A s a d u l ツ

A s a d u l ツ It_Is_An_Educational_Facebook_Page_Just_For_Fun�
(5)

17/12/2025

এটা একটু বেশি ই সুন্দর ছিলো।

এক সময় এই জলঢোঁড়া সাপ ছিল খুবই ভয়ঙ্কর। প্রাণঘাতী বিষধর ছিল। তার কামড় মানেই নিঃশ্বাসের সাথে সাথে মৃত্যু। বনে-জঙ্গলে স...
17/12/2025

এক সময় এই জলঢোঁড়া সাপ ছিল খুবই ভয়ঙ্কর। প্রাণঘাতী বিষধর ছিল। তার কামড় মানেই নিঃশ্বাসের সাথে সাথে মৃত্যু। বনে-জঙ্গলে সবাই তাকে চিনত‌। সবাই তাকে ভয়ে এড়িয়ে চলত। কিন্তু জলঢোঁড়ার একটা অভ্যাস ছিল। সে নিজের বিষ সব সময় শরীরে রাখত না। মাঝে মাঝে বিষ জমে ভারী হয়ে গেলে গোবরের ঢেলায় রেখে কোথাও চলে যেত—যেন বিষটা একটু ঠান্ডা হয়।

একদিন এমনই এক বিকেলে জলঢোঁড়া বিষ রেখে কোথাও গিয়েছিল। ভাগ্যক্রমে সেই দৃশ্য দেখে ফেলে এক গোখরা সাপ। গোখরা ছিল বেশ চালাক। সে বুঝে গিয়েছিল, এই বিষই জলঢোঁড়া আসল শক্তি।

জলঢোঁড়া ফিরে আসার আগেই গোখরা এসে গোবরের ভেতর থেকে বিষ চুরি করে নিল। নিজের দেহে ভরে নিল সেই বিষ। তারপর নির্ভয়ে চলে গেল গভীর জঙ্গলের দিকে।

জলঢোঁড়া ফিরে এসে দেখে, তার বিষ নেই। খুঁজল, ছুটল, ফুঁসল। কিন্তু আর কিছুই পেল না। সেই দিন থেকেই জলঢোঁড়া পুরোপুরি বিষহীন হয়ে গেল। তার দাঁত রইল, কিন্তু বিষ আর রইল না। সবকিছু হারিয়ে, ছন্নছাড়া হয়ে ঘুরতে তাকে এই জলডোরা।

আর গোখরা? সেই দিন থেকেই সে হয়ে উঠল সবচেয়ে ভয়ংকর বিষধর সাপ।

___________________
উপরের এই বর্ণনাটা মুরুব্বীদের একটি কল্পকাহিনী। ছোটবেলা জলডোড়া নিয়ে কত কাহিনী যে শুনেছি! এই কাহিনীটা মনে পড়লে এখনও হাসি পায়। আজকে এই সাপটা দেখে আবার সে জলঢোঁড়ার বিখ্যাত কাহিনীটা মনে পড়ে গেল। হা হা হা।

ভাইয়ের মনে হয় প্রচুর টাকা।🐸
11/11/2025

ভাইয়ের মনে হয় প্রচুর টাকা।🐸

New Business Unlocked...🔓
30/10/2025

New Business Unlocked...🔓

02/09/2025

সারাবছর পড়ালেখা না করে যখন পরিক্ষার আগের রাতে বই খুলে দেখি।

সাগরের ৩০০০ মিটার (৩ কি.মি.)নীচের অতি উচ্চচাপ সহ্য করতে না পেরে "Ocean Gate" নামের সাবমেরিনটি বিস্ফোরিত হয়।অথচ 'এফিওনিডি...
10/08/2025

সাগরের ৩০০০ মিটার (৩ কি.মি.)
নীচের অতি উচ্চচাপ সহ্য করতে না
পেরে "Ocean Gate" নামের সাবমেরিনটি
বিস্ফোরিত হয়।
অথচ 'এফিওনিডি' (Aphyonidae)
নামের চার ইঞ্চি দৈর্ঘের এই পুঁচকে
মাছটি সমুদ্রের ৬০০০ মিটার (৬ কি.মি.!)
গভীরে নির্দ্বিধায় চলাফেরা করে!!

প্রকৃতিবাদী নাস্তিকদের জন্য এই ঘটনায়
রয়েছে শিক্ষা।
মহান রবের অতুলনীয়
নিদর্শনের এটি একটি অতি ঠুনকো নমুনা মাত্র।
নিশ্চয়ই আল্লাহ পাক সকল বিষয়ের উপরই সর্বশক্তিমান।

আল্লাহু আকবার।। 🕋🌹❤️

14/07/2025

এই প্রথম বারের মতো...

নতুন বছরের বইয়ের নতুন কভার।
14/07/2025

নতুন বছরের বইয়ের নতুন কভার।

Address

Balipara
Pirojpur

Alerts

Be the first to know and let us send you an email when A s a d u l ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A s a d u l ツ:

Share