25/07/2025
“আমাদের সাথে কাজ করতে চান?” আপনি যদি একজন দক্ষ ফানি স্ক্রিপ্ট কনটেন্ট রাইটার / লেখক হয়ে থাকেন। তাহলে আপনি আমাদের সাথে কাজ করতে পারেন। আমরা আপনাকে প্রাপ্য সম্মানী দিয়ে এক সাথে কাজ করতে চাই।
আপনাকে যা করতে হবে:
১. মজার স্ক্রিপ্ট লিখতে হবে যেখানে বিনোদনের যথেষ্ট সুযোগ থাকবে।
২. ট্রেন্ডি বিষয় নিয়ে লিখতে হবে।
৩. স্বামী স্ত্রী বিষয়ক মজার স্কিপ্ট লিখতে হবে।
৪. সমাজকে মেসেজ দেয়া যায় এমন কনটেন্টও থাকতে হবে।
৫. মাসে অন্তত ১০ টি কনটেন্টের ক্রিপ্ট লিখতে হবে।
৬. যতটা সম্ভব ইউনিক স্ক্রিপ্ট হতে হবে।
৭. স্ক্রিপ্ট এমন হবে যা দিয়ে ৩/৫ মিনিটের ভিডিও হয়।
৮. ভালো স্ক্রিপ্টের উপর থাকবে বাড়তি সম্মানী।
৯. মিনিমাম ৬ মাসের জন্য কাজ করার মানুষিকতা রাখতে হবে।
১০. বর্তমান সময়ের প্রয়োজনকে মাথায় রেখেও লিখতে হবে। যেমন রমজান মাস, ঈদ, পহেলা বৈশাক, পহেলা ফাল্গুন ইত্যাদি।
আপনি যা করতে পারবেন না:
১. ডাবল মিনিং কোন স্ক্রিপ্ট লিখতে পারবেন না আমাদের জন্য। কারণ আমাদের দর্শক ৬/৭ বছর বয়সী থেকে বৃদ্ধ পর্যন্ত।
২. কোন অ্যাডাল্ট কনটেন্ট লিখতে পারবেন না।
৩. হুবুহু কারোটা কপি করে স্ক্রিপ্ট করতে পারবেন না।
৪. দেশ, সমাজ, রাষ্ট্য এবং রাজনীতিতে প্রভাব পরে এমন কন্টেন লিখা যাবে না।
- আমাদের ভিডিও দেখে আইডিয়া নিতে পারেন। আমরা কেমন ভিডিও কনটেন্ট করি এবং স্ক্রিন প্লে।
- বেতন/সম্মানী মাসিক অথবা প্রতি স্ক্রিপ্ট অনুযায়ী (আলোচনা সাপেক্ষে)।
- আপনি কেবল ফানি স্ক্রিপ্ট/গল্প লিখবেন আমাদের জন্য, অভিনয় করার প্রয়োজন নেই। আপনি বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আমাদের সাথে কাজ করতে পারেন।
- আগ্রহীগণ আপনাদের (অন্তত ১/৩টি) ডেমো স্ক্রিপ্ট দিয়ে আমাদের ইমেইল করুন [email protected]. অথবা আমাদের পেজে ইনবক্সে করুন।
- প্রাথমিক স্ক্রিপ্ট পছন্দ হলে আমরাই আপনার সাথে পরবর্তী ধাপের জন্য যোগাযোগ করব। আপনি যদি ক্রিয়েটিভ ফানি স্ক্রিপ্ট লেখক হন, তাহলে আমরা অপেক্ষা করছি আপনার জন্য।
ধন্যবাদ,
Sarwar & Sadia