
21/07/2025
pray for milestone school and college students. আল্লাহ তুমি এই বিপদে বিপদগ্রস্থ পরিবারের ধৈর্য্য ধারণ করার ক্ষমতা দাও আল্লাহ। কে জানতো তাদের সন্তান আর ফিরবে না। এর মাঝেও হয়তো কেউ বায়না করে যেতে চায়নি স্কুলে মা জোর করে পাঠিয়েছে বলে যে স্কুলে গেলে স্কুল শেষে ঘুরতে নিয়ে যাবে অথবা আইসক্রিম খাওয়াবে যেকোনো অজুহাতে হয়তো পাঠিয়েছে স্কুলে।কতোগুলো জীবন কতোগুলো ভবিষ্যত কতোগুলো আদরের সন্তানগুলা আজ না ফেরার দেশে চলে গেলো আর যেতে হবে না স্কুলে।কি দোষ ছিলো এই নিস্পাপদের! চারপাশে শুধু হাহাকার প্রিয় সন্তান হারানোর আর্তনাদ। আল্লাহ এসব থেকে রক্ষা করো সবাইকে!