মো: কবির হোসেন

মো: কবির হোসেন Welcome to my official page. Chairman of 3 No Balipara Union Parishad & President.

কোনো অবস্থাতেই লাইসেন্সপ্রাপ্ত বা নিবন্ধিত হাসপাতাল ও ক্লিনিক ব্যতীত চেম্বারে অথবা ডায়াগনস্টিক সেন্টারে অ্যানেস্থেসিয়া দ...
27/02/2024

কোনো অবস্থাতেই লাইসেন্সপ্রাপ্ত বা নিবন্ধিত হাসপাতাল ও ক্লিনিক ব্যতীত চেম্বারে অথবা ডায়াগনস্টিক সেন্টারে অ্যানেস্থেসিয়া দেয়া যাবে না। বিএমডিসি স্বীকৃত বিশেষজ্ঞ ছাড়া যে কোনো ধরনের অপারেশন/সার্জারি/ ইন্টারভেনশনাল প্রসেডিউর করা যাবে না।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো: মঈনুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেয়া হয়। এছাড়াও বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারের লাইসেন্স প্রবেশপথে টানানো, তথ্য কর্মকর্তা নিয়োগ ও লেবার রুম প্রটোকল বাধ্যবাধকতাসহ ১০ দফা নতুন নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। একইসাথে এসব নির্দেশনা আবশ্যিকভাবে পালন করতে হবে বলেও জানিয়েছে নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি।

এতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর পরিচালনার ক্ষেত্রে বর্ণিত শর্তাবলী আবশ্যিকভাবে প্রতিপালন করার জন্য নির্দেশ দেয়া হলো।

নির্দেশনাগুলো হলো

১. বেসরকারি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনস্টিকের লাইসেন্সের কপি প্রতিষ্ঠানের মূল প্রবেশ পথের সামনে দৃশ্যমান স্থানে অবশ্যই স্থায়ীভাবে প্রদর্শন করতে হবে।

২. সব বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের যাবতীয় তথ্যাদি সংরক্ষণ ও সরবরাহের জন্য একজন নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা-কর্মচারী থাকতে হবে। একইসাথে তার ছবি ও মোবাইল নম্বর দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে।

৩. যে সব প্রতিষ্ঠানের নাম ডায়াগনস্টিক ও হাসপাতাল হিসেবে আছে, কিন্তু শুধুমাত্র ডায়াগনস্টিক অথবা হাসপাতালের লাইসেন্স রয়েছে, তারা লাইসেন্স পাওয়া ছাড়া কোনেভাবেই নামে উল্লেখিত সেবা প্রদান করতে পারবে না।

৪. ডায়াগনষ্টিক সেন্টার, প্যাথলজিক্যাল ল্যাবরেটরির ক্ষেত্রে যে ক্যাটারগরিতে লাইসেন্সপ্রাপ্ত, শুধুমাত্র সে ক্যাটাগরিতে নির্ধারিত পরীক্ষা-নিরীক্ষা ছাড়া কোনভাবেই অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করা যাবে না। ক্যাটারগরি অনুযায়ী প্যাথলজি বা মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি ও রেডিওলজি বিশেষজ্ঞ নিয়োগ করতে হবে।

৫. বেসরকারি ক্লিনিক, হাসপাতালের ক্ষেত্রে লাইসেন্সের প্রকারভেদ ও শয্যা সংখ্যা অনুযায়ী সব শর্তাবলী বাধ্যতামূলকভাবে বাস্তবায়ন করতে হবে।

৬. হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়োজিত সব চিকিৎসকের পেশাগত ডিগ্রির সনদ, বিএমডিসির হালনাগাদ নিবন্ধন ও নিয়োগপত্রের কপি অবশ্যই সংরক্ষণ করতে হবে।

৭. হাসপাতাল, ক্লিনিকের ক্ষেত্রে যে কোনো ধরনের অপারেশন বা প্রসিডিউরের জন্য অবশ্যই রেজিস্ট্রার্ড চিকিৎসককে সার্জনের সহকারী হিসেবে রাখতে হবে।

৮. কোনো অবস্থাতেই লাইসেন্সপ্রাপ্ত বা নিবন্ধিত হাসপাতাল ও ক্লিনিক ব্যতীত চেম্বারে অথবা ডায়াগনস্টিক সেন্টারে অ্যানেস্থেসিয়া দেয়া যাবে না। বিএমডিসি স্বীকৃত বিশেষজ্ঞ ছাড়া যে কোনো ধরনের অপারেশন/সার্জারি/ ইন্টারভেনশনাল প্রসেডিউর করা যাবে না।

৯. সব বেসরকারি নিবন্ধিত লাইসেন্সপ্রাপ্ত হাসপাতাল, ক্লিনিকে লেবার রুম প্রটোকল অবশ্যই মেনে চলতে হবে।

১০. নিবন্ধিত বা লাইসেন্সপ্রাপ্ত হাসপাতাল, ক্লিনিকে অপারেশন থিয়েটারে অবশাই ‘Operation Theatre Etiquette’ মেনে চলতে হবে।

এ নির্দেশনায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের অনুমোদন রয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় আওয়া...
26/11/2023

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের তালিকা
#আওয়ামীলীগ
#শেখহাসিনা
#নির্বাচন২০২৪

 #শেখহাসিনা  #মনোনয়ন_বোর্ড  #নির্বাচন২০২৪  #আওয়ামীলীগ
23/11/2023

#শেখহাসিনা #মনোনয়ন_বোর্ড #নির্বাচন২০২৪ #আওয়ামীলীগ

ইন্দুরকানী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিকীর সাথে আজ  বিকেলে তাঁর কার্যালয়ে ইন্দুরকানী উপজেলা...
21/09/2023

ইন্দুরকানী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিকীর সাথে আজ বিকেলে তাঁর কার্যালয়ে ইন্দুরকানী উপজেলা পরিষদের (চেয়ারম্যান) জনাব, এডভোকেট এম মতিউর রহমান
ও আমরা পাঁচ ইউনিয়নের (চেয়ারম্যান )
সৌজন্য সাক্ষাত করি । 💐❤️

জাতীয় স্হানীয় সরকার দিবস ২০২৩সফল হোক, স্বার্থক হোক __________________________৩নং বালিপাড়া ইউনিয়ন পরিষদ রেলি❤️🇧🇩
18/09/2023

জাতীয় স্হানীয় সরকার দিবস ২০২৩
সফল হোক, স্বার্থক হোক
__________________________
৩নং বালিপাড়া ইউনিয়ন পরিষদ রেলি❤️🇧🇩

25/08/2023

 #১৫আগস্ট  #শোকদিবস  #জাতীয়_শোক_দিবস   #আওয়ামীলীগ          #বঙ্গবন্ধু  #শেখমুজিব  #শোক_দিবস  #কেরানীগঞ্জ
25/08/2023

#১৫আগস্ট #শোকদিবস #জাতীয়_শোক_দিবস #আওয়ামীলীগ #বঙ্গবন্ধু #শেখমুজিব #শোক_দিবস #কেরানীগঞ্জ

সারাদেশে ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস পালন।

১৫ই আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের ৪৮তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস- ২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

#১৫আগস্ট #শোকদিবস #জাতীয়_শোক_দিবস #আওয়ামীলীগ #বঙ্গবন্ধু #শেখমুজিব #শোক_দিবস #কেরানীগঞ্জ

Address

Pirojpur
8502

Alerts

Be the first to know and let us send you an email when মো: কবির হোসেন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মো: কবির হোসেন:

Share