17/08/2025
তোমার চোখে স্বপ্ন দেখি,
মন হারায় আনমনে।
তোমার হাসি চাঁদের আলো,
জাগে হৃদয় গহীনে।
তোমার ছোঁয়ায় পাই আমি,
ভালোবাসার উষ্ণতা।
তোমার প্রেমে ডুবে গিয়ে,
হারাই সব নীরবতা।
তুমি আমার ভোরের আলো,
রাতের আকাশের তারা।
তোমায় নিয়ে বাঁচতে চাওয়া,
এই জীবনে স্বপ্ন সারা।