরত্বে থাকুন এবং উদ্ধারকাজে সহায়তা করুন।🤲🤲🤲
হায়রে জীবন 🤲🤲🤲
ঠিক যেভাবে বাচ্চারা ক্লাসে বসে ছিল, একদম সেভাবেই ওদের উপর ধ্ব/সে পরেছে,রেস্কিউ করা যায়নি কাউকে এখনো। অবস্থা খুবই বা'জে দিকে যাচ্ছে..!😢

21/07/2025

জুলাই বুঝি মায়েদের কোল খালি হওয়ার মাস!💔

ছেলেটার নাম জানি না ,আমি ।তার চেহারা উপরের অংশে Superficial Burn হইছে ,চামড়া উঠে সাদা অংশ যা দেখছেন তা হলো তার ত্বকের De...
21/07/2025

ছেলেটার নাম জানি না ,আমি ।

তার চেহারা উপরের অংশে Superficial Burn হইছে ,চামড়া উঠে সাদা অংশ যা দেখছেন তা হলো তার ত্বকের Dermis স্তর ,Epidermis পুড়ে গেছে ।
হাতেও Superficial Burn ,চামড়া কুচকে গেছে কিছু জায়গায় হাত ফুলে গেছে ।

তার বার্ন দেখে মনে হচ্ছে আমার Superficial to Partial-thickness Burn (2nd degree) হয়েছে তার । সে আগুন থেকে ভালো দূরে ছিলো ,আগুনের ফুলকি তার গায়ে ছিটকে গিয়ে পড়েছে ।

তার ড্রেস খুলে ভালোভাবে চেকাপ করলে বোঝাযাবে বার্ন কত পারসেন্ট ।আমাদের দেশের যোগ্য চিকিৎসকরা এইটা ভালোভাবেই চিকিৎসা দিবে ইনশাল্লাহ ।

এই ছেলেটা ইনশাল্লাহ বেচে যাবে তার শরীরে রয়ে যাবে দাগ ,চেহারায় ও হাতে একটা Permanent Scar Mark আর মনের ভেতর তীব্র এক ভয় ।

Post Traumatic Stress disorder এ ভুগতে হতে তার ।রাতে ঘুমের মাঝে প্রায়ই চিক্কার দিয়ে উঠবে এই বুঝি আবার বিমানের আগুন তার গায়ে আসলো ।

ছোটবেলায় বিমান দেখলে তাকিয়ে থাকতাম ,পেছনে দৌড়াতাম আর এই শিশুগুলা বিমান দেখলে এখন থেকে কান্না করবে ।

18/07/2025
17/07/2025

এতো চিন্তা করবেন না। জীবন যিনি দিয়েছেন তিনিই সবকিছু ভেবে রেখেছেন। খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই ইনশাআল্লাহ।

Good night
16/07/2025

Good night

16/07/2025

I got over 60 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

Address

Pirojpur

Telephone

+8801726722313

Website

Alerts

Be the first to know and let us send you an email when MUN RATUL DREAM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MUN RATUL DREAM:

Share