
04/09/2025
গোল্ডেন A+ পাওয়া ৯০ ভাগ শিক্ষর্থীরা . বাস্তব জিবনের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে না. তাদের ছোট বেলায় থেকে এমন ভাবে তৈরী করা হয় যেনো পড়াশোনা মানেই যুদ্ধ তোমাকে ফাস্ট হতেই হবে গোল্ডেন A+ আনতে হবে তাহলে তুমি সফল.! অথচ তারা যখন পড়াশোনা শেষ করে তখন তারা বুঝতে পারে না টাকা কিভাবে ইনকাম করতে হয়. কিভাবে একটা চাকরি কিংবা বেব্যসা শুরো করতে হয় তারা অন্যের কাছে যেয়ে চাকরি খুজে.!
জিবনে পড়াশোনা প্রয়জোন আছে
পড়াশোনা হচ্ছে জিবনের চলার পথ সহজ করে
কিন্তু ৯০ ভাগ মানুষ মনে করেন পড়াশোনা হলো জিবনের সবকিছু তাই তোমাকে দৈনিক ১২/১৫ ঘন্টা পড়তে হবে অন্যকিছু করা যাবে না.!
মূর্খ্য আর শিক্ষিত একটা জিনিসের পিছনে সারাজিবন দৌড়ায় সেটা হলো টাকা. দুনিয়া সবচেয়ে বেশি প্রয়জোন যেটা সেটা হলো টাকা তুমি পড়াশোনা শেষ করে টাকার পিছনে দৌড়াবে হয়তো বড় কম্পানিতে জব করবে না হয় বিজনেস করবে তার মানে তোমার মূল লক্ষ্য টাকা উপার্জন করা.!
শিক্ষিত হওয়া যেমন জরুরী তার চাইতে বেশি জরুরী টাকা উপার্জন করা।