Asha Islam

Asha Islam I will Try to Create new recipe,vlogs or anything else.

গোল্ডেন A+  পাওয়া ৯০ ভাগ শিক্ষর্থীরা . বাস্তব জিবনের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে না. তাদের ছোট বেলায় থেকে এমন ভাবে তৈরী...
04/09/2025

গোল্ডেন A+ পাওয়া ৯০ ভাগ শিক্ষর্থীরা . বাস্তব জিবনের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে না. তাদের ছোট বেলায় থেকে এমন ভাবে তৈরী করা হয় যেনো পড়াশোনা মানেই যুদ্ধ তোমাকে ফাস্ট হতেই হবে গোল্ডেন A+ আনতে হবে তাহলে তুমি সফল.! অথচ তারা যখন পড়াশোনা শেষ করে তখন তারা বুঝতে পারে না টাকা কিভাবে ইনকাম করতে হয়. কিভাবে একটা চাকরি কিংবা বেব্যসা শুরো করতে হয় তারা অন্যের কাছে যেয়ে চাকরি খুজে.!

জিবনে পড়াশোনা প্রয়জোন আছে
পড়াশোনা হচ্ছে জিবনের চলার পথ সহজ করে
কিন্তু ৯০ ভাগ মানুষ মনে করেন পড়াশোনা হলো জিবনের সবকিছু তাই তোমাকে দৈনিক ১২/১৫ ঘন্টা পড়তে হবে অন্যকিছু করা যাবে না.!

মূর্খ্য আর শিক্ষিত একটা জিনিসের পিছনে সারাজিবন দৌড়ায় সেটা হলো টাকা. দুনিয়া সবচেয়ে বেশি প্রয়জোন যেটা সেটা হলো টাকা তুমি পড়াশোনা শেষ করে টাকার পিছনে দৌড়াবে হয়তো বড় কম্পানিতে জব করবে না হয় বিজনেস করবে তার মানে তোমার মূল লক্ষ্য টাকা উপার্জন করা.!

শিক্ষিত হওয়া যেমন জরুরী তার চাইতে বেশি জরুরী টাকা উপার্জন করা।

25/08/2025
25/08/2025
14/08/2025

“মানুষ বেশি কাছে এলেই অস্বস্তি লাগে…”

— অনেকেই ভাবে এটা অহংকার, কিন্তু
কিন্তু এর ভেতরে থাকে এমন এক ভয়, যা কেউ দেখতে পায় না।

শুরুতে সব স্বাভাবিক লাগে। বন্ধু, আলাপ, আড্ডা—সবই ভালো লাগে।
কিন্তু ধীরে ধীরে সব কিছু বদলে যায়।

কেউ কোন প্রশ্ন করলে অস্বস্তি লাগে।
কেউ কাছে এলে মনে হয়, শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছি।
কথার মাঝেই চুপ হয়ে যাওয়া, চোখ এড়িয়ে যাওয়া—অভ্যাসে পরিণত হয়।

বাইরের চোখে দেখলে মনে হয়, “সে খুব একলা থাকতে চায়” বা “নিজেকে বড় ভাবে।”
কিন্তু ভেতরে লুকিয়ে থাকে এক অদৃশ্য ভয়—
ভয় যে ঘনিষ্ঠ হলে, নিজের জায়গা হারিয়ে যাবে, অথবা কেউ কষ্ট দেবে।

এভাবে ধীরে ধীরে তৈরি হয় এক অদৃশ্য দেয়াল।
দেয়ালের ভেতরে একা মানুষ, আর বাইরে পৃথিবী চলতে থাকে।
ফলাফল—আত্মবিশ্বাস কমে যায়, সম্পর্ক দূরে সরে যায়, আর নিঃসঙ্গতা বেড়ে যায়।


Social withdrawal বা avoidant tendency সবসময় অহংকার নয়—এটা অনেক সময় শুধু নিজেকে রক্ষা করার চেষ্টা।
ঘনিষ্ঠতা মানে হারিয়ে যাওয়া নয়।
ঘনিষ্ঠতা মানে বোঝাপড়া, নিরাপত্তা আর ধীরে ধীরে বিশ্বাস গড়া।

25/07/2025
22/07/2025
22/07/2025
21/07/2025

Address

Pirojpur
Pirojpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asha Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share