21/08/2025
অজানা রহস্য/ অজানা ভয়
লেখক, মোঃ শহিদুল ইসলাম
সব কিছু থেকেও কি যেন নাই,
মনে হয় সুখে আছি তবুও সুখ নাই,
নিমিষেই অদল বদল মনটা পাল্টায়।
অজানা এক ভাবনা মনে করে ভর,
ভাবতে ভাবতে সুখটা হারিয়ে ফেলো ঘর।
তাই তো বলি মনটা হঠাৎ কেন পাল্টে যায়
দুঃখ এসে ভর করেছে মনের খাঁচায়,
এগুলো কিছু নয় ভাবনার ঘোর,
সত্যি বলতে ভয় এসে মনে করেছে ভর।
উপেক্ষা করে ভয় আনতে হবে জয়,
তবুও পিছুটান থেকে যায় কিছুখান অজানা ভয়।
পারি না ফেরাতে পিছুটান ছাড়াতে,
তাই হয়তো অধপতন আমারি দ্বারাতে।
দুঃখ প্রকাশ ব্যতিত কিছুই আর নেই,
অজানা সব রহস্য আমাকে ঘীরেই।🙂