10/11/2024
পোরশা উপজেলা, নওগাঁ।
নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুর সীমান্তে, বাংলাদেশ ও ভারতকে বিভক্ত করেছে পূণর্ভবা নদী।
এই পূণর্ভবা নদীর পূর্বে বাংলাদেশ ও পশ্চিমে ভারত সীমান্ত অবস্থিত হলেও নিতপুর সীমান্তে পারঘাটি নামক স্থানে পূণর্ভবা নদীর ওপারে প্রায় ২ বর্গ কিলোমিটার পর্যন্ত কোথাও কোথাও আবার গড়ে ৫ বর্গ কিলোমিটার পর্যন্ত একেবারে ভারতের গা ঘেঁষে বাংলাদেশের শতশত বিঘা আবাদি জমিয়ে রয়েছে।
ধান চাষাবাদের স্বল্প খরচ আর অধিক ফলন হওয়ায় প্রতিবছর কৃষকেরা প্রচুর ধান, নিজের গোলায় ভরে তুলতে সক্ষম হয়। কিন্তু কোন কোন বছর আগাম বৃষ্টি বা বন্যা হলে শত শত বিঘার পালিত স্বপ্নের ধান নিমেষেই পূণর্ভবা নদীর বন্যার পানিতে প্লাবিত হয়ে কৃষকের হাজারও স্বপ্ন বন্যার পানিতে ভাসিয়ে নিয়ে যায়!
এর ফলে কৃষকেরা ঝুঁকি নিয়ে ধান চাষাবাদ আগ্রহ হারিয়ে ফেলে। শত শত বিঘা জমি অনাবাদি রয়ে যায়। কৃষকদের এমন দুর্দশার একটি ভিডিও চিত্র সোশ্যাল মিডিয়াতে গত মে'২০২০ সালে প্রকাশ করলে, পোরশা উপজেলা প্রশাসনের সুদৃষ্টি গোচর হলে, সেখানে একটি ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। এ ব্রিজটি ২০২১ সালে নির্মাণে কার্যক্রম শুরু হয়েছে এবং অব্যাহত আছে ।
তবে এলাকাবাসীর দাবি, দীর্ঘদিনের প্রত্যাশিত, বহুল আকাঙ্ক্ষিত এই পারঘাটি ব্রিজ নির্মাণের কাজ দ্রুত গতিতে সম্পন্ন করতে জোর দাবি জানিয়েছেন।
আসছে আগামী বৌর মৌসুম'২০২৫, এ বোর মৌসুমে কৃষকরা যাতে জমি চাষাবাদ করে নির্বিঘ্নে এই ব্রিজের উপর দিয়ে তাদের সোনালী স্বপ্নের পালিত ধান নিয়ে যাতায়াত করতে পারে । পারঘাটি ব্রিজের কাছে কৃষকদের, কৃষি জমি চাষাবাদে আগ্রহ বৃদ্ধি করতে এবং বোর মৌসুমে ধান কর্তনের আগেই ব্রিজের কাজ সম্পন্ন করতে পোরশা উপজেলা প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করছি।
কৃষি বাঁচলে
বাঁচবে দেশ
স্বনির্ভর হবে বাংলাদেশ।
হঠাৎ বন্যার কারণে ২০২০ সালের কৃষকদের দুর্দশার
ভিডিও চিত্র দেখতে নিচে ক্লিক করুনঃ
https://www.facebook.com/share/v/1D5DFUbu9L/