Zunainah-জুনাইনাহ্

Zunainah-জুনাইনাহ্ I'm a Bangladeshi Doctor.I'll share my hobbies here.

ওয়াফেল রেসিপি:ময়দা ১ কাপকর্নফ্লাওয়ার ১/২ কাপকোকো পাউডার ২ টেবিল চামুচচিনি দেড় টেবিল চামুচবেকিং পাউডার ১ চা চামুচবেকিং সো...
20/06/2025

ওয়াফেল রেসিপি:
ময়দা ১ কাপ
কর্নফ্লাওয়ার ১/২ কাপ
কোকো পাউডার ২ টেবিল চামুচ
চিনি দেড় টেবিল চামুচ
বেকিং পাউডার ১ চা চামুচ
বেকিং সোডা ১/২ চা চামুচ
ইস্ট ১ চা চামুচ
ঘী ১ চা চামুচ
সামান্য চকলেট এসেন্স
দুধ পরিমাণ মত(প্রায় দেড়কাপ)

সব উপকরণ একসাথে মিশিয়ে ১ কাপ দুধ এড করবো।ভালোভাবে মিশিয়ে নিয়ে আকাঙ্ক্ষিত ব্যাটারের জন্য ধাপে ধাপে বাকি দুধ এড করবো।ব্যাটার রেডি হলে ২০ মিনিট রেস্টে রাখবো।ওয়াফেল মেকার প্রিহীট করে নিয়ে সামান্য তেল ব্রাশ করে নিয়ে পরিমাণমত ব্যাটার দিয়ে ঢাকনা বন্ধ করে দিবো৩/৪ মিনিট পরেই ধোয়া বের হতে শুরু করবে ধোয়া বন্ধ হয়ে গেলেই খুলে উল্টে দিতে হবে ক্রিস্পি করার জন্য ৭/৮ মিনিটের জন্য।ব্যাস রেডি হয়ে গেল গরম গরম ক্রিস্পি ওয়াফেল।
ওয়াফেল মেকারের পাওয়ারের কারনে টাইম কিছুটা কমবেশি হতে পারে।

হঠাৎই হাতে পেয়েছি ওয়াফেল মেকারটা।কোন প্ল্যান ছাড়াই বানানো।আমার কাছে কর্ণফ্লাওয়ার ছিলো না তাই অল্টারনেটিভ হিসাবে ময়দায় বাড়িয়ে দিয়েছি।টপিং দেয়ার মত কিছুও ছিলো না বাসায়।একদম দোকানের মত না হলেও স্বাদ মাশাআল্লাহ ভালোই হইছিলো।

ফ্রাইডে স্পেশাল (অস্বাস্থ্যকর) খানাদানা😁চিকেন বান রেসিপি:১ ম ধাপ-কুসুম গরম দুধ/পানি হাফ কাপ।(বাসায় গুড়া/লিকুইড দুধ ছিলো ...
10/01/2025

ফ্রাইডে স্পেশাল (অস্বাস্থ্যকর) খানাদানা😁

চিকেন বান রেসিপি:

১ ম ধাপ-
কুসুম গরম দুধ/পানি হাফ কাপ।
(বাসায় গুড়া/লিকুইড দুধ ছিলো না তাই পানি ইউজ করেছি)
ইস্ট ১ চা চামচ
চিনি ২ টেবিল চামচ
ময়দা দেড় কাপ
বেকিং পাউডার এক চা চামচ
লবন হাফ চা চামচের কিছু বেশি

সব উপকরন একসাথে মাখিয়ে নিতে হবে।এ পর্যায়ে ডো টা শক্ত মনে হওয়ায় আরো খানিকটা কুসুম গরম পানি এড করেছি।

২য় ধাপ

ডো টা কিছুক্ষন মাখিয়ে ১ টেবিল স্পুন তেল মিশিয়ে আবার ডো টা কে ভাল করে ডলে নিতে হবে। ডো টা কিছুটা টাইট হবে এই পর্যায়ে।
৫/১০ মিনিট ডলার পর একটা বাটিতে রেখে রেপিং পেপার বা এয়ার টাইট করে গরম জায়গায় রেখে দিতে হবে এক ঘন্টা রেস্টে।
আমি ওভেন চালু করে ১০ মিনিট গরম করে নিয়ে তার মধ্যে রেখে দিয়েছিলাম।

৩য় ধাপ

এক ঘন্টা পর ডো টা ফুলে ডাবল হবে।
এবার এই ডো কে রুটি মত করে নিয়ে এর মধ্যে আগেই বানিয়ে রাখা চিকেনের পুর দিয়ে বানের শেপ দিতে হবে।এবার রেস্টে রাখতে হবে আরো এক ঘন্টা।

৪র্থ ধাপ

১ ঘন্টা পর বানগুলো ফুলে প্রায় দ্বিগুন হবে।এ পর্যায়ে বানগুলোর উপর ডিমের কুসুম ব্রাশ করে সাদা তিল ছিটিয়ে দিয়েছি।ওভেনে ১৮০°সে এ ২৫ মিনিটের মত বেক করেছি।গ্যাসের চুলাতেও বেক রা যাবে।সেক্ষেত্রে সিলভারের পাতিলে বা ননস্টিকের পাত্রের মধ্যে স্ট্যান্ট বসিয়ে তার উপর বানের পাত্র রেখে লো হিটে ২৫-৩০ মিনিট বেক করতে হবে।
ব্রেড হয়ে গেলে দারুন একটা গন্ধ ছড়াবে।

(ইগনোর মাই পোর কোয়ালিটি পিক।
টেস্টি ট্রীটের বানের চেয়েও পার্ফেক্ট ছিলো খেতে আলহামদুলিল্লাহ।নিজেই নিজের রান্নার ফ্যান হয়ে যাচ্ছি😂😂)

উইন্টার স্পেশাল বাঁধাকপি পাকোড়া উপকরণ:১.বাঁধাকপি২.আটা৩.পেয়াজ কুঁচি ৪.কাঁচামরিচ কুঁচি ৫.আদা,রসুন,জিরা বাটা৬.লবন৭.হলুদ গুড়...
05/11/2023

উইন্টার স্পেশাল বাঁধাকপি পাকোড়া
উপকরণ:
১.বাঁধাকপি
২.আটা
৩.পেয়াজ কুঁচি
৪.কাঁচামরিচ কুঁচি
৫.আদা,রসুন,জিরা বাটা
৬.লবন
৭.হলুদ গুড়া
৮.সামান্য চিনি
৯.সয়া সস(অপশনাল)

প্রস্তুত প্রণালী :
বাঁধাকপি কুচি কুচি করে কেটে আটা ছাড়া সব উপকরণ মিশিয়ে ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে।বাঁধাকপি টা একটু নরম হয়ে পানি ছেড়ে দিবে।ওই পানিতেই ধীরে ধীরে আটা মিশাতে হবে।এক্সট্রা কোন পানি অ্যাড করা যাবে না।গলাটা বেশি শক্ত হবে না আবার একদম নরমও হবে না।চুলায় একটি পাত্রে তেল গরম করে লো মিডিয়াম হিটে রেখে পাকোড়ার শেপ দিয়ে কয়েক ধাপে ভেজে নিতে হবে।

যারা চিনি খান না তারা বাদ দিতে পারেন।তবে সামান্য একটু চিনি এড করলে আসলেই টেস্ট অনেকগুন বেড়ে যায়।কেউ চাইলে জিরার গুড়া এড করতে পারেন।

টিপস:পাকোড়া ভাজার সময় একবারেই বেশি করে তেল দিতে হয়।বারবার তেল এড করলে তেল পরিমানে বেশি লাগে।

আমি সবচেয়ে বেশি ফেইল্ড হয়েছি যে রান্না গুলোতে তার মধ্যে মিষ্টি অন্যতম।প্রথম চেষ্টাতেই রসমালাই বানাতে পেরে খুব খুশি লাগ...
03/11/2023

আমি সবচেয়ে বেশি ফেইল্ড হয়েছি যে রান্না গুলোতে তার মধ্যে মিষ্টি অন্যতম।প্রথম চেষ্টাতেই রসমালাই বানাতে পেরে খুব খুশি লাগছে আলহামদুলিল্লাহ।রেসিপি টা যদি কারো কাজে লাগে তাই এখানে শেয়ার করে রাখলাম।

রসমালাই রেসিপি
উপকরণ:
১.এক কাপ গুঁড়া দুধ
২.একটা ডিম
৩.এক লিটার গরুর দুধ
৪. ২/৩ কাপ চিনি
৫.এক টেবিল চামচ তেল/ ঘি
৬.এক চিমটি বেকিং পাউডার
৭.এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার

পুরো রেসিপির জন্য ছবিতে ক্লিক করুন।
কারো বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাতে পারেন ইন শা আল্লাহ।💐💐

#সহজরেসিপি #রসমালাই #কমখরচেরসমালাই
৩ নভেম্বর ২০২৩

25/02/2022
মরিচের ফলন মাশা আল্লাহ😍😍ডোন্ট ফরগেট টু সে বারাক আল্লাহ❤❤
17/02/2021

মরিচের ফলন মাশা আল্লাহ😍😍
ডোন্ট ফরগেট টু সে বারাক আল্লাহ❤❤

শীতের নানা রুপ❤❤
26/01/2021

শীতের নানা রুপ❤❤

মল্লিকা বনে😇😇
26/01/2021

মল্লিকা বনে😇😇

কি লাগবে?পেয়াজ,রসুন,মরিচ,ধনিয়া😋😋সব চাষ শুরু হয়ে গেছে হোস্টেলেই আলহামদুলিল্লাহ😇😇
05/01/2021

কি লাগবে?
পেয়াজ,রসুন,মরিচ,ধনিয়া😋😋
সব চাষ শুরু হয়ে গেছে হোস্টেলেই আলহামদুলিল্লাহ😇😇

এমন রিভিউ পেলে মন ভালো না হয়ে উপায় আছে☺☺😘😘 যাজাকিল্লাহ খয়ের আপু।আল্লাহতায়ালা আপনার বাগানে বারাকা ঢেলে দিন❤❤
08/12/2020

এমন রিভিউ পেলে মন ভালো না হয়ে উপায় আছে☺☺😘😘 যাজাকিল্লাহ খয়ের আপু।আল্লাহতায়ালা আপনার বাগানে বারাকা ঢেলে দিন❤❤

Address

Puran Bogra

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zunainah-জুনাইনাহ্ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share