Sultana Rimu

Sultana Rimu Hello everyone

★ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং শব্দের অর্থই হচ্ছে মুক্ত পেশা। অর্থাৎ কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির আদেশ অনুযায...
29/09/2023

★ফ্রিল্যান্সিং কি?

ফ্রিল্যান্সিং শব্দের অর্থই হচ্ছে মুক্ত পেশা। অর্থাৎ কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির আদেশ অনুযায়ী কারো কাজ না করাকেই ফ্রিল্যান্সিং বলে। মূলত যারা এ ধরনের কাজ করে থাকে তাদেরকে ফ্রিল্যান্সার বলা হয়।

ফ্রিল্যান্সিং হলো কোন প্রতিষ্ঠানে পার্মানেন্ট চুক্তিবদ্ধ না হয়ে বরং প্রজেক্ট বেসিসে কাজ করা।

★ফ্রিল্যান্সিং কেন করব?

1.ফ্রিল্যান্সিং করলে আপনি আপনার বস।
2. চাকরিতে যেমন নয়টা থেকে পাঁচটা পর্যন্ত ডিউটি করা লাগে। কিন্তু ফ্রিল্যান্সিংয়ের কোন নির্দিষ্ট টাইম নেই আপনার যখন ইচ্ছা হবে আপনি তখন কাজ করতে পারবেন।
3. ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আপনি পৃথিবীর যেকোন প্রান্তে বসে থেকে কাজ করতে পারবেন।
4. ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আপনি ধৈর্য সহকারে কাজ করলে খুব দ্রুত সফলতা অর্জন করতে পারবেন।
5. ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আপনি ঘরে বসে আয় করতে পারবেন লাখ লাখ টাকা।
6. চিন্তা ছাড়া নিশ্চিন্তে আপনি আপনার কাজ করতে পারবেন।
7. চাকরির ক্ষেত্রে আপনি ঠিক টাইমে কাজ না করতে পারলে বসের বকা শুনতে হয় কিন্তু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনি আপনার নিজের বস সে তো আপনার বকা শোনার কোন সুযোগ নেই।
8.সকল বয়সেরই ব্যক্তিরা ফ্রিল্যান্সিং করতে পারে। কিন্তু একটা নির্দিষ্ট সময় পার হয়ে গেলে কেউ আর চাকরি করতে পারে না ।
9. একটি ভালো চাকরির জন্য আপনার ভালো সার্টিফিকেট এর প্রয়োজন হয় । কিন্তু ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার কোন সার্টিফিকেট এর প্রয়োজন হয় না।
10. আপনি যদি ভালভাবে স্কিল হতে পারেন তাহলে আপনি সফল হতে পারবেন।
11. ছেলে মেয়ে উভয়ে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে লাখ লাখ টাকায় ইনকাম করতে পারে।
12. মেয়েরা পর্দার সাথে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে পারে।
13. হাউস ওয়াইফরাও নিজের সংসার সামলে রেখে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে এখন টাকা ইনকাম করছে।
14. অনেক প্রতিবন্ধী ব্যক্তি আছে যারা শারীরিকভাবে সুস্থ না কিন্তু তারা ফ্রিল্যান্সিং করে আজকে সফলতা অর্জন করেছে।
15. ফ্রিল্যান্সিংয়ের কোন ধারাবাহিকতা টাইম নেই আপনার যখন ইচ্ছা হবে আপনি তখন কাজ করতে পারবেন।
16. ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আপনি নিজের স্বাধীনতার রক্ষা করতে পারবেন।

তাই আমার মনে হয় চাকরির পেছনে না ছুটে নিজেকে স্কিল করে সফল ফ্রিল্যান্সার হওয়ার দিকে পাড়ি দেওয়া উচিত

কেন Student  অবস্থাতেই ফ্রিল্যান্সিং শুরু করা বুদ্ধিমানের কাজ ?লেখাপড়ার পাশাপাশি ফ্রিল্যান্সিং শুরু করা যায় কি না এ নি...
25/09/2023

কেন Student অবস্থাতেই ফ্রিল্যান্সিং শুরু করা বুদ্ধিমানের কাজ ?

লেখাপড়ার পাশাপাশি ফ্রিল্যান্সিং শুরু করা যায় কি না এ নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন আসে।🤔🤔
আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে, ছাত্র অবস্থাতে ফ্রিল্যান্সিং শুরু করাটাই সবচেয়ে ভালো।💓

যেখানে 15-16 বছর পড়ালেখা করার পড়ে আপনি অবশ্যই চাকরি খুঁজবেন।
এক্ষেত্রে আপনি যদি পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং টা শিখে রাখেন✅ শিখতে থাকেন,, তাহলে আপনার চাকরি খুঁজতে হবেনা। আপনি নিজেই জব তৈরি করতে পারবেন!😊😊
ফ্রিল্যান্সিং করলে যেসকল সুযোগ সুবিধা পাবেন✅✅
১| অতিরিক্ত আয়ের পথ।
২| নিজের ক্যারিয়ার বেছে নেওয়ার সুযোগ।
৩| অভিজ্ঞতা অর্জন।
৪।নিজের ইচ্ছা মত কাজ করা।
৫।ঘড়ে বসে আয় করা।




❤️
24/08/2023

❤️

Address

Puran Bogra
5800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sultana Rimu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share