Zaman's English Academy

Zaman's English Academy আপনিও পারবেন ইংরেজিতে কথা বলতে

28/06/2025

আগামী মঙ্গলবার, জুলাই ১ তারিখ থেকে নতুন ব্যাচের ক্লাস শুরু। আর ৬ টি আসন ফাঁকা আছে। ভর্তি হওয়ার সময় আর ২ দিন।

🔤 STOP + Verb-ing: কখন, কেন, কীভাবে?আমরা প্রায়ই ইংরেজিতে বলতে গিয়ে একটি সাধারণ ভুল করি —যেখানে "stop" এর পরে ভুলভাবে ver...
24/06/2025

🔤 STOP + Verb-ing: কখন, কেন, কীভাবে?

আমরা প্রায়ই ইংরেজিতে বলতে গিয়ে একটি সাধারণ ভুল করি —
যেখানে "stop" এর পরে ভুলভাবে verb-এর base form ব্যবহার করি।

❌ ভুল: He stopped to talk.
✅ ঠিক: He stopped talking.

🔎 কেন ঠিক?
যখন আপনি কোনো কাজ বন্ধ করার কথা বলবেন, তখন "stop" এর পরে verb-এর ing form ব্যবহার করতে হবে।

👉 অর্থাৎ,
📌 stop + verb-ing = কোনো কাজ পুরোপুরি বন্ধ করে দেওয়া।

📝 উদাহরণ:

I stopped eating junk food. 🍔❌

She stopped watching TV and started studying. 📺➡📚

🎭 কিন্তু যদি আপনি বলেন —
stop + to + verb
তবে তার মানে দাঁড়ায়: আপনি কিছু করার জন্য থামলেন (অন্য কাজটি করতে থামা)।

📝 উদাহরণ:

I stopped to drink water. 💧
(আমি পানি খাওয়ার জন্য থামলাম। কাজ থামিয়ে অন্য কিছু করলাম।)

📢 তাই, কথা বলার সময় যদি বলতে চান আপনি কোনো অভ্যাস বন্ধ করেছেন বা কিছু করা ছেড়ে দিয়েছেন —
⛔ STOP + VERB-ing ব্যবহার করবেন।

📅 নতুন ব্যাচ শুরু: ১ জুলাই
🎁 ফ্রি ট্রায়াল ক্লাস (১টি) – প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বিকেল ৫ টায়!

22/06/2025
🎯 Spoken English Tips — "Keep + ing" Structure Explained! 🎯✅ Rule: "Keep" এর পরে verb-এর সঙ্গে "ing" যোগ হয়।এর মানে হলো,...
21/06/2025

🎯 Spoken English Tips — "Keep + ing" Structure Explained! 🎯

✅ Rule: "Keep" এর পরে verb-এর সঙ্গে "ing" যোগ হয়।
এর মানে হলো, কিছু করা চালিয়ে যাওয়া বা অব্যাহত রাখা বোঝাতে keep + verb-ing ব্যবহার হয়।

📌 Structure:
👉 Keep + verb + ing (present participle)

📚 Examples:

1. Keep learning English every day.
➤ প্রতিদিন ইংরেজি শিখে যাও।

2. Keep practicing spoken English.
➤ স্পোকেন ইংলিশ চর্চা চালিয়ে যাও।

3. Keep trying, don’t give up!
➤ চেষ্টা চালিয়ে যাও, হাল ছেড়ো না!

🧠 মনে রাখার কৌশল:
"Keep" মানে হলো "চালিয়ে যাও", তাই এরপর কাজের নাম করতে গেলে verb-এর শেষে "ing" দিতে হয়।

🔁 Wrong: Keep learn English ❌
✅ Right: Keep learning English ✔️

আপনার শহর শেরপুরে (বগুড়া) স্পোকেন ইংলিশে ভর্তি চলছে।
যোগাযোগ:
01972-169765
খেজুরতলা, শেরপুর, বগুড়া।

#

19/06/2025

They are practicing.
আপনিও ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এ যুক্ত হতে পারবেন।

17/06/2025

কখনো কি মনে প্রশ্ন জেগেছে শুধুমাত্র একাডেমিক ইংরেজি শিখে কেন বেশিরভাগ স্টুডেন্টই ইংরেজিতে কথা বলতে পারে না? অথচ ইংরেজি এ...
16/06/2025

কখনো কি মনে প্রশ্ন জেগেছে শুধুমাত্র একাডেমিক ইংরেজি শিখে কেন বেশিরভাগ স্টুডেন্টই ইংরেজিতে কথা বলতে পারে না? অথচ ইংরেজি একটি ভাষা।

শেরপুরে স্পোকেন ইংলিশে ভর্তি চলছে - 🟢 আজকের বিশ্বে ইংরেজি জানা শুধু একটি দক্ষতা নয়, বরং চাকরি, শিক্ষাজীবন এবং বিদেশে সুয...
16/06/2025

শেরপুরে স্পোকেন ইংলিশে ভর্তি চলছে -

🟢 আজকের বিশ্বে ইংরেজি জানা শুধু একটি দক্ষতা নয়, বরং চাকরি, শিক্ষাজীবন এবং বিদেশে সুযোগের চাবিকাঠি।
বাংলাদেশে যারা ভালো ইংরেজি বলতে পারেন, তারা সহজেই এগিয়ে থাকেন যে সব বিষয়ে তা হলো–

💼 চাকরির ইন্টারভিউতে
✅ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়
🌐 বিদেশিদের সাথে যোগাযোগে
🎓 উচ্চশিক্ষায় ভালো ফলাফল
💻 অনলাইন ফ্রিল্যান্সিং বা বিদেশে পড়াশোনায়

🎯 প্রতি ব্যাচে ছাত্র ছাত্রী সংখ্যা সর্বোচ্চ ১০ জন করে।

শুধু রানিং ছাত্ররাই নয়,
✅ যে কোনো পেশার কর্মজীবী/ বিদেশ যেতে ইচ্ছুক
✅ ৪ বছর বয়স থেকে শুরু করে যে কোনো শিশুও ভর্তি হতে পারবে।

বাচ্চাদের জন্য রয়েছে
✅ Kid's Spoken

বড়দের জন্য রয়েছে
✅ Junior's Spoken
✅ Advanced Spoken

👉 আপনার সন্তানের ইংরেজি ভিত্তি এখনই মজবুত করার সময়

😟 ইংরেজিতে খুব দুর্বল? গ্রামার জানেন না? উচ্চারণেও ভয় লাগে?
ভয় নেই, আপনাদের জন্যই আমরা আছি! 💪

🔹 এখানে কেউ আপনাকে জাজ করবে না
🔹 শেখানো হবে একদম বেসিক থেকে
🔹 ধাপে ধাপে শেখার পদ্ধতি শেখানো হবে
🔹 বারবার প্র্যাকটিস, ধৈর্য আর যত্ন নিয়ে গড়ে তোলা হবে আপনার Speaking Skill

🧑‍🏫 কেউই একদিনে ইংরেজিতে দক্ষ হয়নি — কিন্তু ধৈর্য আর সঠিক গাইডলাইনে সবাই পারে।

⏱ কোর্সের মেয়াদঃ ৩ মাস (৩৬ ক্লাস)
ক্লাসঃ শনি- সোম- বুধ/ রবি-মঙ্গল- বৃহস্পতি (১ঘণ্টা করে)

(চাইলে আপনি কোর্স বাদে মাসিক ভাবে ও পড়তে পারেন)


📞 বিস্তারিত জানতে ইনবক্স করুন
📲 অথবা সরাসরি কল করুন: 01972-169765

🎁 বিশেষ সুযোগ – প্রতি ব্যাচে প্রথম তিনজন ভর্তিতে পাবেন দারুণ ডিসকাউন্ট!
🥇 ১ম জন: ১৫%
🥈 ২য় জন: ১০%
🥉 ৩য় জন: ৫%

🎯 কোর্সে কি কি থাকছেঃ
✅ Basic to Advanced Spoken English
✅ Daily Conversation Practice
✅ Vocabulary Building Techniques
✅ Correct Pronunciation & Accent
✅ Grammar for Speaking (Without Complexity)
✅ Public Speaking & Presentation Practice
✅ Interview Skills & Real-life Situation Roleplay
✅ Group Discussion & One-on-One Practice
✅ Confidence Building Exercises
✅ Regular Feedback & Progress Tracking
✅ Daily Class Notes
📌 Designed for:
✔️ Beginners to Intermediate Learners
✔️ Students, Professionals & Kids (Age 4+)

👨‍🏫 Instructors Information:
👨‍💼 Sharif Uj Jaman
Founder, Director & Lead Instructor
🎓 BSc in Textile Engineering (NUB)
🗣️ Former English Language Trainer –
British Language Program,
Universal IT, Dhaka
🌍 Trained in Verbal Communication in English –
WSDA, New Zealand
👨‍💼 Maruf Hasan
Instructor
🎓CSE (1st Year), Pundra University.

📍 ঠিকানা: মাহবুব ক্লিনিক থেকে দক্ষিনের ১ বিল্ডিং পরে, মেইন রোডের সাথে, খেজুরতলা, শেরপুর, বগুড়া।

📞 যোগাযোগ: 01972169765 (Call/ WhatsApp)

⏳ আসন সীমিত, তাই এখনই যোগাযোগ করুন এবং Spoken English শেখার যাত্রা শুরু করুন আত্মবিশ্বাসের সাথে!


















"Hit the books" 📚🔹 Meaning: To begin studying seriously.🔸 বাংলা অর্থ: পড়াশোনায় মনোযোগ দিয়ে বসা বা একদম জোর দিয়ে পড়া...
02/06/2025

"Hit the books" 📚

🔹 Meaning: To begin studying seriously.

🔸 বাংলা অর্থ: পড়াশোনায় মনোযোগ দিয়ে বসা বা একদম জোর দিয়ে পড়া শুরু করা।

🗣 Example: I have a test tomorrow, so I need to hit the books tonight.

📚 Practice English every day — fluency is just a habit away!

   🔹 “Break the ice”🔸 অর্থ: অস্বস্তিকর নীরবতা ভাঙা / কথা শুরু করা✅ Example:I told a joke to break the ice at the meeting...
31/05/2025



🔹 “Break the ice”
🔸 অর্থ: অস্বস্তিকর নীরবতা ভাঙা / কথা শুরু করা
✅ Example:
I told a joke to break the ice at the meeting.

Address

A
Puran Bogra
55

Telephone

+8801723213434

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zaman's English Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share