11/09/2022
ছোট একটা গল্প
#গল্পের_নাম_রং_নাম্বার
প্রাইভেট এ কখনোই ফোন নিয়ে যাই না
আর নিয়ে গেলেও সাইলেন করে রেখে দেই
আজ ফোনটা প্রাইভেট এ নিয়ে গেলাম কিন্তু সাইলেন করার কথা মনে ছিলো না
কখনো কেউ ফোন দেই না
আজ হঠাৎ ফোনটা বেজে উঠলো স্যার রেগে গেলো অনেক বকা ও দিয়ো ফোন নিয়ে যাওয়ার কারনে
রাগ উঠলো যে ফোন দিয়েছে তার প্রতি,, ভাবলাম প্রাইভেট শেষে আচ্ছা হারে ঝারবো তাকে
তারপর প্রাইভেট পরে বের হয়ে নাম্বারটা দেখলাম সেভ নয়
তো ফোন দিলাম,,, ফোন ধরতেই আমি মাত্র গালি দেবো ওই সয়ম ওপার থেকে একটা মেয়ে সালাম দিলো,,,,কন্ঠটা মাশাল্লাহ তবে অচেনা
আমি সালাম এর উত্তর নিয়ে
মাত্র বলতে যাবো কে আপনি
তার আগেই মেয়েটা বললো কে আপনি?
আমি বললাম আপনি-ই তো মাত্র একটু আগে ফোর দিছিলেন আবার বলেন কে আপনি,,,,,তো মেয়েটা বললো বাসা কোথায় আপনার?
বললাম বগুড়া
তারপর বললো ও আচ্ছা রং নাম্বার
আমিও ঠিক আছে বলে ফোনটা কেটে দিলাম
তার কিছু ক্ষন পর ওই নাম্বার থেকে আবারও ফোন আসলো,, ফোনটা রিসিভ করলাম
ওপার থেকে বললো আচ্ছা আপনার নাম টাই তো জানলাম না,,,,, আপনার নামটা যেনো কি?
আমি বললাম তাহমিদ
বললো ওও আচ্ছা
তো কি করেন আপনি?
পড়াশোনা নাকি জব?
বললাম আপাতত পড়াশোনা করি
তারপর বললো কিসে পরেন আপনি?
তখন আমি বললাম এতো কিছু কি জন্য জানতে চাচ্ছেন,, জানতে হবে না কিছু
বললো রাগ করেন কোনো এমনি জানতে চাচ্ছি আর কি
তো আমি ওনার সব প্রশ্নের উত্তর দিলাম
তারপর বললাম আচ্ছা ফোনটা রাখি তখন বললো আর একটু কথা বলেন না প্লিজ,,কন্ঠটা মাশাল্লাহ ছিলো ভালো লাকছিলো সুনতে তাই কথা বললাম
তারপর ১০ মিনিট হয়ে গেলো
তখন বললো আচ্ছা পরে কথা বলবো
আমি তো অবাক চিনি না জানি না
সে কেনো এতো কথা বলে
আমি আর ফোন টোন দিলাম না
নাম্বার টা সেভ করলাম রং নাম্বার দিয়ে
তারপর রাতে হঠাৎ ওই নাম্বার থেকে ফোন
ফোনটা রিসিভ করতেই বললো বাহ ভুলে গেছে একবারও ফোন দিলেন না
আমি বললাম আমি তো আপনাকে চিনিই না তাহলে কেনো ফোন দিবো
বললো কেনো অচেনা কারোর সাথে কথা বলা যায় না বুঝি নাকি গার্লফ্রেন্ড মানা করছে আজ কালের ছেলে মেয়ে বা-বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর কথা সুনে চলে
তখন আমি বললাম আপনাকে কে বললো আমার গার্লফ্রেন্ড আছে।
সে বললো তাহলে কথা বলতে সমস্যা কি
বললাম অচেনা কারোর সাথে কথা বলি না এমন করে আরো ১০ মিনিট কথা হয়ে গেলো তারপর ফোন কেটে দিলাম
তারপর আবার ৯ টার সময় ফোন দিলো
ফোন দিয়ে বললো একটা গান সুনাবেন আপনার কন্ঠে একটা গান সুনতে মন চাচ্ছে
আমি বললাম পাড়ি না
বলে
বললাম আমি এখন পড়বো তাই ফোনটা রাখলে ভালো হয়
এই বলে ফোনটা কেটে দিলাম
আসলে এইটা কোন গল্প নয়
এইটা আজ আমার সাথে হয়েছে
🫢😒🫢
লেখকঃ- Alex Tahomid