Depression - ডিপ্রেশন

Depression - ডিপ্রেশন হাদিস ‘আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও পৌছাইয়া দাও’।একটি আলোচনা হলেও শেয়ার দিয়ে ছড়িয়ে দিন।

25/04/2025

আলোচ্য বিষয়:নারীর মর্যাদা ও নারী সংস্কার আইন।

05/02/2025

ফুলকপি ডাল আলু ও ডিম ভূনা করলাম।
প্রথম ফুডব্লগের ভিডিও। আমাকে উৎসাহ দিন। লাইক কমেন্ট করে পাশে থাকুন।

04/01/2025

যাদের মন খারাপ তারা হাত উঠান 🤦‍♂️

18/10/2024

একটা তি'তা সত্য বলে যাই, "বাপের অর্থ সম্পদ না থাকলে মেয়েদের শ্বশুড়বাড়িতে দাম থাকে না"! 😊💔

17/10/2024

সবার মতামত আবশ্যক!

জাতীয় ৮ দিবস বাতিলকে আপনি কি সমর্থন করেন?

10/10/2024

আপনার জীবনে এমন কোনো মানুষ আছে, যে কারো কাছে আপনার সম্পর্কে নেগেটিভ কিছু শুনে সাথে সাথে বলবে 'ও এমন না। আমি চিনি ওরে, ও এমন না!' কিংবা আপনার জন্য সবার বিরুদ্ধে যাবে, আছে এমন কেউ?

09/10/2024

আব্বারে দেহি না কতকাল, হেয়ও আমারে দ্যাহে না। আব্বায় কি জানতো না, এতিম হওয়ার কি কষ্ট! 🙂💔
রহিমাহুল্লাহু রহমাতান ওয়াসিআ💝

লাকুম দ্বীনুকুম ওয়ালিয়া দ্বীন।ব্যস, কথা এখানেই শেষ! 🖤
09/10/2024

লাকুম দ্বীনুকুম ওয়ালিয়া দ্বীন।
ব্যস, কথা এখানেই শেষ! 🖤

05/10/2024

উক্তিগুলো এতই সুন্দর পড়লে আপনারও ভাল লাগবে ইনশাআল্লাহ..।

১/ আপনার জীবনের জন্য আপনার পরিকল্পনার
থেকে আল্লাহর পরিকল্পনাই উত্তম।
২/ যেখানে আপনি আল্লাহর নিকট প্রার্থনা
করছেন, সেখানে চিন্তিত হওয়ার কোন মানে হয়
না। প্রয়োজন শুধু একটু ধৈর্যধারণ করা।
৩/ আপনি কি মনে করছেন এমন কেউ নেই
যাকে আপনার ব্যক্তিগত কথা ও দুশ্চিন্তাগুলো
শেয়ার করবেন? তাহলে আপনি শ্রেষ্ঠ
শ্রবণকারীর আল্লাহ্
তা'আলাকেই ভুলে গেছেন।
৪/আপনি যা ই করেন না কেন এই দুনিয়ার মানুষদের
সন্তুষ্ট করতে পারবেন না। তাই দুনিয়ার সকল
মানুষদের খুশি করার মিথ্যা আশা ছেড়ে তাদের
সৃষ্টিকর্তাকে খুশি করতে চেষ্টা করুন।
৫/ ফর্সা আর সৌন্দর্য কখনোই এক কথা নয়। ফর্সা
কেবল চামড়ার মধ্যে ফুটে উঠলেও সৌন্দর্য ফুটে
উঠতে প্রয়োজন আল্লাহর আনুগত্য ও উত্তম
চরিত্র।
৬/ আল্লাহর পক্ষ হতে নির্ধারিত প্রতিটা বিষয়ই আপনার প্রতি সুবিচার। প্রয়োজন শুধু আপনাকে তাঁর
প্রতি আস্থাশীল ও নির্ভরশীল হওয়া এবং তাঁরই উপর
ভরসা করা।
৭/ আপনি যত বেশি আল্লাহর উপর ভরসা করবেন,
আপনার পক্ষে ধৈর্যধারণ ততোবেশি সহজ হবে।'
৮/ একাকীত্ব সবসময়ই একটু বিরক্তিকর মনে হয় ।
তবে যে তাঁর প্রভুর (আল্লাহর) আনুগত্য করে
সে কখনো একাকীত্ব অনুভব করে না।

৯/ মুসলিম হিসেবে জন্মগ্রহণের চেয়ে মুসলিম
হিসেবে মৃত্যুবরণ করতে পারাটাই অধিক গুরুত্বপূর্ণ।
১০/ এমন কাউকে ভালোবাসা উচিত নয় যে
আল্লাহকেই ভালোবাসতে জানেননা।

১১/ আমরা অনেক সময় ধরে কোন মানুষকে
প্রভাবিত
করেও তার খুব কমই দৃষ্টি আকর্ষণ করতে পারি,
অথচ
আমরা এমন এক সত্তাকে (আল্লাহকে) ভুলে থাকি
যে
কিনা সবসময়ই আমাদের প্রতি দৃষ্টি রাখেন।
১২/ সবচেয়ে কষ্টসাধ্য বিষয় হলো আল্লাহর
সন্তুষ্টির উদ্দেশ্যে এমন কিছু বর্জন করা যা আপনি
ভালোবাসেন। তবে মনে রাখবেন আল্লাহ
সবসময়ই কোন কিছুর পরিবর্তে এর চেয়ে
উত্তম কিছু দিয়ে থাকেন।

১৩/ এমন কারো সঙ্গী হোন যে আপনাকে
আল্লাহর
কথা স্মরণ করিয়ে দেয়।
১৪/ যদি কেউ আপনার প্রভুর আনুগত্য
পছন্দ না করে তবে আপনারও তাকে পছন্দ করার
কোন যুক্তি নেই।
১৫/ যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা
করে
না, তখন এতটুকু মনে রাখুন আল্লাহ্ আপনাকে
বুঝেন।
১৬/ নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখতে
প্রতিটা বিষয়ে আল্লাহর উপর ভরসা রাখুন।

M***i Shahidur Rahman Mahmudabadi

05/10/2024

প্রিয় ভাইয়েরা !
একটি সালাম দিয়ে যান
আপনার আইডি ঘুরে আসবো , মন্তব্য করে আসবো আপনার সাথে পরিচিত হবো

আমাদের কালিমা 💝
05/10/2024

আমাদের কালিমা 💝

মুসলিমদের সোনালী যুগের সেই আত্মগৌরবের প্রতীক, তাওহীদের পতাকায় বিস্তৃত হোক এই জমিন।মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ, কিংবা ভা...
29/09/2024

মুসলিমদের সোনালী যুগের সেই আত্মগৌরবের প্রতীক, তাওহীদের পতাকায় বিস্তৃত হোক এই জমিন।
মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ, কিংবা ভার্সিটি, সবখানেই উড্ডয়ন হোক তাওহীদের প্রতীক।

Address

Pirojpur

Alerts

Be the first to know and let us send you an email when Depression - ডিপ্রেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category