Voice of Kawkhali-কাউখালীর কন্ঠ

Voice of Kawkhali-কাউখালীর কন্ঠ খবর প্রতিদিন, আপডেট নিউজ সবসময় সবার আগে। সত্যের পক্ষে কথা বলি সবসময়।
(3)

জুলাই ২৪
02/09/2025

জুলাই ২৪

কাউখালী ভান্ডারিয়া সরুপকাঠী, জিয়ানগর নাজিরপুর পিরোজপুর, মঠবারিয়া।পিরোজপুর ১,২,৩
02/09/2025

কাউখালী ভান্ডারিয়া সরুপকাঠী, জিয়ানগর নাজিরপুর পিরোজপুর, মঠবারিয়া।

পিরোজপুর ১,২,৩

02/09/2025
৯০ দশকের কক্সবাজার কলাতলি ডলফিন মোড়।
01/09/2025

৯০ দশকের কক্সবাজার কলাতলি ডলফিন মোড়।

প্রাচীন গ্রিসে নারীদের মেডিকেল পড়া নিষিদ্ধ ছিল। খ্রিস্ট পূর্বাব্দ ৩০০ সালে জন্মগ্রহণ করেছিলেন একজন নারী, নাম তার অ্যাগন...
30/08/2025

প্রাচীন গ্রিসে নারীদের মেডিকেল পড়া নিষিদ্ধ ছিল। খ্রিস্ট পূর্বাব্দ ৩০০ সালে জন্মগ্রহণ করেছিলেন একজন নারী, নাম তার অ্যাগনোডিস। ছোটবেলা থেকেই তার ডাক্তার হওয়ার শখ ছিল। তিনি চুল কেটে পুরুষ বেশে আলেকজান্দ্রিয়া মেডিকেল স্কুলে ভর্তি হন।

ডাক্তারি শিক্ষা শেষ করে অ্যাগনোডিস একদিন এথেন্সের রাস্তায় হাঁটছিলেন। সেসময় তিনি প্রসব যন্ত্রণায় কাতর এক নারীর কান্না শুনতে পান। নারীটি প্রচণ্ড ব্যথায় মরে গেলেও চাননি কোনো পুরুষ তাকে স্পর্শ করুক!

অ্যাগনোডিস ভেতরে গিয়ে ডেলিভারি করাতে চাইলে মহিলাটি কিছুতেই রাজি হচ্ছিল না, কারণ সে ভেবেছিল অ্যাগনোডিস একজন পুরুষ। সেদিন অ্যাগনোডিসকে জামাকাপড় খুলে প্রমাণ করতে হয়েছিল যে তিনি একজন নারী। তারপর তিনি সফলভাবে ওই নারীর সন্তান প্রসব করান।

গল্পটি শীঘ্রই গ্রিসের নারী মহলে মধ্যে ছড়িয়ে পড়ে এবং সমস্ত অসুস্থ নারীরা অ্যাগনোডিসের কাছে ভিড় জমাতে শুরু করে। পুরুষ চিকিৎসকরা ঈর্ষান্বিত হয়ে অ্যাগনোডিসকে অভিযুক্ত করে বলেছিলেন, অ্যাগনোডিস একজন চরিত্রহীন পুরুষ, সে বিভিন্নভাবে নারীদের প্রলুব্ধ করার চেষ্টা করছে।

বিচারে অ্যাগনোডিসকে আদালতের সামনে দাঁড়িয়ে দ্বিতীয়বার প্রমাণ করতে হয়েছিল যে তিনি একজন নারী। কিন্তু এবার তাকে মেডিসিন অধ্যয়ন করা এবং একজন নারী হিসেবে চিকিৎসা শাস্ত্র অনুশীলন করার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়।

সাথে সাথে গ্রিসের নারীরা এই দণ্ডের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, বিশেষ করে সেই সব বিচারকদের স্ত্রীরা যারা মৃত্যুদণ্ড ঘোষণা করেছিলেন। কেউ কেউ বলেছিলেন, যদি অ্যাগনোডিসকে হত্যা করা হয় তবে তার সাথে তাদেরকেও মৃত্যুদন্ড দিতে হবে। অবশেষে নারীদের চাপ সহ্য করতে না পেরে বিচারকরা অ্যাগনোডিসের সাজা তুলে নেন। তারপর থেকে গ্রীসে নারীদের চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করার অনুমতি দেওয়া হয়, তারা শুধুমাত্র নারীদের চিকিৎসা করবে এই শর্তে।

অ্যাগনোডিস প্রথম গ্রীক নারী চিকিৎসক এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে ইতিহাসে তার চিহ্ন রেখে গিয়েছিলেন। নারীদের জন্য ইতিহাস সৃষ্টি করা কোনদিনই সহজ কোনো কাজ ছিল না। হিমালয়সম প্রতিকূলতার পাহাড় একটু একটু করে কেটেই তৈরি হয়েছে আজকের নারী জাতি!

🤝🤝

29/08/2025

“পাকিস্তান ভাঙার অপরাধে এদেশে একদিন মুক্তিযোদ্ধাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড প্রদান করা হবে।”
- হুমায়ুন আজাদ

আসিফ মাহমুদের সাথে আমার বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক ছিল, এবং ব্যাপারটা বন্ধুত্বের মাঝেই সীমাবদ্ধ ছিলো। গত এপ্রিলে কিছু বি...
25/08/2025

আসিফ মাহমুদের সাথে আমার বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক ছিল, এবং ব্যাপারটা বন্ধুত্বের মাঝেই সীমাবদ্ধ ছিলো। গত এপ্রিলে কিছু বিষয়ে আসিফ মাহমুদের সাথে আমার মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হলে আর যোগাযোগটা কন্টিনিউ হয়নি। এই সামান্য ব্যক্তিগত একটা ব্যাপারকে নিয়ে তিলকে তাল বানিয়েছে কয়েকজন সাংবাদিক। আমি জানিনা তাদের উদ্দেশ্য কি, আসিফ মাহমুদ বা আমার সাথেই বা তাদের শত্রুতা কি? তবে এই ইস্যুতে আমাকে জড়িয়ে যে পরিমাণ সাইবার বুলিং, নোংরামি এবং মানসিকভাবে নির্যাতন করা হয়েছে তা অকল্পনীয়।

যেই ছবিটা আপনারা দেখেছেন, সেটা আমার ভিসা এপ্লাই করতে গিয়ে প্রতারণার শিকার হওয়ায় সেই ব্যাপারে সহযোগিতা চাইতে গিয়ে আসিফ মাহমুদের সাথে দেখা করার সময়ে তোলা ছবি। ফোনের টেক্সট মেসেজ চেক করে আমার নাম্বার খুঁজে হঠাৎ একদিন আমাকে কল দেন সাংবাদিক নাজমুস সাকিব। তিনি নানাভাবে আমাকে আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দিতে চাপ দিতে থাকেন। আমি বারবার বলেছি 'আমার কোন অভিযোগ নেই'। আমি অসম্মতি জানাই এবং একইসাথে এবিষয়ে কোথাও কিছু বলতে নিষেধ করি। কিন্তু আমাকে না জানিয়েই উনি ঐ কলটি রেকর্ড করেন (যা পরে আমি বুঝতে পারি)। পরবর্তীতে সেই সাংবাদিক আমাকে প্রমাণ, ছবি বা চ্যাটের স্ক্রিনশট দিতে চাপ দেয় এবং এক পর্যায়ে হুমকি দিতে থাকে। সত্যি বলতে আমি ভয় পাচ্ছি, একইসাথে আমি অনেক বেশি ক্লান্ত। আমি একজন স্টুডেন্ট, আমার পরিবার আছে, আমি আর দশটা মানুষের মতোই সাধারণ জীবন চাই। আমার মতো একজন সাধারণ মেয়েকে জড়িয়ে নোংরামি করে কার কি রাজনৈতিক লাভ লোকসান হলো আমি জানি না, আমি এইসব রাজনীতি টাজনিতি বুঝিওনা। তবে এইটুকু জানি আমি একজন নারী হিসেবে আর কোনোদিনও একটা সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাবো না।

তবে আমি এখন একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমার অনুমতি ছাড়া কল রেকর্ড করা এবং তা পাবলিক করার বিষয়ে আমি আইনি ব্যবস্থা নিবো। ব্যক্তিগত বিষয়কে পাবলিকলি এনে, আমার ছবি দিয়ে যে ধরনের নোংরামি হয়েছে এর বিচার কি আমি জানিনা। শুধু এটুকুই অনুরোধ করবো এবিষয়টা নিয়ে নোংরামি বন্ধ করুন। আমাকে বাঁচতে দিন।

-রিদনির ইসলাম রিদিতা

23/08/2025

থালাপতি বিজয়ের রাজনৈতিক
সমাবেশ,সিনেমার চেয়েও রোমাঞ্চকর।
ফ্যা*সিবা'দী মোদির বিরুদ্ধে যু*দ্ধ ঘোষণা করেছে থালাপতি।

থালাপতি বিজয় বললেন মোদি একজন
ফ্যা*সিস্ট,বিজেপি সরকার বা মোদির প*ত'ন সন্নিকটে।

দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পরিবর্তনের আবহাওয়া বয়ছে।

হাসিনার প*ত'ন দেখছি এবার
গুজরাটের ক*'সা'ই মোদির প*ত'ন দেখতে চাই,
যার হাতে আমাদের মুসলমান ভাইদের র*'ক্ত লেগে আছে!

যদিও ক*'সা'ই মোদির গদি গতবারি
নড়ে গিয়েছিলো,জোট করে সরকার গঠন করে বেঁচে গিয়েছিলো।

এইবার আর কাজ হবে না চা ওয়ালা মোদির প*'ত'ন সুনিশ্চিত।🖤

জিয়াউল আহসান! রাষ্ট্রীয় সিরিয়াল কি'লার!প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে অথেনটিক একটা সংখ্যা।  ১০৩০ জন।তিনি রাষ্ট্রযন্ত্রে বসে...
17/08/2025

জিয়াউল আহসান! রাষ্ট্রীয় সিরিয়াল কি'লার!
প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে অথেনটিক একটা সংখ্যা। ১০৩০ জন।
তিনি রাষ্ট্রযন্ত্রে বসে সেটাকে কাজে লাগিয়ে রাষ্ট্রেরই ১০৩০ জনকে মে*রে ফেলেছেন।

কীভাবে মে*রেছে?

প্রথমে গু*ম করেছেন, আয়'নাঘরে নিয়েছেন, তারপর বুড়িগঙ্গা কিংবা শীতলক্ষ্যায় নিয়ে জ'ম টুপি পরিয়ে মাথার খুব নিকটে বন্ধু'কের নল ঠেকিয়ে গু*লি করতেন, নিহ*তের মাথার ম'গজ ছিটকে তার হাতে আসলে তিনি তৃপ্তি পেতেন।

আবার
কাউকে তিনি গু*ম-গাড়ির ভেতরে ইনজেকশন দিয়ে মেরে ফেলতেন, তারপর রেললাইনে ফেলে রাখতেন।
আবার
কাউকে জীবন্ত বা মৃ*ত সিমেন্টের বস্তায় বেঁধে নদীতে ডুবিয়ে দিতেন।
আবার
বাংলাদেশ পন্থি নেতা কিংবা নাগরিকদের পাশের দেশের চাহিদা মত 'র' এর হাতে তুলে দিতেন সীমান্ত পেরিয়ে! যা একই সাথে ছিল দেশের সাথে চরম বিশ্বা*সঘাত*কতা!
আবার
উল*ঙ্গ করে পা'য়ুপথে মোটা গরম রড ঢুকিয়ে দিয়ে হ*ত্যা করতেন!
আবার
বিদ্যুৎ এর শক দিয়ে নিথর করে দিতেন!

জনাব আহসান "নৃশং*স খুনের ১০১ পদ্ধতি" নামে একটা বই লিখলে আমার ধারণা এটি শেখ মুজিবের নামে লেখা জাবেদ পাটোয়ারীর "অসমাপ্ত আত্মজীবনী" বিক্রিকেও ছাড়িয়ে যাবে। কারণ এইসব খু*নকে বৈধতা দিতে বা এইরকম শাসনব্যবস্থার পক্ষে গত ১৫ আগষ্টেও মোটামুটি সহস্রাধিক পোস্ট হয়েছে যেখানে এদেশের মানুষের কাছে পপুলার সেলিব্রিটিরাও ছিল!

এইসব আহসানরা কারা জানেন?
যাদের অধিকাংশই এখনো রাষ্ট্রযন্ত্রে বহাল তবিয়তে আছে। যাদের বেতন-ভাতা এবং খু*নের বিনিময়ে পাওয়া কোটি কোটি টাকা হয় এদেশের খু*ন হওয়া মানুষের ঘামের টাকা থেকে।

জনাব আহসানের নামে-বেনামে মোটামুটি ৫ হাজার কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। ৫ হাজার কোটি!
৫ হাজার কোটি মানে জানেন?
➤ ১ লাখ টাকার ১০০ টা বান্ডেল পাশাপাশি রাখেন। কতটুকু জায়গা লাগবে। এবার এক স্তরের উপরে আরেকস্তর রাখেন ৫ হাজার বার। মোটামুটি ২ তলা উঁচু হয়ে যাবে।

আপনি কি মনে করেন জনাব আহসানই কেবল এই কাজ করেছেন?
না,
➤ স্টীল নাউ র্যাব, পুলিশ, ডিজিএফআই, এনএসআই সহ রাষ্ট্রীয় বাহিনীতে যারা বহাল আছে তাদের সিংহভাগই এই রকম নৃশং*সতার সহিত জড়িত ছিল। ছিল বলা যাবে না, তারা এখনো সেই জাহান্নাম ফিরিয়ে আনতে গোপনে কাজও চালিয়ে যাচ্ছে।

এইসব নৃশং*সতায় কি সচিবালয়ের সচিব আমলারা জড়িত ছিলেন না?
আপনার কী মনে হয়? মাফি*য়াযুগের সেই সকল সচিবদের ৯০ ভাগই এখনো নিজ নিজ চেয়ারে বহাল।

17/08/2025

এটা কি মাছ কে বলতে পারবেন..?

17/08/2025

আওয়ামী লীগের হু/ম/কি পেয়ে লাইভে কিভাবে কান্নাকাটি করলেন জুলাই যো/দ্ধা তাহরিমা। দেখুন...

Address

Kawkhali Pirojpur
Pirojpur
5210

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Kawkhali-কাউখালীর কন্ঠ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice of Kawkhali-কাউখালীর কন্ঠ:

Share