11/06/2024
প্রিয় লেখকের গান
@ আমির হামজা হুজুর
আমি ভুল, ভুলেই হুলুস্থুল;
তুমি ফুল হয়ে এসো জীবনে—
রবো তোমাতেই মশগুল !
আমার উচ্ছৃংখল জীবনের গতিপথে
যদি সঙ্গী হও জোড়াতালি দেওয়া রথে
তবে যত শঙ্কা হোক
তবে যত বাধা হোক
সমূলেই হবে নির্মূল...
আমি ভুল, ভুলেই হুলুস্থুল;
তুমি ফুল হয়ে এসো জীবনে—
রবো তোমাতেই মশগুল !
ওহে সুহাসিনী, ওহে রাগিণী
ওহে প্রেমাস্প গুলবাগিনি
তুমি অভিমানে ফোঁটা কামিনী
তুমি হৃদয় অতলে ঝড়া যামিনী
যদি হাসো
পাশে বসো
হবো তোমাতেই ব্যাকুল...
আমি ভুল, ভুলেই হুলুস্থুল;
তুমি ফুল হয়ে এসো জীবনে—
রবো তোমাতেই মশগুল !
লা লাল্লা, লা লা লা লা লা...
এই বিষাদের জাতাকলে পিষে যাওয়া জীবনে
উম মাখা দুটি হাতের প্রয়োজন খুব কায়োমনে
যদি সঙ্গী হও
গাঙে ভাষা নৌকায়
যদি মর্জি হও
হাত রেখো বৈঠায়
তবে খুজে পাবো কুল...
আমি ভুল, ভুলেই হুলুস্থুল;
তুমি ফুল হয়ে এসো জীবনে—
রবো তোমাতেই মশগুল !